দীপাবলির আগে ভর সন্ধ্যায় দাঁড়িয়ে থাকা স্কুটারে পরপর বিস্ফোরণ, তুমুল আতঙ্কে হুলস্থূল

স্থানীয় সূত্রে খবর, ব্যাস্ত রাস্তায় দাঁড় করানো দুটি স্কুটারে পরপর বিস্ফোরণের ঘটনায় কেঁপে উঠল উত্তরপ্রদেশের কানপুর। বুধবার সন্ধ্যায় কানপুরের মেসটার্ন রোডে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এই বিস্ফোরণে আহত হয়েছেন কমপক্ষে আট জন।

স্থানীয় সূত্রে খবর, ব্যাস্ত রাস্তায় দাঁড় করানো দুটি স্কুটারে পরপর বিস্ফোরণের ঘটনায় কেঁপে উঠল উত্তরপ্রদেশের কানপুর। বুধবার সন্ধ্যায় কানপুরের মেসটার্ন রোডে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এই বিস্ফোরণে আহত হয়েছেন কমপক্ষে আট জন।

author-image
IE Bangla Web Desk
New Update
cats

দীপাবলির আগে ভর সন্ধ্যায় দাঁড়িয়ে থাকা স্কুটারে পরপর বিস্ফোরণ, তুমুল আতঙ্কে হুলস্থূল

দীপাবলির আগেই ভর সন্ধ্যায় ভয়বহ বিস্ফোরণ। স্থানীয় সূত্রে খবর, ব্যাস্ত রাস্তায় দাঁড় করানো দুটি স্কুটারে পরপর বিস্ফোরণের ঘটনায় কেঁপে উঠল উত্তরপ্রদেশের কানপুর। বুধবার সন্ধ্যায় কানপুরের মেসটার্ন রোডে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এই বিস্ফোরণে আহত হয়েছেন কমপক্ষে আট জন। প্রাথমিক তদন্তে জানা গেছে,অবৈধ আতশবাজির কারণেই বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনায় অন্তত আটজন আহত হন। যাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের লখনউ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

Advertisment

আরও পড়ুন-ঘুমের মধ্যে প্রবল কম্পন!আতঙ্কে ঘরছাড়া মানুষজন, ফিরল অতীতের ভয়াবহতার স্মৃতি

স্থানীয় পুলিশ জানিয়েছে, মসজিদের কাছে পার্ক করা দুটি স্কুটারে হঠাৎ করেই বিস্ফোরণ হয়। প্রায় ৫০০ মিটার থেকে ১.৫ কিলোমিটার দূর পর্যন্ত বিস্ফোরণের শব্দ শোনা যায়। আশেপাশের বাড়ির দেওয়ালে ফাটল দেখা যায়, জানালার কাঁচ ভেঙে যায়। একটি খেলনার দোকান সম্পূর্ণরূপে গুঁড়িয়ে যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। মুহূর্তে ছড়িয়ে পড়ে চরম বিশৃঙ্খলা।

Advertisment

আরও পড়ুন-'উনি সব সীমা অতিক্রম করেছেন', রাজ্যপালকে বেনজির আক্রমণ কল্যাণের

যুগ্ম পুলিশ কমিশনার (আইন-শৃঙ্খলা) আশুতোষ কুমার জানিয়েছেন,বিস্ফোরণে  স্কুটারের সামনের অংশ সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অবৈধভাবে মজুদ আতশবাজি বা বিস্ফোরক থাকার কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এরপরই পুলিশ এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণে অবৈধ আতশবাজি উদ্ধার করেছে। আটক করা হয়েছে ৬ সন্দেহভাজনকে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, আরও বেশ কয়েকজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হতে পারে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন-রসায়নে নোবেল পুরস্কারের ঘোষণা! তিন কিংবদন্তীকে অনন্য সম্মান, পুরষ্কার মূল্য মাথা ঘুরিয়ে দেবে!

পুলিশ কমিশনার রঘুবীর লাল জানিয়েছেন, ঘটনায় আটজনেরও বেশি আহত হয়েছে এবং একজন মহিলার অবস্থা আশঙ্কাজনক। তদন্তে নেমেছে এটিএস এবং এনআইএ। তিনি সতর্ক করে বলেছেন, “ এই ঘটনায় কাউকেই রেয়াত করা হবে না"।  উল্লেখ্য, দীপাবলির সময় এই ঘনবসতিপূর্ণ এলাকায় অবৈধ আতশবাজি বিক্রির ঘটনায় স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। বিস্ফোরণের পর বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 

আরও পড়ুন-ঘুমের মধ্যে প্রবল কম্পন!আতঙ্কে ঘরছাড়া মানুষজন, ফিরল অতীতের ভয়াবহতার স্মৃতি

Blast Kanpur