/indian-express-bangla/media/media_files/2025/10/18/room-2025-10-18-11-23-56.jpg)
Panchayat corruption: সরকারি ঘর পেতে তৃণমূল নেতাকে 'কাটমানি' দিয়েছেন বলে দাবি এদের।
house allocation scam:মুর্শিদাবাদের ডোমকলের ধুলাউড়ি এলাকায় সরকারি ঘর দেওয়ার নামে হাজার হাজার টাকা তোলার অভিযোগ উঠেছে প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য জগেশ মণ্ডলের বিরুদ্ধে। অভিযোগ, জগেশ মণ্ডল এলাকার মৎস্যজীবীদের কাছে গিয়ে জানান যে, স্পেশাল কোটা ও সরকারি উদ্যোগে ঘর এসেছে, তবে ঘর পেতে হলে টাকা দিতে হবে।
স্থানীয়দের অভিযোগ, কেউ কেউ ১০ হাজার, কেউ কেউ ২০ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত দিয়েছেন। গত কয়েক মাসে প্রায় লক্ষাধিক টাকা এই কৌশলে আত্মসাৎ হয়েছে বলে দাবি করা হয়েছে। টাকা ফেরত চাইলে উল্টে গালমন্দ এবং হুমকির অভিযোগও উঠেছে।
আরও পড়ুন- West Bengal news Live Updates:চলন্ত ট্রেনে হঠাৎ ভয়াবহ আগুন! তুমুল আতঙ্কে চিৎকার যাত্রীদের
এদিকে, অভিযুক্ত প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য জগেশ মণ্ডলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি সংবাদমাধ্যমের প্রতিনিধিকে বলেন, "অল্প কিছু টাকা নেওয়া হয়েছিল। দু'জন আমাকে দিয়েছে। একজন দিয়েছে ১০ হাজার, একজন ১৫ হাজার টাকা। বাকিরা যেটা বলছে সেটা মিথ্যা। গত সোমবারেও বলেছিলাম যেটা পাবি, সেটা মিটিয়ে দেওয়া হবে। আজও ফোন করেছিলাম। ফোন রিসিভ করেনি।"
তিনি আরও বলেন, "অভিযোগের আংশিক সত্যতা আছে। আইনিভাবে ঘর পেতে টাকা লাগে না, এক টাকাও লাগে না। এটাই বাস্তব। কিন্তু কিছু একটা দুর্নীতি থাকে। সেক্ষেত্রে ২-৫ হাজার টাকা পার্টি ফান্ডে নেওয়া হয়। কিছু কিছু ক্ষেত্রে যৎসামান্য টাকা মিটিং-মিছিলের জন্য নেওয়া হয়।"
আরও পড়ুন-Kali Puja 2025:উল্টে পড়া পাথরেই উদ্ভাসিত দেবী! রহস্যে ভরা কঙ্কালেশ্বরী কালী মন্দিরের ইতিহাস