Monsoon getaways:ভরা বর্ষায় একটা জমাটি উইকেন্ড ট্রিপের প্ল্যান করছেন? তাহলে কলকাতার কাছেই অপূর্ব এই অফবিট ডেস্টিনেশন আপনার দারুণ পছন্দের হতেই পারে! গত কয়েক বছরে পর্যটকদের একাংশের কাছে বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে বাংলার এই তল্লাট। তবে এখনও রাজ্যের পর্যটন মানচিত্রে খুব বেশি পরিচিত নয় সবুজে ঘেরা মায়াবী এই প্রান্তর।
এই বর্ষায় দিন কয়েকের ছুটিতে ছুটিতে ঘুরে আসতে পারেন লালমাটির জেলা বাঁকুড়ার বৈষ্ণবপুর থেকে। ভরা বর্ষায় সবুজে ঘেরা এই এলাকার অনিন্দ্যসুন্দর রূপে মোহিত হয়ে যাবেন। এখানে যেদিকে দু'চোখ যায় শুধু সবুজ আর সবুজ। শান্ত-ছায়ানিবিড় এই পরিবেশে কাটানো প্রতিটি মুহূর্ত আপনার স্মৃতির পাতায় বহুদিন পর্যন্ত সোনালী হরফে লেখা হয়ে রয়ে যাবে।
একদিকে পাহাড় অন্যদিকে শাল-পিয়ালের জঙ্গল। প্রকৃতি যেন নিজে হাতে সাজিয়েছে অসম্ভব সুন্দর এই এলাকাকে। আর ভরা বর্ষায় এই এলাকার চিত্তাকর্ষক রূপ আপনাকে মুগ্ধ করে দেবেই! তাই সপ্তাহান্তে দু-একদিনের অবসর নিয়ে পাড়ি জমান বাঁকুড়ার এই বৈষ্ণবপুরে। শাল-পিয়ালের জঙ্গলের মাঝেই এখানে তৈরি হয়েছে ছোট ছোট কটেজ। এখানে থাকার দারুণ সব বন্দোবস্ত করা থাকে। চাইলে আগে থেকে এসব কটেজের ফোন নাম্বার জোগাড় করে তা বুক করতে পারেন।
আরও পড়ুন- weekend getaway:এবেলা বেরিয়ে ওবেলা ফিরুন! বর্ষায় কলকাতার কাছের এপ্রান্তের অনির্বচনীয় শোভার প্রেমে পড়বেনই!
ছোট ছোট এই সব কটেজগুলির বারান্দায় রং-বেরঙের ফুলের সারি আপনার চোখ জুড়িয়ে দেবে। এক কথায় কয়েক ঘণ্টার কাটানো এই ফাটাফাটি অবসর আপনার মন-প্রাণকে সতেজ করে তুলবে। বাঁকুড়ার এই বৈষ্ণবপুরে এলে এখান থেকেই আপনি মুকুটমণিপুর এবং ঝিলিমিলির মতো জনপ্রিয় জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলিতেও ঘুরে আসতে পারবেন।
আরও পড়ুন- weekend getaway:সকালে বেরিয়ে সন্ধেয় ফিরুন বাড়ি, ঘুরে আসুন কলকাতার কাছেই অসাধারণ এই প্রান্ত থেকে!
কলকাতার দিক থেকে সরাসরি গাড়িতে গেলে বাঁকুড়া জেলার এই বৈষ্ণবপুরে পৌঁছতে আপনার ঘন্টা পাঁচেকের মতো সময় লেগে যাবে। কলকাতার দিক থেকে যদি আপনি ট্রেনে যান তাহলে ঝাড়গ্রাম কিংবা বাঁকুড়া স্টেশনে নামতে হবে। সেখান থেকে গাড়িতে যাওয়া যাবে এই বৈষ্ণবপুরে।