/indian-express-bangla/media/media_files/2025/03/01/60kg5W8xEB2Lsd1jcw1l.jpg)
News in West bengal : গুরুত্বপূর্ণ খবরের টাটকা আপডেট জানুন।
Kolkata News Updates: চা শ্রমিকদের উপর পুলিশি লাঠিচার্জ গর্জে উঠলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি এক্স হ্যান্ডেলে এক পোষ্টে লিখেছেন, "জলপাইগুড়ির নাগরাকাটা বিধানসভায় মেটেলী ব্লকের কিলকোট চা বাগানের চা শ্রমিকরা পুজোর বোনাসের দাবিতে শান্তিপূর্ণ বিক্ষোভ করছিলেন। হঠাৎ ই বিনা প্ররোচনায় পুলিশ আধিকারিক মুস্তাক এর নেতৃত্বে মমতা পুলিশের বাহিনী নিরস্ত্র চা শ্রমিকদের উপর নির্মম ভাবে লাঠিচার্জ করা শুরু করে। পুলিশ আধিকারিক মুস্তাক চা শ্রমিকদের অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। বেশ কয়েকজন চা শ্রমিক পুলিশের লাঠির আঘাতে আহত হন।
মমতা বন্দ্যোপাধ্যায়ের অপশাসনে রাজ্যে চা শ্রমিকরা বরাবরই বঞ্চিত। মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে গিয়ে চা শ্রমিকদের জন্য ঢালাও প্রতিশ্রুতি দিলেও, চা শ্রমিকরা তাদের ন্যায্য পাওনা টুকুও পান না। এমনিতেই বেশিরভাগ চা বাগান বন্ধ, যে'কটা চা বাগান খোলা রয়েছে সেখানে চা শ্রমিকদের ন্যুনতম পরিষেবাটুকু ও নেই, তাদের নুন আনতে পান্তা ফুরোনোর মতো অবস্থা। এমতাবস্থায় চা শ্রমিকরা যদি তাদের দাবি দাওয়া নিয়ে বিক্ষোভ প্রদর্শন বা আন্দোলন করতে যান তারও উপায় নেই, কপালে জোটে মমতার দলদাস পুলিশের গালিগালাজ আর লাঠিপেটা। এই সরকারটাকে রাজনৈতিক ভাবে উপড়ে ফেলতেই হবে, তবেই এই অপশাসন থেকে মুক্তি পাবে রাজ্যের শ্রমিক থেকে শুরু করে সর্বস্তরের মানুষ তথা রাজ্যবাসী"।
উৎসবের রাতে ফের মর্মান্তিক দুর্ঘটনা। পঞ্চমীর রাতে কল্যাণী এক্সপ্রেসওয়েতে বাইক রেসিং করতে গিয়ে প্রাণ হারাল দুই যুবক।প্রত্যক্ষদর্শীদের দাবি, বাইক রেসিংয়ের সময় একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে একটি ট্রাকে। রক্তাক্ত অবস্থায় দুই আরোহীকে লুটিয়ে পড়েন। দ্রুত তাদের ব্যারাকপুরের বি.এন. বসু হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁদের মৃত ঘোষণা করেন। উৎসবের মরসুমে দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
মহালয়া থেকেই দুর্গোৎসবের সূচনা হলেও, শাস্ত্রমতে দুর্গাপুজো শুরু হয় মহাষষ্ঠী থেকে। আজ, রবিবার সেই মহাষষ্ঠী। দেবীর বোধনের দিন। আজই দেবীর প্রাণ প্রতিষ্ঠা। পুরাণ অনুযায়ী, দেবীপক্ষে ষষ্ঠীর দিনই রামচন্দ্র দেবী দুর্গার বোধন করেছিলেন। সেই থেকে চলে আসছে ষষ্ঠীর বোধনের এই প্রথা। হিন্দু রীতি অনুসারে, পঞ্চমীর সন্ধ্যায় দেবীর আগমনী মন্ত্র উচ্চারিত হয়। এরপর শুরু হয় ষষ্ঠীর পুজো। শাস্ত্র মতে, এদিন দেবী দুর্গা সপরিবারে মর্ত্যে আগমন করেন। ষষ্ঠী থেকেই শুরু হয় মূল আচার-অনুষ্ঠান। প্রথমে দেবীর মুখ উন্মোচন হয়, তারপর বোধন। ‘বোধন’ শব্দের অর্থ জাগ্রত করা। এই রীতির মাধ্যমে দেবীকে মর্ত্যে আহ্বান জানানো হয়। ষষ্ঠীর সকালে কল্পারম্ভের মধ্য দিয়ে দুর্গার বোধন শুরু হয়। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত পুজো নির্বিঘ্নে সম্পন্ন হোক, সেই প্রার্থনাই করা হয় দেবী দুর্গার কাছে। আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে ষষ্ঠীর বোধন পর্ব সম্পন্ন হয়। এই আচারেই আনুষ্ঠানিকভাবে শুরু হয় দুর্গাপুজো। বিশ্বাস, দেবী দুর্গার বোধনের মাধ্যমে অশুভ শক্তির বিনাশ ঘটে। তাই ষষ্ঠীর পুজোয় ভক্তদের প্রার্থনা—অন্ধকার ও অশুভ দূর হোক, পৃথিবী হোক সুস্থ ও অনাচারমুক্ত। নতুন ভোরের প্রত্যাশায় আজ উৎসবমুখর গোটা রাজ্য।
আরও পড়ুন- উৎসব আবহে পদপিষ্টের ঘটনায় মৃত বেড়ে ৩৯, গুরুতর আহত কমপক্ষে ৫০, শোকপ্রকাশ মোদীর
এদিকে বোধনের আগেই বন্ধ মহম্মদ আলি পার্কের পুজো। নিভিয়ে দেওয়া হল আলো। পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে সরব পুজো আয়োজকরা। অভিযোগ, প্রতি বছরের পুজো মন্ডপে প্রবেশের নির্দিষ্ট রুট ঘুরিয়ে দিয়েছে পুলিশ।ফলে হম্মদ আলি পার্কের পুজোয় সেভাবে লোক হচ্ছেনা। এই অভিযোগে শনিবার রাতে মন্ডপের আলো নিভিয়ে দেন পুজো আয়োজকরা। যদিও পুলিশের বিরুদ্ধে সকল অভিযোগ অস্বীকার করে এক বিবৃতিতে জানানো হয়েছে কলেজ স্কোয়ার-এমজি রোড পর্যন্ত মানুষ আসছেন। সেস্ট্রাল অ্যাভিনিউ হয়ে মহম্মদ আলি পার্কের পুজোয় তারা যেতেই পারেন। 'পুলিশ তো আর জোর করে দর্শনার্থীদের কোনও মন্ডপে যেতে বলতে পারে না'।
আরও পড়ুন- একাই সামলেছেন জমিদারি-ব্যবসা, দক্ষিণেশ্বর মন্দির অমর করেছে রাসমণিকে
পঞ্চমীর দিন শহরে বড়সড় দুর্ঘটনা। সোদপুরে অটো ও ক্যাশভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২ জনের। জানা গিয়েছে অটোটি মধ্যমগ্রামের দিক থেকে সোদপুরের দিকে আসছিল। সেই সময় সোদপুর উড়ালপুলের উপরেই ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা। সংঘর্ষের জেরে চালক সহ এক আরোহীর মৃত্যু হয়। ঘটনার জেরে ওই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এলাকায় বেশ কিছুক্ষণ যানযটের সৃষ্টি হয়।পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দেহদুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
- Sep 28, 2025 12:21 IST
West Bengal News Live Updates: জম্মু ও কাশ্মীরের সাম্বায় সীমান্ত লাগোয়া এলাকায় দেখা মিলল সন্দেহজনক ড্রোনের
জম্মু ও কাশ্মীরের সাম্বায় আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন এলাকায় সন্দেহজনক ড্রোন কার্যকলাপ লক্ষ্য করা গেছে। রামগড় সেক্টরের কার্লিয়ান গ্রামের উপর দিয়ে একটি ড্রোন ঘোরাফেরা করতে দেখা গেছে। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে।
- Sep 28, 2025 11:32 IST
West Bengal News Live Updates: পুজোর নতুন গান শেয়ার মুখ্যমন্ত্রীর
উৎসবে মাতোয়ারা রাজ্যবাসী। আজ মহাষষ্ঠী। বিশেষ এই দিনেই দেবীর বোধন। আর এই উপলক্ষ্যে রাজ্যবাসীকে শারদীয়ার শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে এক ভিডিও পোস্ট করে তিনি রাজ্যবাসীকে মহাষষ্ঠীর শুভেচ্ছা জানিয়েছেন।পাশাপাশি তিনি তার লেখা ও সুরে একটি পুজোর গানও শেয়ার করেছেন। যে গানটি গেয়েছেন বাবুল সুপ্রিয়।"শিউলি এলো, মাদল এলো, ধামসা এলো ঘরে,
— Mamata Banerjee (@MamataOfficial) September 28, 2025
কাশফুলে ভরে গেছে
বাংলা নতুন করে।"
সকলকে জানাই মহাষষ্ঠী'র আন্তরিক শারদ শুভেচ্ছা।
এই উপলক্ষে আপনাদের সবার সঙ্গে আমার লেখা ও সুর করা এবং বাবুল সুপ্রিয়-র গাওয়া একটি পুজোর নতুন গান শেয়ার করে নিচ্ছি। pic.twitter.com/hFNODkt0aI - Sep 28, 2025 11:22 IST
West Bengal News Live Updates: পুজোয় ভিড় সামাল দিতে রেলের মাস্টারপ্ল্যান, যাত্রী স্বার্থের উদ্দোগের প্রশংসা সর্বত্র
উৎসবে মাতোয়ারা শহর থেকে জেলা। প্রতিদিনই শহরতলী থেকে কাতারে কাতারে মানুষ লোকাল ট্রেনে চেপেই শিয়ালদা হয়ে কলকাতায় আসছেন দুর্গাপুজোর অপরূপ শিল্পকর্মকে উপভোগ করার জন্য। এমন পরিস্থিতিতে যাত্রী সাধারণের নিরাপত্তার স্বার্থে বিরাট উদ্যোগ নিল ভারতীয় রেল। শিয়ালদহ ডিভিশন দুর্গাপুজোর ভিড় নিয়ন্ত্রণ ও যাত্রী নিরাপত্তাকে আরও উন্নত করতে চালু করেছে নতুন ‘ওয়ার রুম’।
- Sep 28, 2025 11:07 IST
West Bengal News Live Updates: ১০ লক্ষ ক্ষতিপূরণের ঘোষণা, তদন্ত কমিশন গঠন, পদপিষ্টের ঘটনায় রিপোর্ট চাইল স্বরাষ্ট্র মন্ত্রক
শনিবার (২৭ সেপ্টেম্বর, ২০২৫) সন্ধ্যায় তামিলনাড়ুর কারুর জেলায় টিভিকে প্রধান ও অভিনেতা বিজয়ের নেতৃত্বে অনুষ্ঠিত একটি জনসভায় ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। আট শিশু এবং ১৬ জন মহিলা সহ মোট ৩৯ জন নিহত হন। মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন তাৎক্ষণিকভাবে সচিবালয়ে উচ্চ পর্যায়ের বৈঠক ডেকে ঘটনাটিকে 'উদ্বেগজনক' বলে বর্ণনা করেন। তিনি নিহতদের পরিবারের জন্য ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেন এবং বিচারপতি অরুণা জগদীশনের নেতৃত্বে একটি তদন্ত কমিশন গঠন করেন।
- Sep 28, 2025 08:09 IST
West Bengal News Live Updates: জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মাকে হুমকি কান্ডে বাংলা থেকে বিরাট গ্রেফতারি
কলকাতায় বসে ফোনে ১কোটির দাবি, জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মাকে হুমকি কান্ডে বাংলা থেকে বিরাট গ্রেফতারি। কলকাতায় বসে এক কোটি টাকা চেয়ে হুমকি কান্ডে এবার মুম্বই পুলিশের জালে এক তোলাবাজ। জানা গিয়েছে অভিযুক্তের বাড়ি উত্তর ২৪ পরগনায়। অভিযুক্তের নাম দিলীপ চৌধুরী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিনি কুখ্যাত গ্যাংস্টার রোহিত গোদারা ও গোল্ডি ব্রারের নাম ভাঁড়িয়ে কপিল শর্মাকে ভয় দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা করেছিলেন।