Kasba college gang rape:কসবার কলেজে ছাত্রীকে গণধর্ষণ 'ছোট্ট ঘটনা', মমতার ঘনিষ্ঠ দাপুটে মন্ত্রীর মন্তব্যে তোলপাড়

Kasba college gang rape: কসবার ল' কলেজে আইনের ছাত্রীকে গণধর্ষণ নিয়ে এর আগেও একাধিক তৃণমূল নেতার মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে। এবার সেই তালিকায় নবতম সংযোজন রাজ্যের এই মন্ত্রী।

Kasba college gang rape: কসবার ল' কলেজে আইনের ছাত্রীকে গণধর্ষণ নিয়ে এর আগেও একাধিক তৃণমূল নেতার মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে। এবার সেই তালিকায় নবতম সংযোজন রাজ্যের এই মন্ত্রী।

author-image
IE Bangla Web Desk
New Update
Kasba college gang rape, Manas Bhuiya small incident comment, “small incident” controversy,কসবা কলেজ গণধর্ষণ, মানস ভুঁইয়া মন্তব্য, “ছোট ঘটনা” বিতর্ক

Kasba college gang rape: কসবার ল' কলেজের বাইরে পুলিশি প্রহরার ছবি। এক্সপ্রেস ফটো: পার্থ পাল।

কসবার গণধর্ষণ নিয়ে আবারও বেফাঁস মন্তব্য শীর্ষ তৃণমূল নেতার। এবার কসবার ল' কলেজের গণধর্ষণকে 'ছোট্ট ঘটনা' বলে উল্লেখ করলেন রাজ্যের সেচমন্ত্রী মানস ভুঁইয়া। কলকাতা বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে গিয়ে মানস ভুঁইয়ার কসবা-কাণ্ডে করা এই মন্তব্য নিয়ে প্রবল সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা। সূত্রের খবর, মানস ভুঁইয়ার মন্তব্যে তৃণমূলের শীর্ষ নেতাদের একাংশও বেজায় ক্ষুব্ধ হয়েছেন। পরে ড্যামেজ কন্ট্রোলে নেমে নিজের বক্তব্যের সাফাইও দিতে দেখা গিয়েছে সেচমন্ত্রীকে।  

Advertisment

কসবার ল' কলেজে গণধর্ষণ নিয়ে এর আগেও শাসকদলের একাধিক নেতার মন্তব্যে অস্বস্তি বেড়েছে কালীঘাটের। কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রকে কসবা-কাণ্ড নিয়ে করা মন্তব্যের পরিপ্রেক্ষিতে শোকজ করেছিল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। এবার কসবার ঘটনাকে 'ছোট্ট ঘটনা' বলে বিতর্কে জড়ালেন মানস ভুঁইয়া।

কসবায় ছাত্রীকে গণধর্ষণ নিয়ে কী বলেছেন মানস ভুঁইয়া?

কলকাতা বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সেচমন্ত্রী মানস ভুঁইয়া বলেছেন, "ছোট্ট একটা ঘটনা ঘটলেই গেল গেল গেল রে....কী সর্বনাশ! এই ঘটনা তো নিজের পরিবারেও ঘটে। স্বামী নিজের স্ত্রীকে মেরে দিচ্ছে বালিশ চাপা দিয়ে। স্ত্রী প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে বরকে ঠেলে দিচ্ছে পাহাড় থেকে। এটা সমাজের একটা সংকট।"

Advertisment

আরও পড়ুন- weekend getaways:উইকেন্ড ট্রিপের জমাটি মজা! বর্ষায় মনের আরাম নিতে পাড়ি জমান কলকাতার কাছের এই প্রান্তে

এদিকে কসবার গণধর্ষণ নিয়ে মানস ভুঁইয়ার মন্তব্যকে কেন্দ্র করে তুমুল সমালোচনায় সরব হয় বিরোধীরা। BJP থেকে শুরু করে বাম-কংগ্রেসের নেতারাও সেচমন্ত্রীর কসবা-কাণ্ডে মন্তব্যের প্রতিবাদে সোচ্চার হয়েছেন। সূত্রের খবর, তৃণমূলের শীর্ষ নেতৃত্বের একাংশও মানস ভুঁইয়ার এহেন মন্তব্য মোটেই ভালোভাবে নেয়নি। এদিকে তাঁর মন্তব্য ঘিরে জলঘোলা বাড়তেই ড্যামেজ কন্ট্রোলে নামেন মানস ভুঁইয়া নিজে।

আরও পড়ুন- West Bengal News Live Updates:আজই পুলিশ তলব করেছিল, তার আগেই হাইকোর্টের দ্বারস্থ কার্তিক মহারাজ

পরে নিজের মন্তব্য নিয়ে সাফাই দিতে গিয়ে মানস ভুঁইয়া বলেছেন, "কসবার ঘটনায় আমরা সবাই, আমাদের দল কঠোরভাবে নিন্দা করেছে। পুলিশ গ্রেফতার করেছে। সরকার দৃঢ় পদক্ষেপ করেছে। মুখ্যমন্ত্রী কখনই এই ধরনের ঘটনা বরদাস্ত করেন না। কিন্তু আমি কসবার ঘটনা এটা কখন বললাম? এটা সম্পূর্ণ একটি বিভ্রান্তিকর প্রচার। আমি কসবা নিয়ে প্রতিবাদ করছি। কসবার 'ক' উচ্চারণ করিনি। আমার মন্তব্যের সঙ্গে কসবার যোগ আছে।? 

tmc Kasba Law College gang rape Manas Bhuiya