Dilip Ghosh: বিয়ের পিঁড়িতে দিলীপ ঘোষ! ফুল-মিষ্টি-ধুতি উপহার সুকান্তর

Dilip Ghosh wedding: ৬১ বছর বয়সে বিয়ে করছেন দিলীপ ঘোষ। বিজেপি নেতাদের পাশাপাশি ডাকাবুকো রাজনীতিবিদকে বিয়ের শুভেচ্ছা জানিয়েছেন বিরোধী নেতারাও।

Dilip Ghosh wedding: ৬১ বছর বয়সে বিয়ে করছেন দিলীপ ঘোষ। বিজেপি নেতাদের পাশাপাশি ডাকাবুকো রাজনীতিবিদকে বিয়ের শুভেচ্ছা জানিয়েছেন বিরোধী নেতারাও।

author-image
IE Bangla Web Desk
New Update
Dilip Ghosh wedding, দিলীপ ঘোষের বিয়ে

Dilip Ghosh wedding: বিয়ের পিঁড়িতে দিলীপ ঘোষ।

Dilip Ghosh wedding: আজই বিয়ে করছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। শুক্রবার সকাল-সকাল নিউটাউনে দিলীপ ঘোষের বাড়িতে পৌঁছে গিয়েছেন রাজ্য BJP সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপে নেত্রী লকেট চট্টোপাধ্যায় থেকে শুরু করে অগ্নিমিত্রা পাল-সহ অন্য বিজেপি নেতারা। নিউটানের বাড়িতেই সম্পূর্ণ ঘরোয়া মেজাজে রেজিস্ট্রি পর্ব সেরে বিয়ে করবেন দিলীপ ঘোষ।

Advertisment

পাত্রী রিঙ্কু মজুমদার বহুদিনের পরিচিত। বিজেপির মহিলা মোর্চার সঙ্গে যুক্ত তিনি। এর আগে ২০২৪-এর লোকসভা ভোটে দিলীপ যখন হেরে যান প্রথমটায় বেশ ভেঙে পড়েছিলেন তিনি। সেই থেকে দিলীপ ঘোষকে পাশে থেকে ভরসা জুগিয়েছেন এই রিঙ্কুই। প্রথম বিয়ের প্রস্তাবটাও এসেছিল তাঁরই কাছ থেকে। প্রথমটায় বিয়েতে রাজি হননি দিলীপ ঘোষ।

রিঙ্কু মজুমদারের সঙ্গে তাঁর আলাপচারিতার পর্বটা জেনে গিয়েছিলেন দিলীপ ঘোষের বাড়ির লোকজনও। বিশেষ করে দিলীপ ঘোষের মা চাইছিলেন দিলীপ বিয়ে করে নিন। সূত্রের খবর, শেষটায় মায়ের জোরাজুরিতেই হার মানেন দিলীপ। রিঙ্কুর সঙ্গে বিয়েতে মত দিয়ে দেন।

আরও পড়ুন- Dilip Ghosh: আজই বিয়ে করছেন দিলীপ ঘোষ! পাত্রী কে জানেন?

Advertisment

জানা গিয়েছে, সম্পূর্ণ ঘরোয়া পরিবেশেই একেবারে ঘনিষ্ঠ বৃত্তের কয়েকজনকে সঙ্গে নিয়ে শুক্রবার দুপুরে নিউটনের বাড়িতে রেজিস্ট্রি করে বিয়ে করবেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষকে ধুতি, ফুল, মিষ্টি উপহার হিসেবে দিয়েছেন সুকান্ত মজুমদার। লকেট থেকে শুরু করে অগ্নিমিত্রা পাল, সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো-সহ বিজেপির তাবড় নেতারা পৌঁছে গিয়েছেন দিলীপ ঘোষের বাড়িতে। 

আরও পড়ুন- West Bengal News Live:'বাংলাদেশ সীমান্ত এলাকার হিন্দুদের অস্ত্র রাখার অনুমতি দেওয়া হোক', বিস্ফোরক দাবি শুভেন্দুর

এদিকে, দিলীপ ঘোষের মতো একজন হেভিওয়েট রাজনীতিবিদের বিয়ে নিয়ে বিজেপি নেতারা থেকে শুরু করে বিরোধীরাও নানা মন্তব্য করেছেন। বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার দিলীপ ঘোষের ৬১ বছরে বিয়ের সিদ্ধান্ত প্রসঙ্গে বলেন, "রাজনীতিকদের দেরিতে বিয়ে নতুন কিছু নয়।" তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্যের কথায়, "নতুন বৌদি তরোয়াল কেড়ে গোলাপ তুলে দিক।" তৃণমূলের বর্ষীয়ান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, "বাইরে নয় এবার ঘরেই পেশি দেখাতে হবে দিলীপকে।" তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, "দিলীপ ঘোষকে ব্যক্তিগত শুভেচ্ছা।"

marriage BJP Leader dilip ghosh