Advertisment

'দলের স্বার্থে দুর্নীতি করেছেন বাবাও', বাম আমলের নিয়োগ 'কেচ্ছা ফাঁস' উদয়নের

নিয়োগ-দুর্নীতিতে প্রয়াত বাবাকেই কাঠগড়ায় তুললেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী।

author-image
IE Bangla Web Desk
New Update
udayan guha believes that there is a shortage of jobs in the state

উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ।

বোমা ফাটালেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। দুর্নীতির জন্য নিজের প্রয়াত বাবাকেই কাঠগড়ায় তুললেন উত্তরবঙ্গের দোর্দণ্ডপ্রতাপ এই তৃণমূল নেতা। 'দলের স্বার্থে দুর্নীতি করেছেন বাবা, বাবাকে বাঁচাতে কোও কথা বলব না।' সংবাদমাধ্যমে বিস্ফোরক এই মন্তব্যে তোলপাড় ফেলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ এই সদস্য।

Advertisment

এবার নিয়োগ দুর্নীতি নিয়ে কার্যত বোমা ফাটালেন মমতা মন্ত্রিসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য উদয়ন গুহ। উদয়ন গুহর প্রয়াত বাবা কমল গুহ বাম আমলে কৃষিমন্ত্রী ছিলেন। ফরওয়ার্ড ব্লকের কোচবিহার জেলার সম্পাদকও ছিলেন তিনি। শুরুতে উদয়ন গুহ ফরওয়ার্ড ব্লকে থাকলেও পরে তিনি তৃণমূলে যোগ দিয়েছিলেন।

বর্তমানে তিনি রাজ্যের মন্ত্রী এবং উত্তরবঙ্গের দোর্দণ্ডপ্রতাপ তৃমমূল নেতা বলেই পরিচিত। নিয়োগ দুর্নীতি নিয়ে যখন শাসকদল তৃণমূলকে কাঠগড়ায তুলে রোজ গলা ফাটাচ্ছে বিরোধীরা, ঠিক সেই আবহে এবার বাম আমলের দুর্নীতি কেচ্ছা সামনে আনলেন উদয়ন। বামেদের সময়ের নিয়োগ দুর্নীতি বোঝাতে নিজের প্রয়াত বাবাকেই কাঠগড়ায় তুলেছেন তিনি।

আরও পড়ুন- তৃণমূলের পার্টি অফিসেই রমরমিয়ে ‘জুয়ার আসর’, ‘মজায় মত্ত’ খোদ উপ-প্রধানও

ঠিক কী বলেছেন উদয়ন গুহ?

তাঁর কথায়, 'বাবা দলের স্বার্থেই দুর্নীতি করেছেন। বাবার সামনে তালিকা তৈরি করা হয়েছিল। বাবা সেই তালিকাকে এনডোর্স করেছিলেন। যোগ্য ব্যক্তিকে বঞ্চিত করে চাকরি দেওয়া হয়েছিল। বাবা সেই সময়ে অনেককে চাকরি করে দিয়েছেন। বাবাকে বাঁচানোর জন্য কোনও কথা বলব না। আজ যাঁরা রাস্তায় বসে বলছেন যোগ্যদের বঞ্চিত করা হচ্ছে, তাঁদের পূর্বসূরীরাই তো যোগ্যদের বঞ্চিত করে চাকরি দিয়ে গিয়েছেন। পাঁচ টাকা নিলে দুর্নীতি নয়, আর পঞ্চাশ হাজার বা পাঁচ লাখ টাকা নিলে সেটা দুর্নীতি এটা কখনও হতে পারে না। এটা যুগ যুগ ধরেই চলে আসছে।'

আরও পড়ুন- ‘চাকরি বিক্রির’ কাড়ি-কাঁড়ি টাকা ব্যাঙ্কের লকারে? অয়নকে জেরায় বিস্ফোরক তথ্য!

উদয়ন গুহর দাবি নিয়ে কী বললেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী?

সুজন চক্রবর্তী এদিন সংবাদমাধ্যমে বলেন, 'ওঁর বাবা দুর্নীতি করেছেন এটা বলার মধ্য দিয়ে আসলে পার্থ চ্যাটার্জিরা যা করেছেন তাঁকে জাস্টিফাই করার চেষ্টা করছেন। কোনওভাবেই এটা মেলে না। হাতে হাতে টাকা নিচ্ছে। ও বাবাকে ছোট করল না নিজেকে ছোট করল তার মধ্যে যেতে চাই না। অনেক সময়ে আমাদের কর্মীরা বলতো, আমরা পার্টি করি বলে কি কোনও সুযোগ পাব না? আমাদের বলতে হোত না, যোগ্যতাটাই ভিত্তি। দল ভিত্তি নয়। কখনও কখনও আমাদের ছেলেরা অসন্তুষ্টও হতো।'

Udayan Guha left front West Bengal Recruitment Scam
Advertisment