West Bengal News Live Updates: 'কিছুই ছিল না, এখন প্রচুর সম্পত্তি, বিধায়ক হয়েই সব হল', জীবনকৃষ্ণের গ্রেফতারিতে বিস্ফোরক বাবা

West Bengal News Updates 26 August, 2025: রাজনীতির দুনিয়া থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি এবং খেলার জগতের সব বড় খবর সবার আগে জানুন। এক ক্লিকেই পেয়ে যান সব আপডেট।

West Bengal News Updates 26 August, 2025: রাজনীতির দুনিয়া থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি এবং খেলার জগতের সব বড় খবর সবার আগে জানুন। এক ক্লিকেই পেয়ে যান সব আপডেট।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
jiban krishna saha arrest, ed,jiban krishna saha father biswantah saha,ssc scam,tmc,bengali news today,sir,west bengal weather,জীবনকৃষ্ণ সাহার বাবা বিশ্বনাথ সাহা, ইডি, জীবনকৃষ্ণ সাহা

News in Bengal Live: গুরুত্বপূর্ণ খবরের টাটকা আপডেট জানুন।

Kolkata News Live Updates: গতকালই ED বাড়ি থেকে গিয়ে গ্রেফতার করে নিয়ে যায় মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে। ছেলের গ্রেফতারির খবর পেয়ে এবার বিস্ফোরক জীবনকৃষ্ণ সাহার বাবা বিশ্বনাথ সাহা। গতকাল জীবনকৃষ্ণ সাহার পিসি তৃণমূল কাউন্সিলর মায়া সাহার সাঁইথিয়ার বাড়িতেও তল্লাশি চালায় ED। সংবাদ মাধ্যমের প্রতিনিধিকে এসব নিয়ে জীবনকৃষ্ণ সাহার বাবা বিশ্বনাথ সাহা বলেন, "জীবন বিধায়ক হওয়ার পরেই এত সম্পত্তি তৈরি করেছে। মায়াকেও কাউন্সিলর করে দিয়েছে। আমি এখন ওখানে যাই না। জীবন জামিন পেয়ে আসার পর থেকে আমাকে বাড়িতে ঢুকতে দেয় না। আগে কিছুই ছিল না। এখন প্রচুর সম্পত্তি করেছে। ইডি তল্লাশি প্রয়োজন ছিল।"

Advertisment

আরও পড়ুন- Kolkata Weather Today:ফের নিম্নচাপের ভ্রূকুটি! আবারও ঝমঝমিয়ে টানা বৃষ্টির পূর্বাভাস, আবহাওয়ায় বিরাট বদল কবে থেকে?

অন্যদিকে, আজই একদিনের বর্ধমান সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্ধমানে সরকারি কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। বেশ কিছু সরকারি পরিষেবার প্রদান কর্মসূচিতে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক সেই কর্মসূচি সেরে আজই বর্ধমান থেকে কলকাতায় ফেরার কথা মুখ্যমন্ত্রীর।

Advertisment

আরও পড়ুন-Adhir Chowdhury:"ED-CBI ধরলে মোবাইল ফোন ছুঁড়ে ফেলার ট্রেনিং নিক তৃণমূল নেতারা", টিপ্পনি অধীরের!

  • Aug 26, 2025 11:44 IST

    Kolkata News Live Updates: গ্রেফতার টোটো-চুরি চক্রের পাণ্ডা

    ১৫ আগস্ট বারুইপুর কাছারি বাজারের সামনে থেকে চুরি যায় টোটো। টোটোর মালিক অজিত বিশ্বাস বারুইপুর থানায় অভিযোগ করেন। এরপরেই বারুইপুর থানার আই সি সৌম্যজিৎ রায়ের নির্দেশে এস আই রনি সরকার এর নেতৃত্বে টিম তদন্তে নামে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। এরপরেই হদিশ মেলে চুরি চক্রের পান্ডা চন্দনের। শেষমেশ হাওড়া স্টেশন থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।



  • Aug 26, 2025 11:42 IST

    Kolkata News Live Updates: বিহারে SIR, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে!

    কয়েক মাস পরেই বিহারে বিধানসভা ভোট। নির্বাচনমুখী বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা SIR নিয়ে বিতর্ক চরমে। ভারতীয় নির্বাচন কমিশন (ECI) ১৮ আগস্ট বিহারের ভোটার তালিকা নিয়ে যে তথ্য প্রকাশ করেছে তাতে দেখা গিয়েছে বাদ পড়া ভোটারদের সবচেয়ে বেশি পাটনা, মধুবনী এবং পূর্ব চম্পারণ জেলার। এই তিনটি জেলায় সবচেয়ে বেশি ভোটার বাদ পড়েছে এবং এক্ষেত্রে পুরুষদের তুলনায় নারীর সংখ্যাই বেশি। ১৮-৪০ বছর বয়সী ভোটারদের সংখ্যা এক তৃতীয়াংশেরও বেশি।

    বিস্তারিত পড়ুন-বিহারে SIR, লক্ষ-লক্ষ ভোটারের নাম বাদ পড়া নিয়ে শেষমেশ চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে!



  • Aug 26, 2025 11:41 IST

    Kolkata News Live Updates: পাকিস্তানের চরের কলকাতা কানেকশন

    তিন মাস আগে দিল্লিতে গ্রেফতার হয়েছিলেন CRPF-এর অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর মতি রাম জাট। তিনি পাকিস্তানের এক গোয়েন্দা কর্তাকে গোপন তথ্য পাচার করেছিলেন বলে অভিযোগ। কেন্দ্রীয় সংস্থাগুলির তদন্তে উঠে এসেছে, পাকিস্তানের ওই গোয়েন্দা কর্তা পরবর্তী সময়ে ভারতীয় সেনাবাহিনী, আধাসামরিক বাহিনী এবং সরকারের সাথে যুক্ত আরও ১৫টি ফোন নম্বরের সঙ্গেও যোগাযোগ করেছিলেন।

    বিস্তারিত পড়ুন- EXCLUSIVE:দিল্লিতে ধৃত পাকিস্তানের চরের কলকাতা কানেকশন, তদন্তে একের পর বিস্ফোরক তথ্য!



  • Aug 26, 2025 11:40 IST

    Kolkata News Live Updates: ভারতের ওপর আমেরিকার অতিরিক্ত ২৫% শুল্ক


    মার্কিন ইউএস হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ সোমবার একটি ড্রাফট নোটিশ প্রকাশ করেছে, যাতে ভারত থেকে আমদানিকৃত পণ্যের ওপর অতিরিক্ত ২৫% শুল্ক আরোপের পরিকল্পনা পরিষ্কারভাবে তুলে ধরা হয়েছে। এর ফলে মোট শুল্কের পরিমাণ দাঁড়াবে ৫০ শতাংশ। এই শুল্ক আগষ্ট ২৭, ২০২৫ তারিখ  রাত ১২:০১ থেকে কার্যকর হবে।

    বিস্তারিত পড়ুন- trump tariffs:ভারতের ওপর আমেরিকার অতিরিক্ত ২৫% শুল্ক কার্যকর কাল থেকেই, সুবিধা নিতে পারে বাংলাদেশ



  • Aug 26, 2025 11:39 IST

    Kolkata News Live Updates: পুলিশের উর্দিতে তৃণমূলের নেতা

    পুলিশের উর্দি (পোশাক) গায়ে তৃণমূল নেতা শেখ ফিরোজের ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই পূর্ব বর্ধমানের রাজনৈতিক মহলে ব্যাপক সাড়া পড়ে গিয়েছে। জামালপুর ব্লকের বেরুগ্রাম অঞ্চলে এই ছবি ভাইরাল হতেই রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে। 

    বিস্তারিত পড়ুন- TMC:পুলিশের উর্দিতে তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা, মুখ্যমন্ত্রীর সফরের আগে তোলপাড় জেলার রাজনীতিতে



  • Aug 26, 2025 09:14 IST

    Kolkata News Live Updates: ফের নিম্নচাপের ভ্রূকুটি!

    আপাতত দিন কয়েকের জন্য ব্রেক কষেছে নাগাড়ে বৃষ্টি। তবে বৃষ্টির হাত থেকে এখনই মিলবে না রেহাই। আগামী ৪৮ ঘন্টায় বঙ্গোপসাগরে নতুন করে ফের একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে।তারই জেরে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা আবার নতুন করে আশঙ্কা বাড়াচ্ছে। নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল থাকবে। 

    বিস্তারিত পড়ুন- Kolkata Weather Today:ফের নিম্নচাপের ভ্রূকুটি! আবারও ঝমঝমিয়ে টানা বৃষ্টির পূর্বাভাস, আবহাওয়ায় বিরাট বদল কবে থেকে?



Jibankrishna Saha Bengali News Today ED