/indian-express-bangla/media/media_files/2025/04/01/FmxMZo44h3sfz0MNpaLO.jpg)
Kolkata fire incident: প্রতীকী ছবি।
উত্তর কলকাতার আমহার্স্ট স্ট্রিট এলাকায় একটি প্রিন্টিং প্রেসে বৃহস্পতিবার সকালে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ঘটে। প্রশাসনের সূত্রে জানা গেছে, এখনও পর্যন্ত কেউ হতাহত হয়নি। তবে ঘটনার ফলে সমগ্র এলাকা কালো ধোঁয়ায় ছেয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রথমে তিনটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। তবে এলাকা অত্যন্ত সঙ্কীর্ণ হওয়ায় দমকলকর্মীদের কিছুটা হাঁটতে হয়েছিল আগুন নেভানোর জন্য। পরে আরও চারটি দমকলের ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। মোট সাতটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে কাজ করছে।
দমকলের এক আধিকারিক বলেন, "আমরা চেষ্টা করছি আগুন নিয়ন্ত্রণে আনার। প্রচুর ধোঁয়া আমাদের দমকলকর্মীদের জন্য সমস্যা তৈরি করছে।" কয়েকজন দমকলকর্মীকে গ্যাস মাস্ক পরে কাজ করতে দেখা গেছে, কারণ কালো ধোঁয়া পুরো এলাকায় ছড়িয়ে পড়েছিল।
আরও পড়ুন- Travel:পাহাড়ের কোলে শান্তির নীড়, প্রকৃতি প্রেমীদের 'স্বর্গরাজ্য' পাহাড়ি এই প্রান্ত
প্রাথমিকভাবে দমকল আধিকারিকদের অনুমান, সংযোগের ত্রুটির কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। যেহেতু প্রিন্টিং প্রেসে প্রচুর দাহ্য পদার্থ রাখা ছিল, তাই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং তীব্র হয়ে ওঠে। পুলিশ ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, অগ্নিকাণ্ডে আশেপাশের কিছু দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন ছড়িয়ে পড়া থেকে রোধে দুরন্ত তৎপরতায় কাজ করছেন।
উল্লেখ্য, মাত্র দু’দিন আগে উত্তর ২৪ পরগনার খড়দহের একটি ডাই ফ্যাক্টরিতে বিশাল অগ্নিকাণ্ড ঘটে। সেখান থেকে আগুন নিকটবর্তী টি-শার্ট তৈরির ফ্যাক্টরিতেও ছড়িয়ে পড়েছিল। সেই ঘটনায় প্রায় ২০টি ফায়ার ইঞ্জিন ব্যবহার করা হয়েছিল।
আরও পড়ুন-Sonarpur news:উৎসবের আনন্দের আবহেই নৃশংস হত্যাকাণ্ড! শোকের ছায়া এলাকায়
স্থানীয়রা জানিয়েছেন, অগ্নিকাণ্ডের সময় এলাকায় 'ভাইফোঁটা' উৎসবের প্রস্তুতি চলছে। এতে করে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রশাসন এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সতর্কবার্তা দেওয়া হয়েছে, যাতে কেউ অগ্নিকাণ্ডের স্থান থেকে দূরে থাকে।
ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে এবং আগুন লাগার সঠিক কারণ খুঁজে বের করার চেষ্টা করছে। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, এলাকাটি মূলত সঙ্কীর্ণ হওয়ায় ফায়ারম্যানদের জন্য কাজ করা যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us