Latest West Bengal News Highlights: একের পর এক হুমকি, জীবনের তোয়াক্কা না করে চিন্ময় কৃষ্ণ দাসের শুনানির দিন এগিয়ে আনার পক্ষে সওয়াল। সন্ন্যাসির জামিন শুনানির আর্জি খারিজ চট্টগ্রাম আদালতে। বাংলাদেশে ফের বিচারের নামে প্রহসন। ২ রা জানুয়ারি পর্যন্ত কার্যত বিনা বিচারে জেলবন্দী থাকতে হবে হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে।
বাংলাদেশের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বসিরহাটের (Basirhat) ঘোজাডাঙায় প্রতিবাদ সভা হয়। পেট্রাপোলের পর ঘোজাডাঙায় বিক্ষোভ কর্মসূচিতে হাজির হয়ে বাংলাদেশ সরকারকে তুলোধনা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তাদের কলকাতা দখলের হুঁশিয়ারিরও পাল্টা জবাব দিয়েছেন বিরোধী দলনেতা। বলেছেন, "ভারত ৯৭টি পণ্য না পাঠালে ভাত-কাপড় জুটবে না। ঝাড়খণ্ডের বিদ্যুৎ না পেলে আঁধারে ডুববে বাংলাদেশ। কীভাবে শায়েস্তা করতে হয় আমরা জানি।"
ভারতের প্রবল চাপে দিশেহারা বাংলাদেশ, হিন্দু নির্যাতন স্বীকারে বাধ্য হল ইউনূস সরকার
রাজ্যে এবার বাবরি মসজিদ
এদিকে, ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর মুর্শিদাবাদ জেলায় বাবরি মসজিদ তৈরির ঘোষণা করেছেন। তারই পাল্টা এবার সেই মুর্শিদাবাদেই রাম মন্দির তৈরির ঘোষণা হিন্দুত্ববাদী সংগঠন বঙ্গীয় হিন্দু সেনার। "অযোধ্যার মতোই মুর্শিদাবাদে রাম মন্দির বানাব। জানুয়ারিতেই মন্দিরের কাজ শুরু হোক।" ঘোষণা বঙ্গীয় হিন্দু সেনার সভাপতির।
আরও পড়ুন 'ভারত না থাকলে ভাত-কাপড় জুটবে না, আঁধারে ডুববে বাংলাদেশ', কটাক্ষে ধুয়ে দিলেন শুভেন্দু
অন্যদিকে, একেবারে তিন মাসের জন্য সুপ্রিম কোর্টে (Supreme Court) পিছিয়ে গেল আরজি কর মামলার (RG Kar Case) শুনানি। নতুন বেঞ্চ এবার শুনবে আরজি কর মামলা। শীর্ষ আদালতে আগামী ১৭ মার্চ আরজি কর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। আরজি কর মামলার শুনানিতে মঙ্গলবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, জুনিয়র ডাক্তারদের অভিযোগ শুনে ১২ সপ্তাহে পরে রিপোর্ট দেবে টাস্ক ফোর্স।
-
Dec 11, 2024 19:20 ISTWest Bengal News Live: আপনি একটা ভেজাল হিন্দু, দিঘার জগন্নাথ মন্দির নিয়ে মমতাকে খোঁচা শুভেন্দুর
দিঘাতে পুরীর আদলে জগন্নাথ মন্দির। উদ্বোধনের দিনক্ষণ ঠিক হতেই মমতাকে বেনজির আক্রমণ শুভেন্দুর। বিরোধী দলনেতার অভিযোগ, মমতা সরকার সংবিধান লঙ্ঘন করে ধর্মীয় প্রতিষ্ঠানের কার্যকলাপে হস্তক্ষেপ করছে। হিন্দু ধর্মের ঐতিহ্য ও বিশ্বাসের অবমাননা করছে।
শুভেন্দু বলেন, 'চার ধামের এক ধাম পুরী। গীতার মত পুরী ধামের বিকল্প কিছু হতে পারে না। সব ভন্ডামি, মিথ্যাচার! পুরী ধামের নকল হিন্দুরা মানবে না । হিন্দুরা সেই অধিকার দেয়নি। শুধু ওড়িশা নয় এই বাংলা থেকেও আওয়াজ উঠবে। সরকারি টাকায় এভাবে ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে তোলা যায় না। আপনার ইচ্ছা ছিল মন্দির বানানোর টাকা চাইতেন হিন্দুরা দিয়ে দিত। এইসব মিথ্যাচার, ভন্ডামি, হিন্দুদের অপমান, সনাতন সংস্কৃতিকে ভুলিয়ে দেওয়া,শ্রী চৈতন্যদেবের অপমান, পুরী ধামের অপমান হিন্দুরা মানবে না। ২০২৬ সালে হিন্দু ভোট আপনি পাবেন না। আপনি একটা ভেজাল হিন্দু। আপনি হিন্দু বিরোধী। হিন্দুরা ঐক্যবব্ধ হচ্ছে এই আতঙ্কে এই সব করে বেড়াচ্ছেন।
তিনি ইসকন কলকাতার ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাসকে নিশানা করে বলেন," চৈতন্যদেবের পুরীধামের ভাবমূর্তি নষ্ট করার বিরুদ্ধে রাধারমণের আপত্তি জানানো উচিত ছিল।"
-
Dec 11, 2024 18:11 ISTWest Bengal News Live: চিন্ময় কৃষ্ণ দাসের আগাম জামিনের আবেদন খারিজ
একের পর এক হুমকি, জীবনের তোয়াক্কা না করে চিন্ময় কৃষ্ণ দাসের শুনানির দিন এগিয়ে আনার পক্ষে সওয়াল। হিন্দু সন্ন্যাসির জামিন শুনানির আর্জি খারিজ চট্টগ্রাম আদালতে। বাংলাদেশে ফের বিচারের নামে প্রহসন। ২ রা জানুয়ারি পর্যন্ত কার্যত বিনা বিচারে জেলবন্দী থাকতে হবে হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে। আদালত সূত্রে জানা গিয়েছে, চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের শুনানি আগামী ২ জানুয়ারি ধার্য করা হয়েছে। এদিন চট্টগ্রাম আদালতে রবীন্দ্র ঘোষ নামে এক আইনজীবী চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের আগাম শুনানির জন্য আবেদন করেন।
-
Dec 11, 2024 17:42 ISTWest Bengal News Live: ফের মেট্রোয় আত্মহত্যার চেষ্টা
আবারও মেট্রোর লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা যাত্রীর। বুধবার বিকেলে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে এক যাত্রী আচমকা লাইনে ঝাঁপ দেন। আত্মহত্যার চেষ্টা করেছিলেন ওই যাত্রী। কোনওমতে লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাকে উদ্ধার করা হয়। তবে এই ঘটনার জেরে আপ লাইনে অর্থাৎ দমদম মুখী পার্ক স্ট্রিট এবং গিরিশ পার্কের মধ্যে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। অফিস ফেরত যাত্রীরা দুর্ভোগের মধ্যে পড়েন।
-
Dec 11, 2024 16:38 ISTWest Bengal News Live: দুটি বাংলাদেশি ট্রলার আটক
৭৮ জন মৎস্যজীবী-সহ দুটি বাংলাদেশি মাছ ধরার ট্রলার আটক করল ভারতীয় উপকূল রক্ষী বাহিনী। আন্তর্জাতিক জল সীমান্ত পেরিয়ে ভারতের দিকে ঢুকে পড়েছিল বাংলাদেশের এই দুটি ট্রলার। উপকূল রক্ষী বাহিনীর নজরে পড়তেই তারা দুটি ট্রলারকে আটক করে। সেই সঙ্গে আটক করা হয়েছে দুটি ট্রলারে থাকা ৭৮ জন মৎস্যজীবীকে।
বিস্তারিত পড়ুন- Bangladeshi Vessels: জলসীমান্তে নজরদারি বাড়াতেই দুটি বাংলাদেশি ট্রলার আটক, উপকূলরক্ষী বাহিনীর হাতে ধৃত ৭৮
-
Dec 11, 2024 15:42 ISTWest Bengal News Live: নন্দীগ্রামে তৃণমূল কর্মীকে খুনের অভিযোগে ৩ বিজেপি কর্মী গ্রেফতার
নন্দীগ্রামে তৃণমূলের বুথ সভাপতির ভাইকে খুনের ঘটনায় গ্রেফতার ৩ বিজেপি কর্মী। প্রায় ৩০ জন বিজেপি নেতা-কর্মীর নামে মামলা রুজু করেছে পুলিশ। মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে নন্দীগ্রাম থানায় ডেপুটেশন কর্মসূচির ডাক শুভেন্দু অধিকারীর।
-
Dec 11, 2024 15:25 ISTWest Bengal News Live: আগামী অক্ষয় তৃতীয়ায় দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন, দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী
আগামী বছর অক্ষয় তৃতীয়ার দিন দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে। নির্মীয়মাণ জগন্নাথ মন্দির পরিদর্শনের পর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার মমতা জানান, এ বার থেকে রথযাত্রা শুরু হবে দিঘার জগন্নাথ মন্দির থেকে। এমনকী সোনার ঝাড়ুর জন্য নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পাঁচ লক্ষ টাকা দেবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মন্দিরের ট্রাস্টি বোর্ডের মাথায় থাকবেন মুখ্যসচিব। বোর্ডের সদস্যরা হবেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক, জেলার পুলিশ সুপার, ইসকন এবং সনাতন ধর্মের প্রতিনিধি এবং দিঘার জগন্নাথ দেবের মন্দিরে যিনি পুজো করবেন তিনি।
-
Dec 11, 2024 14:59 ISTWest Bengal News Live: প্রাক্তন ইঞ্জিনিয়ারের বাড়িতে টাকার পাহাড়
এগরা পুরসভার প্রাক্তন ইঞ্জিনিয়ারের বাড়িতে মিলল প্রায় ৭ কোটি নগদ। উদ্ধার ৭ কোটি টাকা-সহ কয়েক ভরি সোনার গয়না। এগরা পুরসভার প্রাক্তন ইঞ্জিনিয়ারের বাড়িতে তল্লাশি চালাচ্ছে রাজ্যের দুর্নীতি দমন শাখা। মঙ্গলবার দুপুর থেকে এগরার বাড়ি ও কলকাতার ফ্ল্যাটে চলছে তল্লাশি। এর আগে আর্থিক দুর্নীতির অভিযোগে ধূপগুড়ি পুরসভায় বদলি করা হয়েছিল অভিযুক্তকে।
-
Dec 11, 2024 13:20 ISTWest Bengal News Live: কানাডায় বাংলাদেশ হাইকমিশন ঘেরাও করলেন প্রবাসী হিন্দুরা
বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং জনজাতিদের উপর অত্যাচারের ঘটনার প্রতিবাদে কানাডাতে বাংলাদেশ দূতাবাস ঘেরাও করল প্রবাসী হিন্দুরা।
-
Dec 11, 2024 13:00 ISTWest Bengal News Live:নিমেষে যান মায়াপুর-নবদ্বীপে
নদিয়ার অন্যতম তীর্থক্ষেত্র মায়াপুর (Mayapur) যেতে এবার আরও সুবিধা তীর্থযাত্রীদের। নবদ্বীপের (Nabadwip) দিক থেকে মায়াপুরে যেতে নতুন একটি জলপথ খুলে যাচ্ছে খুব শীঘ্রই। ইতিমধ্যে নতুন এই জলপথের কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে। নবদ্বীপে তৈরি হয়ে গিয়েছে জেটিঘাট। নবদ্বীপ থেকে মায়াপুর যাওয়ার একটি মাত্র জলপথের উপর বিপুল চাপ কমাতেই বিকল্প এই রুট তৈরি করছে রাজ্য সরকার।
বিস্তারিত পড়ুন- Mayapur-Nabadwip: মায়াপুর, নবদ্বীপ বেড়ানো এবার আরও সহজ, শীঘ্রই খুলছে নয়া রুট
-
Dec 11, 2024 12:10 ISTWest Bengal News Live: দিল্লিতে অবৈধ বাংলাদেশি শরণার্থী খেদানোর নিদান উপরাজ্যপালের
দিল্লির উপরাজ্যপালের সচিবালয় মঙ্গলবার দিল্লির মুখ্যসচিব এবং পুলিশ কমিশনারকে রাজধানীতে মুসলিম সম্প্রদায়ের দাবি হিসাবে দিল্লিতে বসবাসকারী বাংলাদেশ থেকে আসা অবৈধ অভিবাসীদের চিহ্নিত করতে এবং তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আগামী দুই মাসের মধ্যে একটি বিশেষ অভিযান শুরু করার নির্দেশ দিয়েছে।
-
Dec 11, 2024 12:06 ISTWest Bengal News Live: চলন্ত বাসে তরুণীর শ্লীলতাহানি, গ্রেফতার যুবক
চলন্ত বাসে এক কলেজ পড়ুয়া তরুণীর শ্লীলতাহানির অভিযোগ। গ্রেফতার অভিযুক্ত যুবক। গ্রেফতার করল ইকোপার্ক থানার পুলিশ। ধৃত যুবককে বুধবার বারাসত আদালতে পেশ করা হবে।
-
Dec 11, 2024 10:52 ISTWest Bengal News Live: পৃথক রাজ্যের দাবিতে কোচবিহারে রেল অবরোধ শুরু
কোচবিহারকে পৃথক রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের ডাকে বুধবার থেকে অনির্দিষ্টকালের রেল অবরোধ শুরু অসম-বাংলা সীমানার জোড়াই স্টেশনে। এই অবরোধের জেরে প্রভাব পড়তে পারে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে গোটা দেশের রেল যোগাযোগে।
-
Dec 11, 2024 10:24 ISTWest Bengal News Live: রাষ্ট্রসংঘে হিন্দু নির্যাতন উত্থাপন করুন মোদী, বাংলাদেশ ইস্যুতে আর্জি বিশ্ব হিন্দু পরিষদের
বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) গুজরাট শাখা বাংলাদেশের হিন্দুদের নির্যাতনের ইস্যু রাষ্ট্রসংঘে উত্থাপন করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আহ্বান জানিয়েছে। মঙ্গলবার হিন্দু হিট রক্ষা সমিতির সদস্যরা আহমেদাবাদে মানববন্ধন করে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদ করেছে। বল্লভ সদন থেকে সবরমতী নদীর পাড় উসমানপুরা পর্যন্ত এই মানববন্ধন শুরু হয়।
-
Dec 11, 2024 09:58 ISTWest Bengal News Live: ঢাকা থেকে আখাউড়া সীমান্ত পর্যন্ত বিএনপির লং মার্চ শুরু
বাংলাদেশের হাইকমিশনে হামলা, জাতীয় পতাকা অবমাননা, ভারতের গণমাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে কুৎসা রটানো এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপ থেকে বিরত থাকার দাবিতে আজ সকাল অর্থাৎ বুধবার ঢাকা থেকে আখাউড়া সীমান্ত পর্যন্ত লং মার্চ করবে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।
-
Dec 11, 2024 09:37 ISTWest Bengal News Live: সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে ৭০ জন গ্রেফতার, জানাল ইউনূস সরকার
বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে ঢাকা সফরে গিয়ে উদ্বেগ প্রকাশ করেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রী। এবার বিদেশ সচিবের সঙ্গে বৈঠকের পরের দিনই সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ কী পদক্ষেপ করা হয়েছে তা জানাল বাংলাদেশ সরকার। গত ৫ অগস্ট থেকে ২২ অক্টোবর পর্যন্ত সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগে ৭০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে মুহাম্মদ ইউনূস সরকার। আগামীদিনে সংখ্যাটা আরও বাড়বে বলে নিশ্চিত করেছে বাংলাদেশ সরকার।
-
Dec 11, 2024 09:09 ISTWest Bengal News Live: জগন্নাথ মন্দিরের কাজ কতদূর, আজ খতিয়ে দেখবেন মমতা
দুদিনের সফরে মঙ্গলবারই দিঘায় পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, বুধবার দিঘায় নির্মীয়মাণ জগন্নাথ মন্দিরের কাজের অগ্রগতি পরিদর্শন করবেন। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে মন্দিরে ট্রাস্টি বোর্ড গঠনের সম্ভাবনা রয়েছে। জেলার বিধায়কদের সঙ্গে একটি প্রশাসনিক বৈঠকও করার কথা আছে তাঁর।
-
Dec 11, 2024 08:15 ISTWest Bengal News Live: সপ্তাহান্তেই জাঁকিয়ে শীত দক্ষিণবঙ্গে
সপ্তাহান্তেই দক্ষিণবঙ্গে জাঁকিয়ে পড়বে শীত। ৩ দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা নামতে পারে ৩-৪ ডিগ্রি। সপ্তাহের শেষে কলকাতায় পারদ নামতে পারে ১৫ ডিগ্রিতে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা নামতে পারে ১০ ডিগ্রিতে।
-
Dec 11, 2024 08:14 ISTWest Bengal News Live: মমতার পছন্দ মেনেই ৪ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ রাজ্যপালের
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম পছন্দ মেনেই রাজ্যের আরও চার বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এর আগে ছয় বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ করেছিলেন তিনি।