kalyani Dog Beaten Viral Video Case: অবলা সারমেয়কে বেধড়ক লাঠির বাড়ি, পিটিয়ে হত্যা, ধৃত স্কুলের প্রধান শিক্ষক

kalyani Dog Beaten Viral Video Case: স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুদিন ধরে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সেই ভিডিওতে দেখা যায়, একটি মাঠে একটি সারমেয় অচেতন অবস্থায় পড়ে। সেই অবস্থায় স্কুলের পোশাক পরা কয়েকজন নাবালক লাঠি দিয়ে সারমেয়টিকে মারধর করছে।

kalyani Dog Beaten Viral Video Case: স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুদিন ধরে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সেই ভিডিওতে দেখা যায়, একটি মাঠে একটি সারমেয় অচেতন অবস্থায় পড়ে। সেই অবস্থায় স্কুলের পোশাক পরা কয়েকজন নাবালক লাঠি দিয়ে সারমেয়টিকে মারধর করছে।

author-image
Mousumi Das Patra
New Update
Kalyani dog killing case  School headmaster arrested for dog beating  Goyeshpur Netaji Vidyamandir dog incident  Animal cruelty in Bengal school  Dog beaten by students in uniform  Viral video dog killed in West Bengal  Kalyani dog abuse video  Teacher arrested for animal cruelty  Bengal school dog death  Animal lovers protest in Kalyani

অবলা সারমেয়কে বেধড়ক লাঠির বাড়ি, পিটিয়ে হত্যা, ধৃত স্কুলের প্রধান শিক্ষক

kalyani Dog Beaten Viral Video Case:  কল্যাণী থানার গয়েশপুরে সারমেয়কে পিটিয়ে খুনের ঘটনায় গ্রেফতার হল স্কুলের প্রধান শিক্ষক সহ দু'জন। পুলিশ  জানিয়েছে, ধৃতের নাম গৌড় ভাওয়াল ও  তারাপদ দাস। প্রথমজন স্কুলের প্রধান শিক্ষক ও দ্বিতীয়জন করণিক।

Advertisment

মুখে মমতার 'প্রশংসা', ২১ জুলাইয়ের আগে 'দল ছাড়া' নিয়ে বিরাট বার্তা দিলীপের, মন্তব্যে উত্তাল রাজ্য-রাজনীতি

ধৃতদের বৃহস্পতিবার কল্যাণী আদালতে তোলা হবে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুদিন ধরে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সেই ভিডিওতে দেখা যায়, একটি মাঠে একটি সারমেয় অচেতন অবস্থায় পড়ে। সেই অবস্থায় স্কুলের পোশাক পরা কয়েকজন নাবালক লাঠি দিয়ে সারমেয়টিকে মারধর করছে। 

Advertisment

বেধড়ক এই মারধর দেখে সকলেই শিহরিত হয়েছে। এ নিয়ে পশুপ্রেমি মানুষরা পুলিশের কাছে লিখিত অভিযোগ করে। তারা অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবিও জানান। এই ঘটনায় অভিযুক্তরা কল্যাণী গয়েশপুরের নেতাজি বিদ্যামন্দিরের পড়ুয়া। এই পড়ুয়াদের  সঙ্গে স্কুলের প্রধানশিক্ষক থাকা নিয়ে বিষয়টি আরও গুরুতর হয়ে ওঠে।

খাস কলকাতায় নার্সের মৃত্যুতে চাঞ্চল্যকর মোড়, জানেন খুনের অভিযোগে কাকে গ্রেফতার করল পুলিশ?

অবলা প্রাণীর উপর এই নির্মম অত্যাচরে সকলে বিস্ময় প্রকাশ করেছে।এ নিয়ে ওই বিদ্যালয়ের সূত্রে জানা গিয়েছে -ওই ককুরটি  স্কুলের আশেপাশে ঘুরত। আচমকায় কুকুরটি দিন কয়েক ধরে যাকে তাকে কামড়াচ্ছিল বলে অভিযোগ। স্কুল কর্তৃপক্ষ এ নিয়ে পুরসভা ও প্রশাসনকে জানায়। এমনকি  শিক্ষক ও ছাত্রকে কামড়েও দেয় কুকুরটি। পরে এই সারমেয়টিকে তাড়ানোর চেষ্টা করে স্কুলের লোকজন ।তাড়িয়েও দেওয়া হয়। পরে আবার কুকুরটি চলে আসে।

সরকারি হাসপাতালে কাঞ্চনের'দাদাগিরি'!চিকিৎসককে বদলির হুমকি, বিধায়কের আচরণে কী জানাল দল?

আক্রমণাত্মক ভঙ্গিতে ছোটাছুটি করলে কয়েকজন ছাত্র সারমেয়টিকে মারধর করে। এ নিয়ে পশুপ্রেমীরা পুলিশের কাছে অভিযোগ করে। বুধবার রাতে পুলিশ দুজনকে গ্রেফতার করলেও বাকি ৩ জন শিক্ষক পলাতক বলে জানা গিয়েছে।

Dog Killing Dog Lovers