প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন আমলা দীপক ঘোষের বইয়ের উদ্ধৃতি ব্যবহার করে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে বক্তব্যের প্রেক্ষিতে গ্রেফতার প্রদেশ কংগ্রেসের মুখপাত্র কৌস্তভ বাগচীর দলে দায়িত্ব বাড়ল। আইনজীবী কংগ্রেস নেতা পুরস্কার পেলেন। এদিকে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব স্পষ্ট জানিয়ে দিয়েছে, কৌস্তভের পাশেই আছে দল। বরং এআইসিসির নাম জড়িয়ে কৌস্তভের বিরুদ্ধে যে কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে বলা হচ্ছে তা সম্পূর্ণ ভুয়ো বলে জানিয়েছেন প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি নেপাল মাহত। কৌস্তভও জানিয়েছেন, তিনি বরং পুরস্কৃত হয়েছেন।
সাগরদিঘি বিধানসভার উপনির্বাচনে কংগ্রেসের জয় নিয়ে উচ্ছ্বাসের মাঝেই চলে আসে কৌস্তভ বিতর্ক। অধীর চৌধুরীর কন্যা ও গাড়ির চালক নিয়ে মমতার মন্তব্যের পাল্টা বক্তব্য রাখতে গিয়ে কৌস্তভ দীপক ঘোষের বইয়ের উদ্ধৃতি তুলে মুখ্যমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণ করে বসেন। তাঁর মন্তব্যের পর কলকাতার তৃণমূল কর্মীর অভিযোগের ভিত্তিতে বড়তলা থানার পুলিশ গ্রেফতার করে কংগ্রেস নেতাকে। রাজ্য-রাজনীতি তোলপাড় হয়ে যায়। অবশ্য গ্রেফতারের দিনই আদালতে জামিন পেয়ে ন্যাড়া হয়ে দৃঢ়প্রতিজ্ঞ হয়ে মুখ্যমন্ত্রীকে গদিচ্যুত করার কথা ঘোষণা করেন তিনি। এরই মাঝে বুধবার কৌস্তভের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে পারে কংগ্রেস হাইকমান্ড তা নিয়ে খবর চাউড় হয়। প্রদেশ কংগ্রেস নেতৃত্ব তার তীব্র বিরোধিতা করেছে। প্রবীণ কংগ্রেস নেতা নেপাল মাহাত বলেন, 'এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন। প্রদেশ কংগ্রেস কৌস্তভের পাশেই আছে।'
এদিকে, বাংলায় তৃণমূল নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে দলের তরুণ নেতা কৌস্তভের লড়াইকে স্বাগত জানিয়েছে এআইসিসি। এআইসিসি-র মুখপাত্র পবন খেরা টুইটে লিখেছেন, 'বাংলায় প্রদেশ কংগ্রেসের মুখপাত্র কৌস্তভ বাগচীকে নিয়ে তৃণমূল মিথ্যা অভিযোগ ও প্রচার করছে, এটা নিন্দনীয়। নিজের রাজ্যে ফ্যাসিবাদ চালিয়ে অন্যত্র ফ্যাসিবাদের বিরুদ্ধে আওয়াজ তোলা সাজে না। তৃণমূল সরকারের অত্যাচারের সামনে আমাদের দলের কর্মীরা মাথা নত করবেন না।'
আরও পড়ুন- কুন্তলের সঙ্গে নাকি ‘গদগদ’ সম্পর্ক! টলিউডের অত্যন্ত জনপ্রিয় অভিনেতাকে তলব ED-র
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে কৌস্তভ বলেন, 'দল আমাকে শাস্তি কেন দেবে? আমাকে পুরস্কৃত করেছে দল। আমি প্রদেশ কংগ্রেসের মুখপাত্র, এর পাশাপাশি প্রদেশ যুব কংগ্রেসের লিগ্যাল সেলের চেয়ারম্যান করেছে আমাকে। বুধবারই দল নতুন এই দায়িত্ব দিয়েছে। নতুন দায়িত্ব পালন করতে চেষ্টার কোনও ত্রুটি রাখব না। তাছাড়া কংগ্রেসের কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব সকলেরই আমার প্রতি সমর্থন রয়েছে। কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্ব আমাকে সমর্থন করে টুইট করেছে।'
কৌস্তভ বাগচীর মন্তব্য বিতর্কে চাপা পড়ে গিয়েছে কংগ্রেসের সাগরদিঘির জয়ের উচ্ছ্বাস। পঞ্চায়েত নির্বাচনের আগে এই পরাজয়ে দলীয় স্তরে কাঁটাছেড়া করছে তৃণমূল কংগ্রেস। কংগ্রেস-বামজোট নয়া উৎসাহে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। তারই মধ্যে কৌস্তভকে নতুন দায়িত্ব দিল প্রদেশ কংগ্রেস।