/indian-express-bangla/media/media_files/2025/06/15/fCGQScYOIQ9NCPCdwWZu.jpg)
রয়্যাল বেঙ্গল আতঙ্কে হুলস্থূল! চূড়ান্ত চাঞ্চল্য গোটা এলাকায়
Royal Bengal Tiger: দক্ষিণ ২৪ পরগনার কুলতলি ব্লকের দেউলবাড়ি গ্রামে ফের একবার হানা দিল রয়্যাল বেঙ্গল টাইগার। শনিবার সকালেই চাষের জমি ও ধানখেতে বাঘের পায়ের ছাপ দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা গ্রামে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কুলতলি থানার পুলিশ এবং বন দফতরের টাইগার রেসকিউ টিম।
সবচেয়ে হালকা, চোখধাঁধানো ফিচার, ডিজাইনে সবাইকে টেক্কা, বাজার সেরা বেস্ট 'লাইট ওয়েট ল্যাপটপ' কোনটি?
বনকর্মীরা জানিয়েছেন, বাঘটি সম্ভবত নদী পেরিয়ে খাবারের সন্ধানে করে লোকালয়ে ঢুকে পড়েছে। সাধারণত এই সময় বাঘ লোকালয়ে আসে না, হয়তো বাঘটি ক্ষুধার্ত ছিল বলে অনুমান। বাঘ আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এরপরই বনদফতরের তরফে পর পুরো এলাকা ঘিরে ফেলা হয় জাল দিয়ে। এরপর সন্ধ্যাবেলায় ধানখেত লাগোয়া একটি চাষের জমিতে দুটি খাঁচা বসানো হয় এবং ছাগল রাখা হয় টোপ হিসেবে।
আরও পড়ুন- আহ্লাদে আটখানা ভোজনরসিক বাঙালি! ইলিশের বিপূল জোগানের আশায় জিভে জল
রাত প্রায় ৩টে নাগাদ সেই টোপে ধরা পড়ে এক পূর্ণবয়স্ক রয়্যাল বেঙ্গল টাইগার। বাঘটি পুরুষ না স্ত্রী, তা এখনও নিশ্চিত নয়। তবে বন দফতর জানিয়েছে, প্রাথমিক শারীরিক পরীক্ষায় যদি বাঘটির অবস্থা স্বাভাবিক পাওয়া যায়, তাহলে রবিবারের মধ্যেই তাকে সুন্দরবনের গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
এদিকে বাঘ খাঁচাবন্দী হলেও এলাকায় এখনও চরম চাঞ্চল্য রয়েছে। স্থানীয় প্রশাসন এবং বনদপ্তর জানিয়েছেন, গ্রামবাসীদের নিরাপত্তার স্বার্থে কুলতলি ও আশপাশের এলাকাগুলিতে নজরদারি আরও বাড়ানো হয়েছে। মাইকিং করে বারবার সতর্ক করা হচ্ছে।
ঝলসে গেল ২৩ মাসের শিশু সহ ৭ জন, আহমেদাবাদের পর মাঝ আকাশে ফের ভয়াবহ দুর্ঘটনা
উল্লেখ্য এর আগেও একাধিকবার কুলতলিতে বাঘের গতিবিধি লক্ষ্য করা গিয়েছে। বন দপ্তরের মতে, সুন্দরবনের মূল অংশে খাবারের সংকট দেখা দিলে বা প্রবল জোয়ারে ভেসে গিয়েই বাঘ মাঝেমধ্যেই লোকালয়ে চলে আসে। তবে বনদপ্তর ও পুলিশের তৎপরতায় আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেই জানানো হয়েছে।