ঘুমের মধ্যে প্রবল কম্পন!আতঙ্কে ঘরছাড়া মানুষজন, ফিরল অতীতের ভয়াবহতার স্মৃতি

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (GFZ)-এর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ভোরে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্কের একাধিক অঞ্চল। ভূমিকম্প অনুভূত হয়েছে ভূটানেও।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (GFZ)-এর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ভোরে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্কের একাধিক অঞ্চল। ভূমিকম্প অনুভূত হয়েছে ভূটানেও।

author-image
IE Bangla Web Desk
New Update
Kolkata Earthquake, Earthquake in various parts of West Bengal: কলকাতায় ভূমিকম্প

Earthquake: তুরস্কে আবারও অনুভূত হল শক্তিশালী ভূমিকম্প

ফের ভূমিকম্পে কেঁপে উঠল পৃথিবী। তুরস্কে আবারও অনুভূত হল শক্তিশালী ভূমিকম্প। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (GFZ)-এর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ভোরে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্কের একাধিক অঞ্চল।  রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৭। GFZ জানিয়েছে, ভূমিকম্পটির উৎসস্থল ছিল মাটির প্রায় ১০ কিলোমিটার গভীরে। প্রথমে কম্পনের মাত্রা ৫.৩৩ বলে অনুমান করা হলেও পরে তা সংশোধন করে ৪.৭ নির্ধারণ করা হয়েছে।
তবে এই ভূমিকম্পে এখনও পর্যন্ত কোনও বড় ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনে উদ্ধারকারী দল প্রস্তুত রয়েছে বলে জানানো হয়েছে।

Advertisment

আরও পড়ুন-বাংলায় এবার SIR, কোন ক্যাটাগরিতে কত নাম বাদ, জানিয়েই দিলেন শুভেন্দু

 বৃহস্পতিবার ভোরের ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক।  দেশটির বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়েছে বলেই খবর। ঘটনার জেরে ছড়িয়ে পড়ে চরম আতঙ্ক।  জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (GFZ) জানিয়েছে, রিখটার স্কেলে  ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.৭। ভূমিকম্পটি স্থানীয় সময় ভোর ২:৫৪ মিনিটে আঘাত হানে এবং এর গভীরতা ছিল ১০ কিলোমিটার (৬.২১ মাইল)।

Advertisment

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৯! ভূমিকম্পের কেন্দ্রবিন্দু এমেট শহর থেকে দক্ষিণ-পশ্চিমে ১৭ কিলোমিটার এবং গভীরতা ছিল ৭.৪ কিলোমিটার। তবে এখনও পর্যন্ত হতাহতের বা ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন-রাজ্য জুড়ে কবে থেকে মিলবে জাঁকিয়ে ঠান্ডার অনুভূতি? বিরাট আপডেট আলিপুর আবহাওয়া দফতরের

এদিকে, অক্টোবরের ৬ তারিখ ভোরে কিরগিজস্তান অঞ্চলে ৫.৫ মাত্রার ভূমিকম্পের খবর পাওয়া গেছে। এছাড়া, ২৮ সেপ্টেম্বর তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলে ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। আতঙ্কে মানুষজন ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। যদিও কম্পনের ফলে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। 

তুরস্কে ভূমিকম্প সাধারণ ঘটনা। ২০২৩ সালে দেশটির দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব প্রদেশগুলিতে ৭.৮ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে ৫৩,০০০-এর বেশি মানুষ নিহত হয় এবং লক্ষাধিক বাড়ি ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়। তুরস্কে ঘটে যাওয়া সেই ভূমিকম্পের কারণে প্রতিবেশী সিরিয়ার উত্তরাঞ্চলে প্রায় ৬,০০০ জন মারা যান।

এদিকে তুরস্কের পাশাপাশি বৃহস্পতিবার ভোরে শক্তিশালী কম্পনে কেঁপে উঠল ভুটানও।  রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.১।  ভূমিকম্প অনুভূত হয়েছে দেশজুড়ে। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (NCS) সূত্রে জানা গিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল মাটির প্রায় ৫ কিলোমিটার গভীরে। এর আগেও, গত ৮ সেপ্টেম্বর ভুটানে কয়েক ঘণ্টার ব্যবধানে দুটি ভূমিকম্প হয়েছিল, ফলে স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন- বিহারের পর বাংলায় SIR, সাত দিনেই চূড়ান্ত প্রস্তুতির নির্দেশ কমিশনের

Bhutan Turkey Earthquake Turkey earthquake