Joy Bangla Slogan Row: 'জয় বাংলা' স্লোগান তুলে রাতারাতি 'সেলিব্রিটি' হয়ে উঠেছেন খানাকুল হেলান মুন্সীপাড়ার তৃণমূল সমর্থক মইদুল মুন্সী। শনিবার বিকেলে সেই দলীয় কর্মীর বাড়ি গিয়ে ধন্যবাদ জানালেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। এসেছিলেন খানাকুলে বন্যা সংক্রান্ত বিষয় নিয়ে মিটিং করতে। মিটিং শেষ করেই তিনি যান মইদুলের বাড়ি।
উল্লেখ্য, গত বুধবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ের সামনে ‘জয় বাংলা’ বলাতে শুভেন্দু ব্যাপক চটে যান। গাড়ি থেকে নেমে এসে মইদুলের কাছে 'জয় বাংলা' বলার জন্য কৈফিয়ত চান। পাশাপাশি মইদুলকে 'জয় শ্রীরাম' বলতে বলেন। কিন্তু মইদুল পুনরায় 'জয় বাংলা' বললে তাকে 'রোহিঙ্গা' বলে কটাক্ষ করেছিলেন বিরোধী দলনেতা।
হেলান বাসস্ট্যান্ড এর মতো জনবহুল জায়গায় এই ঘটনা নিমেষে ভাইরাল হয়ে যায়। রাতারাতি তৃণমূল নেতৃত্বদের কাছে জনপ্রিয় হয়ে যান মইদুল। এদিন হঠাৎ করেই কলকাতা থেকে ফিরহাদ হাকিম তার বাড়িতে চলে আসেন। বাড়িতে গিয়ে তিনি বলেন, “আমরা ‘জয় বাংলা’ বলব, তাতে যদি প্রাণ যায় যাবে। মোদী, যোগী বা অমিত শাহ মারলে মারুক।” আর এরা তো ছাগলের তৃতীয় সন্তান।
তিনি অভিযোগ করেন, "গত বুধবার শুভেন্দু অধিকারীর কনভয়ের সামনে ‘জয় বাংলা’ বলায় মইদুলকে ‘রোহিঙ্গা’ ও ‘পাকিস্তানি’ বলে কটাক্ষ করেন শুভেন্দু। এমনকি নিরাপত্তারক্ষীদের মারধরে মইদুল আহতও হন।" মইদুলের সাহসের প্রশংসা করে মন্ত্রী বলেন, “ভারতের সংবিধান এভাবে কাউকে অপমান করার অধিকার দেয় না।” মইদুলের কাঁচা বাড়ি দেখে ফিরহাদ তাঁর বাড়ি সংস্কারে সাহায্যের আশ্বাসও দেন। এদিন তাঁর সঙ্গে ছিলেন স্থানীয় সাংসদ মিতালি বাগ, রাজ্য তৃণমূল সম্পাদক স্বপন নন্দী সহ তৃণমূলের স্থানীয় নেতৃত্ব।
/indian-express-bangla/media/post_attachments/0901adcf-a54.jpg)
মন্ত্রী এসেছেন দেখে আনন্দে আপ্লুত হয়ে মইদুল জানান, 'রাজ্যের মুখ্যমন্ত্রী সাধারণ মানুষদের জন্য অনেক কিছু করেছেন। উনি উন্নয়ন এর স্বার্থে জাত ধর্ম বিচার করেন না। ওনার কাছে সবাই সমান। তাই বাঙালী হিসেবে গর্বিত। গ্রামের মানুষদেরও বলবো আপনারাও 'জয় বাংলা' বলুন।
অন্যদিকে বিজেপির অভিযোগ, বুধবার খানাকুলের হেলান এলাকায় বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছিল ইট। তবে সেই ইট লক্ষ্যভ্রষ্ট হয়। গাড়ি থেকে নেমে আসেন শুভেন্দু অধিকারী। এবার এই ঘটনায় খানাকুল থানায় অভিযোগ জানালেন খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ। একদিকে যখন মন্ত্রী গেছেন মইদুলের বাড়ি অন্যদিকে সেই সময় বিজেপি বিধায়ক খানাকুল থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন।