Advertisment

Awas Yojana News: 'বহুরুপীর বেশে' শাসক নেতা, কারণ জানলে চমকে যাবেন

Awas Yojana News: কাটোয়ার গ্রামের মাটির বাড়ি দেখিয়ে ওই নেতা তাঁর স্ত্রীর নামে সরকারি আবাস যোজনার তালিকায় স্থান করিয়ে নিয়েছেন। নীলমাধবের দেখানো পথে হেঁটেছে কাটোয়ার আরও বহু তৃণমূল নেতা

author-image
Pradip Kumar Chattopadhyay
New Update
Attacks on TMC Mla, Minakhan, Sandeshkali TMC Mla, Usharani Mondal,Sukumar Mahato,Tmc, Kali Puja 2024,তৃণমূল বিধায়কদের উপর হামলা,মিনাখাঁ,সন্দেশখালি,উষারানি মণ্ডল,সুকুমার মাহাতো

Awas Yojana News: ’বহুরুপী’র বেশে দাপুটে শাসক নেতা! পূর্ব বর্ধমানের কাটোয়া শহরে রয়েছে ফ্ল্যাট। আর মাটির বাড়ি দেখিয়ে আবাসের তালিকায় নাম তুলেছেন  তৃণমূল নেতা নীলমাধব বন্দ্যোপাধ্যায়। শাসক নেতার শহুরে 'বড়লোক' আর গ্রামে 'গরীব' সাজার আসল উদ্দেশ্য ফাঁস হতেই পড়ে গিয়েছে জোর শোরগোল।

Advertisment

আবাস যোজনার তালিকা প্রকাশ হওয়ার পর তাতে দেখা যায়, গ্রামের মাটির বাড়ি দেখিয়ে ওই নেতা তাঁর স্ত্রীর নামে সরকারি আবাস যোজনার তালিকায় নাম তুলেছেন। নীলমাধবের দেখানো পথে হেঁটেছে কাটোয়ার অরও অনেক শাসক নেতা। আবাসের তালিকায় স্বজনদের নাম তুলে কেল্লাফতে করে ফেলেছেন সকলেই।  

তৃণমূল নেতা নীলমাধব বন্দ্যোপাধ্যায়ের ফ্ল্যাট রয়েছে কাটোয়া শহরে। গ্রামে ওই নেতার পরিজনদের সাবেকি মাটির বাড়ি রয়েছে। আবাস যোজনার পাকা বাড়ির টাকা হাতানোর জন্য ফ্ল্যাটের বাসিন্দা নীলমাধব ও তাঁর পরিজনরা ওই মাটির বাড়িকেই হাতিয়ার করেছেন বলে অভিযোগ। এতে নীলমাধব সাফল্যও পেয়েছেন। এলাকার বাসিন্দাদের দাবি অনুযায়ী ফ্ল্যাটের বাস করেও নীলমাধব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী প্রিয়াংকা বন্দোপাধ্যায় এর নাম উঠেছে আবাস তালিকায়।

Advertisment

এনিয়ে নীলমাধবের বক্তব্য ,কাটোয়া শহরের ফ্ল্যাট বাড়িটি তাঁর মায়ের নামে। তিনি গ্রামের মাটির বাড়িতেই থাকেন। ওই একই গ্রামের তৃণমূল কর্মী ধুলু ঘোষের নামও উঠেছে আবাসের তালিকায়। আবাসের নতুন তালিকায় তাঁর স্ত্রী মৌসুমী ঘোষ ও মা কল্পনা ঘোষের নাম এখন জ্বলজ্বল করছে। এনারাও মাটির বাড়ি দেখিয়েই আবাসের তালিকায় নাম তুলেছেন বলে অভিযোগ। এই দুই নেতার মতই কেল্লাফতে করেছেন স্থানীয় কোয়ারা গ্রামের তৃণমূল কর্মী মিলন কুমার ঘোষ। এমনকি তাঁর মা পদ্মারানীদেবীর নামও তালিকায় উঠেছে বলে এলাকাবাসীর দাবি। এ নিয়ে মিলনের সাফাই, তাঁর মা ও তাঁর নাম উঠেছে তালিকায়। তাঁর মা আলাদা থাকেন। আরেকটি নামের বিষয়ে কিছু জানা নেই বলে তিনি জানিয়েছেন।  

এদিকে বাংলা আবাস যোজনার তালিকায় তৃণমূল নেতা ও তাঁদের পরিবার পরিজনের নামের রমরমা নিয়ে কটাক্ষের বন্যা বইয়ে দিয়েছেন জেলা বিজেপির সহ-সভাপতি মৃত্যুঞ্জয় চন্দ্র। তিনি এপ্রসঙ্গে বলেন, “দুর্নীতিতে তৃণমূলের জুড়ি নেই। ফ্ল্যাট বাড়িতে বসবাস করেও মাটির বাড়ির বাসিন্দা বলে জাহির করে আবাসের তালিকায় নাম তুলিয়ে তৃণমূলের নেতারা সত্যিকারে 'বহুরুপীর’ পরিচয় দিয়েছেন"। দিন যত গড়াচ্ছে তৃণমূলের এই  ’বহুরুপী’ রুপটা সর্বক্ষেত্রে আরও প্রকট ভাবে ধরা পড়ছে বলে মৃত্যুঞ্জয় চন্দ্র দাবি করেছেন। 

তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় যদিও স্পষ্ট জানিয়ে দেন,“বিজেপির অভিযোগ উদ্দেশ্য প্রণদিত। ওরা বাড়িয়ে বাড়িয়ে অভিযোগ করছে। তবে কোথাও কোন তৃণমূল নেতার নাম ঘুর পথে আবাসে তালিকায় তা উঠলে তা বাদ দিয়ে দেওয়া হবে"। কাটোয়া ২ ব্লকের বিডিও আসিফ আনসারি জানিয়েছেন,“পুরো বিষয়টি তিনি খতিয়ে দেখবেন।অভিযোগের সত্যতা থাকলে তালিকা থেকে ওইসব নাম বাদও হয়ে যাবে"। 

Katwa
Advertisment