Sonarpur news:উৎসবের আনন্দের আবহেই নৃশংস হত্যাকাণ্ড! শোকের ছায়া এলাকায়

crime news:সোনারপুরে কালীপুজোর সময় প্রতিবেশীর সঙ্গে দ্বন্দ্বের জেরে স্থানীয় এক যুবক ছুরিকাহত হয়েছিলেন। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ দু'জনকে আটক করেছে। তবে ঘটনার তদন্ত এখনও চলছে।

crime news:সোনারপুরে কালীপুজোর সময় প্রতিবেশীর সঙ্গে দ্বন্দ্বের জেরে স্থানীয় এক যুবক ছুরিকাহত হয়েছিলেন। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ দু'জনকে আটক করেছে। তবে ঘটনার তদন্ত এখনও চলছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Sonarpur news, West Bengal crime news, Kolkata news, Kali Puja incident, youth stabbed to death, Sonatan Naskar murder, neighbor dispute, local crime update, Sonaarpur police, stabbing case West Bengal, Bhai Phonta 2025, festival violence, West Bengal latest news, Bengali breaking news, Kolkata local news,সোনারপুর সংবাদ, কালীপুজো হত্যাকাণ্ড, সনাতন নস্কর, প্রতিবেশী সংঘর্ষ, ছুরিকাঘাত ঘটনা, পশ্চিমবঙ্গ ক্রাইম নিউজ, স্থানীয় খবরে, পুলিশ তদন্ত সোনারপুর, ভাইফোঁটা ২০২৫, উৎসবের সময় সহিংসতা, কলকাতা নিউজ, বাংলা ব্রেকিং নিউজ, কুস্তিয়া কালীপুজো, স্থানীয় হত্যা ঘটনা

crime news: ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সোনারপুর থানার কুস্তিয়া এলাকায় কালীপুজোর মণ্ডপে রাতে এক যুবককে ছুরি দিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। নিহতের নাম সনাতন নস্কর। ঘটনার সঙ্গে জড়িত দুই জনকে পুলিশ আটক করেছে। ঘটনায় তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ।

Advertisment

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুস্তিয়া এলাকার একটি কালীপুজো মণ্ডপে ব্যক্তিগত সাউন্ড সিস্টেম ব্যবহার করছিলেন সনাতন নস্কর। প্রতিবেশীর এক ব্যক্তি হার্টের রোগী হওয়ায়, পরিবারের অনুরোধে সনাতন রাতে বক্স খুলে বাড়ি নিয়ে যান। কিন্তু একই সময়ে প্রতিবেশী পিন্টু সাহা ও তার স্ত্রী সনাতনের বাড়িতে এসে মণ্ডপে বক্স বাজানোর জন্য চাপ দেন।

আরও পড়ুন- West Bengal news Live Updates: SIR ইস্যুতে তৎপরতা তুঙ্গে, আজ দিল্লিতে মুখ্য নির্বাচনী আধিকারিকদের বৈঠক

Advertisment

ঘটনার এক পর্যায়ে সনাতনের পরিবারের সঙ্গে পিন্টু ও তার স্ত্রীর বচসা হয়। অভিযোগ, প্রথমে সনাতনের মা ও ভাইকে মারধোর করা হয়। পরে প্রতিবাদ করার সময় পিন্টু ছুরি দিয়ে সনাতনের শরীরের একাধিক জায়গায় আঘাত করে। গুরুতর জখম অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন-West Bengal Weather Update:শীতের আগে ফের বৃষ্টির পূর্বাভাস জেলায়-জেলায়! আজ ভাইফোঁটায় কেমন থাকবে আবহাওয়া?

ঘটনার পর পিন্টু ও তার স্ত্রী পালানোর চেষ্টা করেন। স্থানীয়রা তাদের সোনারপুর থানায় হস্তান্তর করেন। স্থানীয়দের অভিযোগ, এই ঘটনার সঙ্গে পিন্টুর আরও দুই আত্মীয় জড়িত। পুলিশ গভীর রাতে ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করেছে।

সোনারপুর থানার পুলিশ জানিয়েছে, দুজনকে আটক করা হয়েছে এবং ঘটনার সঙ্গে আরও যারা জড়িত আছে তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। পুলিশ আরও জানিয়েছে, মামলার তদন্ত এখনও চলছে। অভিযোগ প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন-Bhai Phonta 2025: মুখ্যমন্ত্রীর বাড়ির ভাইফোঁটায় বড় চমক! এবার কারা থাকছেন আমন্ত্রিতদের তালিকায়?

এদিকে, স্থানীয় বাসিন্দাদের মধ্যে এই ঘটনা গভীর শোকের সৃষ্টি করেছে। উৎসবের আনন্দমুখর মুহূর্তে এমন হিংসাত্মক ঘটনা সকলকে উদ্বিগ্ন করেছে।

Breaking news west bengal latest news Sonarpur Murder