KMC Holiday Controversy:কলকাতা পুরসভার শিক্ষা বিভাগের তরফে জারি করা একটি নোটিশ ঘিরে চূড়ান্ত বিতর্ক ছড়িয়ে পড়ে। বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল করে পুরসভার আওতাধীন স্কুলগুলিতে ইদে দু'দিন ছুটির নোটিশ জারি করা হয়েছিল। অভিযোগ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অন্ধকারে রেখে ওই নোটিশ জারি করেছিলেন পুরসভার শিক্ষা বিভাগের এক আধিকারিক। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ওই আধিকারিককে শোকজ করেছে কলকাতা পুরসভা কর্তৃপক্ষ। তিন দিনের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে ওই আধিকারিককে।
জানা গিয়েছে, কলকাতা পুরসভা এলাকায় পুরসভার আওতাধীন হিন্দি এবং উর্দু মাধ্যমের স্কুলগুলির জন্য ছুটির তালিকা প্রকাশ করা হয়েছিল। ওই নোটিশে বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল করে ইদে দু'দিন ছুটি দেওয়ার কথা বলা হয়েছিল স্কুলগুলিতে। কলকাতা পুরসভার শিক্ষা বিভাগের আধিকারিক সিদ্ধার্থশঙ্কর দাড়া সেই নোটিশটি জারি করেছিলেন বলে অভিযোগ ওঠে।
বিষয়টি প্রকাশ্যে আসতেই প্রবল বিতর্ক তৈরি হয়। কলকাতা পুরসভার শিক্ষা বিভাগের তরফে এমন নোটিশ জারির প্রবল সমালোচনায় সরব হয় BJP। দলের সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, "কলকাতার মেয়র যিনি ভিনধর্মীদের ইসলাম গ্রহণের কথা বলেন, তাঁর আমলে কলকাতা শহরে বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল করে কলকাতা পুরসভার স্কুলগুলিতে ইদের ছুটি দু'দিন করা হল। সারা ভারতে ইদের ছুটি একদিন হয়। কিন্তু কলকাতায় ইদের ছুটি দু'দিন করা হল। কলকাতা পুরসভার শিক্ষা বিভাগের এই নোটিশ সনাতনীদের মনে আঘাত করবে। মনে অশান্তির সৃষ্টি করবে। মাননীয়া মহাকুম্ভকে 'মৃত্যুকুম্ভ' বলছেন, তাঁর প্রিয় ববি হাকিম বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল করে ইদের ছুটি বাড়াবেন, এটাই তো স্বাভাবিক।"
আরও পড়ুন- West Bengal News Live: খাস কলকাতার রাস্তায় যুবকের রক্তাক্ত দেহ, হাড়হিম কাণ্ডে তোলপাড়
তবে বিতর্ক বাড়তেই এবার কড়া পদক্ষেপ করেছে কলকাতা পুরসভা কর্তৃপক্ষ। পুরসভার শিক্ষা বিভাগের আধিকারিক সিদ্ধার্থশঙ্কর ধাড়াকে শোকজ করা হয়েছে। ওই পুর আধিকারিক ঊর্ধ্বতন বিভাগকে না জানিয়েই ওই নোটিশ জারি করেছিলেন বলে দাবি করা হয়েছে।
আরও পড়ুন- Maha shivratri 2025: বর্ণময় লোককথায় গাঁথা বাংলার মোটা শিবের কাহিনী! স্বর্ণালী সেই ইতিহাস আজও চর্চায়