RG Kar Protest: নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে ফের উত্তাল হতে চলেছে রাজ্য! ঠিক এক বছর আগে, ২০২৪ সালের ৯ আগস্ট আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের সেমিনার হল থেকে উদ্ধার হয় এক তরুণী চিকিৎসকের মৃতদেহ। তার উপর পাশবিক ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সাব্যস্ত হয় কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রাই। আদালত অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড দিলেও এখনও অবধি অপরাধের পেছনে থাকা ‘বৃহত্তর ষড়যন্ত্রের’ কোনও কিনারা করতে পারেনি সিবিআই। এমনই দাবি নির্যাতিতা তরুণী চিকিৎসকের পরিবারের। ফলে বছর ঘুরলেও ন্যায় বিচারের দাবিতে আন্দোলন এখনও অনড়। শুক্রবার আরজি কর কাণ্ডের বর্ষপূর্তিতে ন্যায় বিচারের দাবিতে ফের একবার পথে নামছেন বিভিন্ন চিকিৎসক সংগঠন, নাগরিক সমাজ।
আরজি কর কাণ্ডের বর্ষপূর্তিতে ৮ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত গোটা সপ্তাহজুড়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। মূল কর্মসূচি ৯ আগস্ট। ওইদিন আরজি কর-কাণ্ডে মৃত চিকিৎসকের পরিবার 'নবান্ন অভিযান'-এর ডাক দিয়েছে। রাজ্য সচিবালয় অভিমুখে এই পদযাত্রায় শামিল হওয়ার জন্য সকল রাজনৈতিক দল ও নাগরিকদের আহ্বান জানানো হয়েছে ইতিমধ্যেই।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আরজি কর আন্দোলনের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। রাজ্যের বিরোধী দলনেতা সরাসরি রাজ্য সরকারকে আক্রমণ করে অভিযোগ করেছেন, নবান্ন রক্ষায় পুলিশ সর্বোচ্চ প্রশাসনিক শক্তি প্রয়োগ করছে। একাধিক শীর্ষ পুলিশ অফিসারকে শিবপুরে জরুরি বৈঠকে ডাকা হয়েছে বলেও দাবি করেছেন তিনি। একইসঙ্গে, জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস (JPD), মেডিকেল সার্ভিস সেন্টার, অল ইন্ডিয়া ডেমোক্র্যাটিক স্টুডেন্টস অর্গানাইজেশন (AIDSO), ওয়েস্ট বেঙ্গল হেলথ ডক্টরস ফোরাম (WBHDF) ও অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস মিলিতভাবে একাধিক প্রতিবাদ কর্মসূচির ঘোষণা করেছে। জেপিডির আহ্বায়ক পুণ্যব্রত গুণ বলেন, “এক বছরের মধ্যেই আবার দক্ষিণ কলকাতার একটি আইন কলেজে ধর্ষণের ঘটনা ঘটেছে। সরকার বারবার ব্যর্থ, তাই আবার রাস্তায় নামতে বাধ্য হচ্ছি।”
আরও পড়ুন- Kolkata weather today :ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, বর্ষার তুফান মেজাজ দেখবে বাংলা!
৮ আগস্ট রাতে উত্তর কলকাতার কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মশাল মিছিল করবে জুনিয়র ডক্টরদের সংগঠন WBJDF। রাতভর শ্যামবাজার মোড়ে অবস্থান কর্মসূচি চলবে। ৯ আগস্ট সকাল থেকে জেপিডি এবং 'অভয় মঞ্চ'-এর তরফে জনসুরক্ষা ও সচেতনতার বার্তা দিতে 'রাখি' কর্মসূচির আয়োজন করা হয়েছে। বিকেল ৪টেয় হাজরা ক্রসিংয়ে জমায়েত হবেন চিকিৎসকরা। সন্ধ্যা ৬টায় আরজি কর হাসপাতাল চত্বরে সমাবেশ ডেকেছে WBHDF। এছাড়া, ১৪ আগস্ট কলকাতার বিভিন্ন প্রান্তে আবারও সমাবেশ ও মোমবাতি মিছিল অনুষ্ঠিত হবে। মধ্যরাতে ‘রিক্লেইম দ্য নাইট’ কর্মসূচির মাধ্যমে মহিলাদের নিরাপত্তার দাবিতে পথে নামবে সাধারণ মানুষ।