/indian-express-bangla/media/media_files/2025/09/28/cats-2025-09-28-09-09-39.jpg)
বিজয় থালাপতির রাজনৈতিক জন সমাবেশে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ৩৯ জনের।
তামিলনাড়ুর কারুরে টিভিকে প্রধান বিজয় থালাপতির রাজনৈতিক জন সমাবেশে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ৩৯ জনের। এছাড়া আরও অনেকজন গুরুতর আহত হয়েছেন এবং স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। ঘটনার পর প্রথমবারের মতো অভিনেতা ও রাজনীতিবিদ বিজয় নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি বলেন, "আমার মন ভেঙে গেছে, আমি অসহ্য যন্ত্রণা ও শোকের মধ্যে আছি। কারুরে দুর্ঘটনায় মৃত ভাইবোনদের পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করছি এবং হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।"
স্বাস্থ্যমন্ত্রী সুব্রামানিয়ামের তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে কমপক্ষে ৪৫ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন এই পরিস্থিতি পর্যালোচনা করতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। তিনি কারুরের সাধারণ জনগণকে চিকিৎসা কর্মী ও পুলিশের সঙ্গে সহযোগিতা করার আবেদন জানিয়েছেন।
আরও পড়ুন- কেমন থাকবে মহাষষ্ঠীর আবহাওয়া? সপ্তমী থেকে বিজয়া দশমী কলকাতায় ফের বৃষ্টিপাত? রইল পুজোর ওয়েদার আপডেট
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও নিহতদের পরিবার ও আহতদের জন্য শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী এক্স-এ লিখেছেন, "তামিলনাড়ুর কারুরে একটি রাজনৈতিক সমাবেশের সময় ঘটে যাওয়া দুর্ভাগ্যজনক ঘটনা অত্যন্ত দুঃখজনক। প্রিয়জনদের হারানো পরিবারের প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।"
পদপিষ্টের ঘটনা যখন ঘটে সেই সময় বিজয় সমাবেশে ভাষণ দিচ্ছিলেন, তখন মানুষের সংখ্যা দ্রুত বাড়তে থাকে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অনেক শিশু ও দলীয় কর্মী অজ্ঞান হয়ে পড়েন। পরিস্থিতি টের পেয়ে দলীয় কর্মীরা তৎক্ষণাৎ অ্যালার্ম বাজান। বিজয় সমাবেশের বক্তৃতা থামিয়ে জনগণকে নিরাপদে রাখার জন্য জলের বোতল বিতরণ করার চেষ্টা করেন এবং নির্ধারিত সময়ের আগেই বক্তৃতা শেষ করেন।
মুখ্যমন্ত্রী স্ট্যালিন ঘটনাকে “উদ্বেগজনক” উল্লেখ করেছেন। তিনি রবিবার কারুর পরিদর্শন করতে পারেন এবং স্বাস্থ্যমন্ত্রী সুব্রহ্মণ্যম ও জেলা শাসককে সম্ভাব্য সমস্ত সহায়তা প্রদানের নির্দেশ দিয়েছেন। মন্ত্রী আনবিল মহেশকে কারুরে গিয়ে সাহায্য করার জন্য বলা হয়েছে। ঘটনার পর প্রশাসনিক ও পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপর হয়েছেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us