Student Death:স্কুলের স্পোর্টস ক্লাসে দৌড়োতে গিয়ে মর্মান্তিক পরিণতি! নবম শ্রেণির ছাত্রের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া

Kamalgaji School: স্কুলের স্পোর্টস ক্লাস চলাকালীন মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে। নবম শ্রেণির ছাত্রের আকস্মিক এই মৃত্যুতে শোকের ছায়া এসেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Kamalgaji School: স্কুলের স্পোর্টস ক্লাস চলাকালীন মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে। নবম শ্রেণির ছাত্রের আকস্মিক এই মৃত্যুতে শোকের ছায়া এসেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

author-image
Mina Mondal
New Update
Kamalgaji School,  Orkdeep Bag death,  9th-grade student death  ,School sports class accident  ,Physical education class incident  ,Sudden student collapse , Private hospital emergency,  Narendra Pur police investigation,  School safety concerns  ,Student health during sports,কামালগাজি স্কুল  ,অর্কদীপ বাগ মৃত্যু  ,নবম শ্রেণির ছাত্র মৃত্যু  ,স্কুলে দৌড়ের সময় মৃত্যু  ,স্পোর্টস ক্লাস দুর্ঘটনা  ,রামচন্দ্রপুর ছাত্র  ,দক্ষিণ ২৪ পরগনা খবর  ,স্কুল নিরাপত্তা প্রশ্ন  ,শিক্ষার্থী মৃত্যুর তদন্ত  ,নরেন্দ্রপুর থানা তদন্ত

Student Death: হাসপাতালে কান্নায় ভেঙে পড়েছে নাবালকের পরিবার।

Student Death: দক্ষিণ ২৪ পরগনার কামালগাজি এলাকায় একটি নামী ইংরেজি মাধ্যম স্কুল বিডিএম ইন্টারন্যাশনালে খেলাধুলার সময় হঠাৎ মৃত্যু ঘটেছে নবম শ্রেণির ছাত্র অর্কদীপ বাগের। রামচন্দ্রপুর এলাকার এই ১৫ বছরের ছাত্র ওই স্কুলে পড়াশোনা করতেন।

Advertisment

পুলিশ ও স্কুল সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুরে স্কুলে স্পোর্টস ক্লাস চলছিল। অর্কদীপ সহপাঠীদের সঙ্গে মাঠে দৌড়াচ্ছিল। মাঝপথে আচমকাই সে মাটিতে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে শিক্ষক ও স্কুলকর্মীরা উঠিয়ে নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায় তাকে। হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন- Murshidabad News: ডোমকলে নববধূর রহস্যমৃত্যু, বিয়ের পর থেকেই চলছিল নির্যাতন

Advertisment

ঘটনাটি স্কুল ও স্থানীয় সমাজে এক গভীর শোকের ঢেউ ছড়িয়েছে। সহপাঠী, শিক্ষক-শিক্ষিকা—সবার মুখেই শোক আর দুঃখের ছাপ। অল্প বয়সে এভাবে নাবালকের এমন অপ্রত্যাশিত মৃত্যু কেউই মেনে নিতে পারছেন না।

তবে ঘটনাটি কীভাবে ঘটল—স্কুল কর্তৃপক্ষ এখনো এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। নিহতের পরিবার, স্কুলের প্রতি কঠোর জিজ্ঞাসা তুলেছে সন্দেহ ও উদ্বেগের প্রশ্ন নিয়ে।

আরও পড়ুন-Suvendu Adhikari:মুখ্য নির্বাচনী আধিকারিককে আক্রমণ মমতার, শুভেন্দু বললেন ‘গণতন্ত্র বিপন্ন’, দিলেন চরম হুঁশিয়ারি

নরেন্দ্রপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং তদন্তের কাজ শুরু করে। পুলিশের আধিকারিকরা খতিয়ে দেখছেন — অর্কদীপের শরীরে কোনও আঘাতের চিহ্ন ছিল কি না, বা অন্য কোনও সম্ভাব্য কারণ কাজ করেছে কি না। পুলিশের হাতে এসে পৌঁছেছে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ, যা তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

প্রাথমিকভাবে পুলিশ জানায়, আগামীকাল মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তে পাওয়া প্রতিবেদনের ভিত্তিতে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন হবে। তদন্তের স্বার্থে পুলিশ বলেছে, সম্ভাব্য প্রত্যক্ষদর্শী, শিক্ষক, শিক্ষার্থী সবাইকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহ করা হবে।

Student Death school Bengali News Today