Unnatural Death:কলকাতার গেস্ট হাউসে অচৈতণ্য অবস্থায় উদ্ধার তরুণী, মৃত্যু নিয়ে ক্রমেই গাঢ় রহস্য!

Kolkata news: ঘটনার তদন্তে নেমে ওই গেস্ট হাউসের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। সেই সঙ্গে জিজ্ঞাসাবাদ-পর্বও চলছে।

Kolkata news: ঘটনার তদন্তে নেমে ওই গেস্ট হাউসের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। সেই সঙ্গে জিজ্ঞাসাবাদ-পর্বও চলছে।

author-image
IE Bangla Web Desk
New Update
actor passed away

প্রতীকী ছবি।

Anandapur guest house-bar dancer found dead:দক্ষিণ কলকাতার আনন্দপুরের একটি গেস্ট হাউস থেকে এক বার ড্যান্সারকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়েছিল। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেছেন। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisment

আনন্দপুরের গেস্ট হাউস থেকে অচৈতন্য অবস্থায় ওই পানশালার নর্তকীকে উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই তরুণীর নাম শ্রেয়া বর্মা, তিনি পাঞ্জাবের বাসিন্দা। রবিবার আনন্দপুরের ওই গেস্ট হাউসে এক পুরুষ বন্ধুর সঙ্গে তিনি গিয়েছিলেন।

সূত্রের খবর, রাতভর ওই গেস্ট হাউসের ঘরে মদ্যপান করেছিলেন তাঁরা। সোমবার সকালে ওই তরুণীর পুরুষ বন্ধু ওই গেস্ট হাউস থেকে বেরিয়ে গিয়েছিলেন। কিন্তু ওই পুরুষ বন্ধুটি বেরিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই গুরুতর অসুস্থ বোধ করতে থাকেন তরুণী।

Advertisment

পরে তিনি ফোন করে ওই যুবককে গেস্ট হাউসে আসতে বলেন। পরে ওই যুবক গেস্ট হাউসে এসে সেখান থেকে অচৈতন্য অবস্থায় তরুণীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। তবে শেষ রক্ষা হয়নি। ওই তরুণীকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেছেন।

আরও পড়ুন- West Bengal News Live Updates: 'কিছুই ছিল না, এখন প্রচুর সম্পত্তি, বিধায়ক হয়েই সব হল', জীবনকৃষ্ণের গ্রেফতারিতে বিস্ফোরক বাবা

তবে ঠিক কী কারণে ওই তরুণীর এমনভাবে মৃত্যু হল তা এখনও স্পষ্ট হয়নি। অতিরিক্ত মদ্যপানের জেরেই মৃত্যু? নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কোনও ঘটনা।

আরও পড়ুন- বিহারে SIR, লক্ষ-লক্ষ ভোটারের নাম বাদ পড়া নিয়ে শেষমেশ চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে!

তরুণীর পুরুষ বন্ধুকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারী পুলিশ আধিকারিকরা। ওই গেস্ট হাউসের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। এরই পাশাপাশি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ওই গেস্ট হাউসের অন্যান্য কর্মীদেরও।

আরও পড়ুন- TMC:পুলিশের উর্দিতে তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা, মুখ্যমন্ত্রীর সফরের আগে তোলপাড় জেলার রাজনীতিতে

Bengali News Today kolkata Death