/indian-express-bangla/media/media_files/2025/09/28/cats-2025-09-28-08-04-58.jpg)
জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মাকে হুমকি কান্ডে বিরাট গ্রেফতারি
জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মাকে কলকাতায় বসে এক কোটি টাকা চেয়ে হুমকি কান্ডে এবার মুম্বই পুলিশের জালে এক তোলাবাজ। জানা গিয়েছে অভিযুক্তের বাড়ি উত্তর ২৪ পরগনায়। অভিযুক্তের নাম দিলীপ চৌধুরী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিনি কুখ্যাত গ্যাংস্টার রোহিত গোদারা ও গোল্ডি ব্রারের নাম ভাঁড়িয়ে কপিল শর্মাকে ভয় দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা করেছিলেন।
আরও পড়ুন- উৎসব আবহে পদপিষ্টের ঘটনায় মৃত বেড়ে ৩৯, গুরুতর আহত কমপক্ষে ৫০, শোকপ্রকাশ মোদীর
মুম্বই ক্রাইম ব্রাঞ্চ জানিয়েছে, ২২ এবং ২৩ সেপ্টেম্বরের মধ্যে কপিল শর্মার কাছে প্রায় সাতটি ফোন কল যায়। শুধু তাই নয়, হুমকি দেওয়ার জন্য একাধিক ভিডিও-ও পাঠানো হয়েছিল। এই ঘটনায় কপিল শর্মা আতঙ্কিত হয়ে পুলিশে অভিযোগ জানান। এরপর তদন্তে নেমে দিলীপ চৌধুরীকে পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার করে পুলিশ। আদালতে তোলা হলে তাঁকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত তাঁর সঙ্গে প্রকৃতপক্ষে কোনো গ্যাংস্টারের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তদন্তে নেমে মুম্বই পুলিশ ফোন কল ট্র্যাকিং করে দিলীপ চৌধুরীর লোকেশন শনাক্ত করে এবং পশ্চিমবঙ্গ থেকে তাকে গ্রেফতার করে। পরবর্তীতে তাঁকে মুম্বইয়ে আনা হয় এবং আদালতে তোলা হলে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। এদিকে, সম্প্রতি কানাডার সারে শহরে কপিল শর্মার ‘ক্যাপস ক্যাফে’তে এক মাসের মধ্যে দ্বিতীয়বার গুলি চালানোর ঘটনা ঘটেছে। ঘটনায় স্থানীয় বাসিন্দা ও কপিলের ভক্তদের মধ্যে এনিয়ে চরম উদ্বেগ তৈরি হয়েছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us