West Bengal News Highlights: হিংসায় ঘরছাড়াদের সঙ্গে সাক্ষাৎ রাজ্যপালের, দিলেন পাশে থাকার আশ্বাস

West Bengal News Update 18 April, 2025: রাজ্য তথা দেশের সব বড় খবরের দুরন্ত আপডেট পড়ুন। দিনভর কোথায় কী? এক ক্লিকে পেয়ে যান সব আপডেট।

West Bengal News Update 18 April, 2025: রাজ্য তথা দেশের সব বড় খবরের দুরন্ত আপডেট পড়ুন। দিনভর কোথায় কী? এক ক্লিকে পেয়ে যান সব আপডেট।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
wb minister partha bhowmick attacks governor cv ananda bose

News in Bengal Live: গুরুত্বপূর্ণ খবরের টাটকা আপডেট জানুন।

Latest West Bengal News Highlights:মালদার বৈষ্ণবনগরের পারলালপুর হাই স্কুলে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেখানেই রয়েছেন মুর্শিদাবাদে হিংসায় ঘরছাড়া বহু পরিবার। রাজ্যপালকে দেখেই নানা অভাব-অভিযোগের কথা তোলেন তারা। পারলালপুর হাই স্কুলে পরিবার পরিজন নিয়ে থাকার ক্ষেত্রেও তাদের চূড়ান্ত হেনস্থা হতে হচ্ছে বলে রাজ্যপালের সামনেই অভিযোগ করেছেন ঘরছাড়ারা । বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপাল নিজেও। ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন রাজ্যপাল।

Advertisment

সংঘের দিলীপ ঘোষ এবার সংসারে, ২১পরিচয় থেকে অবশেষে  ২৫-এ শুভ পরিণয়।  আজই রেজিস্ট্রির পাশাপাশি বৈদিক আচার মেনে বিয়ে। সকাল থেকে দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানাতে নিউটাউনের বাড়িতে হাজির বঙ্গ বিজেপির তাবড় নেতৃত্ব। বেলায় শুভেচ্ছা বার্তা পাঠান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বঙ্গ বিজেপির ডাকাবুকো নেতাকে পাঠালেন বিশেষ উপহার। তালিকায় ছিল রঙ বাহারি ফুলের তোড়া, রাজ্য সরকারের তরফে পাঠানো হয় বিয়ে উপলক্ষ্যে বিশেষ শুভেচ্ছা বার্তা। 

মুর্শিদাবাদে সাম্প্রদায়িক উত্তেজনার আবহে এবার বিস্ফোরক দাবি করে বসলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সংবাদমাধ্যমে তিনি বলেন, "বাংলাদেশ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত বর্ডার এলাকা যেখানে হিন্দুদের জনসংখ্যা অত্যন্ত কম, ২০ শতাংশেরও নিচে। তাদেরকে কাশ্মীরের পাকিস্তান সীমান্তবর্তী এলাকার মতো বৈধ লাইসেন্স যুক্ত আগ্নেয়াস্ত্র দেওয়া উচিত। আত্মরক্ষার অধিকার প্রত্যেকের আছে। কাশ্মীরের সীমান্তের বহু গ্রামে এই ব্যবস্থা আছে। কাশ্মীরে যা আছে সেই মডেল মুর্শিদাবাদ এলাকায় না করতে পারলে ১০-১৫ শতাংশ হিন্দু যেখানে আছে তাও থাকবে না।"

  • Apr 18, 2025 13:23 IST

    West Bengal News Live: আজ মালদায় রাজ্যপাল

    আজ মালদায় রাজ্যপাল সিভি আনন্দ বোস। মুর্শিদাবাদে হিংসার জেরে ঘরছাড়া বহু পরিবার আশ্রয় নিয়েছে মালদার বৈষ্ণবনগরের পারলালপুর স্কুলের আশ্রয় শিবিরে। সেখানেই তাঁদের সঙ্গে কথা বলবেন রাজ্যপাল। অন্যদিকে, আজই মালদায় যাচ্ছেন জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিরাও। তাঁরাও কথা বলবেন ঘরছাড়াদের সঙ্গে। মুর্শিদাবাদে সাম্প্রদায়িক উত্তেজনার জেরে ঘরছাড়াদের একাংশ আশ্রয় নিয়েছে মালদায়। অনেকে আবার গিয়েছেন পড়শি রাজ্য ঝাড়খণ্ডের পাকুর ও সাহেবগঞ্জে তাঁদের পরিচিত-আত্মীয়দের বাড়িতে। কেউবা কোনও মন্দিরে গিয়েও আশ্রয় নিয়েছেন। 



  • Apr 18, 2025 11:49 IST

    West Bengal News Live:আজই বিয়ের পিঁড়িতে দিলীপ ঘোষ

    শুক্রবারই বিয়ে করতে চলেছেন BJP নেতা দিলীপ ঘোষ। পাত্রী কলকাতা উত্তর শহরতলির সাংগঠনিক বিজেপি জেলা মহিলা মোর্চার সঙ্গে যুক্ত রিঙ্কু মজুমদার। দিলীপ ঘনিষ্ঠদের দাবি, বৃদ্ধা মায়ের জোরাজুরিতেই শেষমেষ বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দিলীপ। স্ত্রী রিঙ্কু বিবাহ বিচ্ছিন্না, তাঁর ২৫ বছরের একটি ছেলেও আছে। মায়ের কথাতেই শেষমেষ ৬১ বছর বয়সে বিয়ে করছেন দিলীপ ঘোষ। শুক্রবার সন্ধেয় সম্পূর্ণ ঘরোয়া পরিবেশেই বিয়ে হবে দিলীপ-রিঙ্কুর।

    বিস্তারিত পড়ুন- West Bengal News Live:'বাংলাদেশ সীমান্ত এলাকার হিন্দুদের অস্ত্র রাখার অনুমতি দেওয়া হোক', বিস্ফোরক দাবি শুভেন্দুর



  • Advertisment
  • Apr 18, 2025 11:33 IST

    West Bengal News Live:'ভারতশ্রেষ্ঠ' বঙ্গসন্তান! আপ্লুত মুখ্যমন্ত্রীও

    জাতীয় প্রতিরক্ষা অ্যাকাডেমি (II) পরীক্ষা ২০২৪-এ শীর্ষস্থানে বঙ্গসন্তান। নজিরবিহীন কীর্তি গড়েছেন বোলপুরের ইমন ঘোষ (Iman Ghosh)। নিজস্ব অফিসিয়াল এক্স হ্যান্ডলে বিষয়টি জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

    বিস্তারিত পড়ুন- Success Story: বাংলার মুকুটে ফের 'সোনার পালক'! তাকলাগানো কীর্তি, 'ভারতশ্রেষ্ঠ' বঙ্গসন্তান! আপ্লুত মুখ্যমন্ত্রীও



  • Apr 18, 2025 10:39 IST

    West Bengal News Live:BJP নেতার বাড়িতে হামলা

    যাদবপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি মনোরঞ্জন জোদ্দার বাড়িতে গভীর রাতে হামলার অভিযোগ ওঠে। সেই সময় বাড়িতে সবাই ঘুমাচ্ছিলেন। বাড়িতেই ছিলেন মনোরঞ্জন বাবুও। তার স্ত্রী ও ছেলে এই ঘটনায় আতঙ্কিত। সোনারপুর থানা এলাকার রাজপুর সোনারপুর পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের চাঁদমারি এলাকার বাসিন্দা মনোরঞ্জন জোদ্দার। রাতেই তিনি ফোন করে বিষয়টি জানান সোনারপুর থানায় । পুলিশ ঘটনাস্থলে যায়। থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।



  • Apr 18, 2025 10:39 IST

    West Bengal News Live:আজই বিয়ে করছেন দিলীপ ঘোষ!

    একেবারে অপরিচিত কাউকে বিয়ে করছেন না দিলীপ ঘোষ। পাত্রী রিঙ্কু মজুমদার তার বহুদিনের পরিচিত। রিঙ্কু নিজেও বিজেপি নেত্রী। তিনি বিবাহ বিচ্ছিন্না, তার একটি ২৫  বছরের পুত্র সন্তান রয়েছে। বিজেপি করার সুবাদে দিলীপ ঘোষের সঙ্গে আলাপ  রিঙ্কুর। বিভিন্ন সূত্র মারফত জানা গিয়েছে, প্রথমে দিলীপ ঘোষকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তিনিই। 

    বিস্তারিত পড়ুন-Dilip Ghosh: আজই বিয়ে করছেন দিলীপ ঘোষ! পাত্রী কে জানেন?



  • Apr 18, 2025 10:38 IST

    West Bengal News Live:জেলায়-জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

    বৃহস্পতিবারের পর শুক্রবারেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। গতকাল সন্ধেয় ঝড়-বৃষ্টির দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভ্যাপসা গরম থেকে স্বস্তি মিলেছে। শুক্রবারও দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় ঝড়-জলের সম্ভাবনা রয়েছে। ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও। সব মিলিয়ে আগামী কয়েক দিন কেমন থাকবে গোটা রাজ্যের আবহাওয়া? এসব নিয়েই রইলো আজকের ওয়েদার আপডেট।

    বিস্তারিত পড়ুন- Kolkata Weather Today: দুর্যোগের সম্ভাবনা শুক্রেও! ঝেঁপে ঝড়-বৃষ্টির পূর্বাভাস কোন কোন জেলায়?



  • Apr 18, 2025 10:38 IST

    West Bengal News Live: নৃশংস কাণ্ড!

    নিজের বাড়িতেই নৃশংসভাবে খুন হলেন এক বৃদ্ধা। জখম হয়েও বরাতজোরে প্রাণে বেঁচে গিয়েছেন  বৃদ্ধার পঁচাত্তরোর্ধ্ব স্বামী। এই ঘটনা জানাজানি হতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পূর্ব বর্ধমানের জামালপুরের আবুজহাটী ১ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কায়স্থ পাড়ায়। খবর পেয়ে জামালপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে ৬৫ বছর বয়সী বৃদ্ধা মীরা সরকারের রক্তাত মৃতদেহ উদ্ধার করে। পুলিশ বৃদ্ধার জখম স্বামী নীলাদ্রি সরকার (৭৬)কে উদ্ধার করে। তিনি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে এখন চিকিৎসাধীন রয়েছন। পুলিশ খুনের ঘটনায় জড়িত দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে। পুলিশের দাবি দুই ধৃতই খুনের ঘটনায় জড়িত থাকার কথা জেরায় স্বীকার করেছে।

    বিস্তারিত পড়ুন- Jamalpur News: নৃশংস কাণ্ড! আঁতকে ওঠার মতো দৃশ্য দেখলেন পরিচারিকা, পড়শিদেরও 'আত্মারাম খাঁচাছাড়া'



Murshidabad Violence cv ananda bose Bengali News Today