বাংলার বুকে আদিবাসী নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা, বিরাট অভিযোগে ধুন্ধুমার

ফের আদিবাসী নাবালিকাকে ধর্ষণের চেষ্টার ঘটনা ঘটল বীরভূমের নলহাটি থানার চণ্ডীপুর গ্রামে। পুলিশ অভিযুক্ত মশিবুল শেখকে গ্রেফতার করেছে।

ফের আদিবাসী নাবালিকাকে ধর্ষণের চেষ্টার ঘটনা ঘটল বীরভূমের নলহাটি থানার চণ্ডীপুর গ্রামে। পুলিশ অভিযুক্ত মশিবুল শেখকে গ্রেফতার করেছে।

author-image
Ashis Kumar Mondal
New Update
News in West bengal Live: পশ্চিমবঙ্গের খবর

News in West bengal Live: গুরুত্বপূর্ণ খবরের টাটকা আপডেট জানুন।

ফের আদিবাসী নাবালিকাকে ধর্ষণের চেষ্টার ঘটনা ঘটল বীরভূমের নলহাটি থানার চণ্ডীপুর গ্রামে। পুলিশ অভিযুক্ত মশিবুল শেখকে গ্রেফতার করেছে।

Advertisment

“CAA-তে আবেদন করুন, আমি গ্যারান্টার”, হিন্দু শরনার্থীদের বার্তা শুভেন্দু অধিকারীর

জানা গিয়েছে, বীরভূমের নলহাটি থানার খয়েরবুনি গ্রামের নাবালিকা ষষ্ঠ শ্রেণীর ছাত্রী শুক্রবার বেলা ১১ টার দিকে গ্রাম সংলগ্ন সেচখালে গুগলি এবং মাছ ধরতে গিয়েছিল। সঙ্গে ছিল আরেক নাবালিকা। সে সময় পাশের চণ্ডীপুর গ্রামের মশিবুল শেখ নামে এক ব্যক্তি নাবালিকাকে জঙ্গলে জোর করে তুলে নিয়ে যায়। 

Advertisment

'বিশ্বের সামনে দেশের মাথা হেঁট করল বিজেপি', ইন্দোরে দুই মহিলা অস্ট্রেলিয়ান ক্রিকেটারের শ্লীলতাহানির ঘটনায় গর্জে উঠল তৃণমূল

শরীরের বিভিন্ন জায়গায় হাত দেয়। এরই মধ্যে অভিযুক্ত দুষ্কৃতীর হাতে কামড় দিয়ে ছুটে বাড়ি পালিয়ে যায় নাবালিকা। বিষয়টি বাড়িতে জানানোর পর পরিবারের পক্ষ থেকে শনিবার সকালে নলহাটি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। 

প্রকাশ্যে শ্রমিকদের বাংলাদেশি, অনুপ্রবেশকারী বলে উল্লেখ, বিজেপি সাংসদের কাণ্ডে দেশজুড়ে তোলপাড়, বিতর্ক

পুলিশ তার আগেই মৌখিক অভিযোগ পেয়ে রাতেই মশিবুলকে গ্রেফতার করে।
নাবালিকার ঠাকুমা বলেন, "নাতনিকে জঙ্গলে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। নাতনি হাতে কামড়ে দিয়ে কোনক্রমে পালিয়ে আসে।"

এদিকে ঘটনার প্রতিবাদে আদিবাসী সংগঠন ভারত জাকাত মাঝি পরগনা পরিবারকে নিয়ে নলহাটি থানায় হাজির হয়। তারা পুলিশের কাছে অভিযুক্তর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

'ED-কে দিয়ে জীবনকৃষ্ণকে গ্রেফতার করিয়েছেন জেলা সভাপতি', বোমা ফাটালেন হুমায়ুন

molestation Birbhum