West Bengal weather forecast:আপাতত দফায় দফায় দুর্যোগ চলবে রাজ্যজুড়ে। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, শহর থেকে জেলা, সর্বত্র কোথাও ভারী কোথাও মাঝারি কোথাও অতি ভারী বৃষ্টির সতর্কতা আবহাওয়া দপ্তরের। আগামী এক সপ্তাহ লাগাতার এই বৃষ্টির হাত থেকে নিস্তার নেই রাজ্যবাসীর।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর
আজ শুক্রবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কোথাও হালকা থেকে মাঝারি কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। আজ শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম সহ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানা গিয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বৃষ্টি চলবে। কোনও কোনও জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মোটামুটি আগামী দিন সাতেক এমনই পরিস্থিতি চলবে বলে জানা গিয়েছে। শুক্রবার সকাল থেকেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝিরঝিরে বৃষ্টি চলছে। গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টির জেরে বেশ কিছু নীচু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। বৃষ্টির পরিমাণ আরও বাড়লে দুর্ভোগও আরও বাড়ার আশঙ্কা প্রবল।
আরও পড়ুন- RG Kar Protest: আরজি কর কাণ্ডে জারি আপোষহীন লড়াই, বিচার ছিনিয়ে আনার দাবিতে ফের রাজপথে জনগর্জন
কলকাতার ওয়েদার আপডেট
শুক্রবার সকাল থেকেও কলকাতায় ঝিরঝিরে বৃষ্টি শুরু। আজ দিনভর কলকাতা শহরেও কখনও হালকা কখনও মাঝারি বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। কলকাতা শহরেও আগামী দিন সাতেক এমনই পরিস্থিতি চলবে বলে জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে।
আরও পড়ুন- Highcourt On RG kar Protest: নবান্ন অভিযান আটকানোর আর্জি নিয়ে বড় নির্দেশ, ৯ অগাস্ট 'প্রতিবাদ' নিয়ে কী জানালো হাইকোর্ট?
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর
অন্যদিকে, দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টি চলবে উত্তরেও। আগামী দিন সাতেক উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙের পাশাপাশি কোচবিহার, আলিপুরদুয়ারের মতো জেলাগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। লাগাতার এই বৃষ্টির জেরে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাগুলিতে আবারও ধ্বস নামার আশঙ্কা করা হচ্ছে।