/indian-express-bangla/media/media_files/2025/10/25/cats-2025-10-25-21-11-54.jpg)
ফের সরকারি হাসপাতালে ধুন্ধমার, মহিলা নার্সিং স্টাফকে হেনস্থা, মারধর-ভাঙচুরে উত্তাল পরিস্থিতি
শনিবার সন্ধ্যায় হাসপাতালের পুরুষ বিভাগে এক মহিলা নার্সিং কর্মীকে হেনস্থা, মারধর ও ঘর ভাঙচুরের অভিযোগ উঠল রোগীর আত্মীয়দের বিরুদ্ধে।
সূত্রের খবর, খড়গ্রামের বালিয়াহাট থেকে বুকে ব্যথা নিয়ে মজেম সেখ নামে এক রোগীকে ভর্তি করা হয় কান্দি মহকুমা হাসপাতালে। পরিবারের অভিযোগ, চিকিৎসা শুরু হতে দেরি হচ্ছিল। আর সেই অভিযোগের জেরে উত্তেজিত আত্মীয়রা নার্সদের সঙ্গে তুমুল বচসা, তারপর মারধর ও ভাঙচুরে লিপ্ত হন।
বাংলার বুকে আদিবাসী নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা, বিরাট অভিযোগে ধুন্ধুমার
ঘটনায় নার্সিং ঘরের কাগজপত্র, খাতা ও সিবিসি মেশিন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ। মুহূর্তের মধ্যে হাসপাতাল চত্বরে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। হাসপাতালের অন্যান্য স্বাস্থ্যকর্মীরা পরিস্থিতি সামাল দিতে এগিয়ে এলেও, ততক্ষণে পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে ওঠে। পরে নার্সিং বিভাগের পক্ষ থেকে হাসপাতালের সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
প্রকাশ্যে শ্রমিকদের বাংলাদেশি, অনুপ্রবেশকারী বলে উল্লেখ, বিজেপি সাংসদের কাণ্ডে দেশজুড়ে তোলপাড়, বিতর্ক
স্থানীয়দের দাবি, এভাবে একের পর এক হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা রাজ্যের স্বাস্থ্যব্যবস্থার নিরাপত্তা নিয়েই প্রশ্ন তুলে দিচ্ছে।কান্দি মহকুমা হাসপাতালের এক কর্মী ক্ষোভের সঙ্গে বলেন, “আমরা দিনরাত রোগীর সেবা করি। কিন্তু এরকম হামলার ভয় নিয়ে কাজ করা অসম্ভব হয়ে উঠছে"। ঘটনার পর হাসপাতাল চত্বরে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তা।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us