/indian-express-bangla/media/media_files/2025/08/26/highcourt-2025-08-26-16-20-56.jpg)
News in Bengal Highlights: গুরুত্বপূর্ণ খবরের আপডেট জানুন।
Kolkata News Updates:ছাত্র সংসদের নির্বাচন সংক্রান্ত মামলায় এবার রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিকে যুক্ত করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ছাত্র সংসদ ভোট নিয়ে রাজ্য সরকারের তরফে এখনও পর্যন্ত স্পষ্ট কোনও জবাব না পাওয়ায় এবার বিশ্ববিদ্যালয়গুলিকেও এই মামলায় যুক্ত করা নির্দেশ দিয়েছেন বিচারপতি সুজয় পালের ভীষণ বেঞ্চ। এদিন রাজ্য সরকারের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, ২০১৩ সালে রীতিমতো বিজ্ঞপ্তি জারি করে বিশ্ববিদ্যালয়গুলিকে নির্বাচন করার নির্দেশ দিয়েছিল রাজ্য সরকার। রাজ্য বারবার নির্বাচন করতে বললেও বিশ্ববিদ্যালয়গুলি সেই নির্দেশ মানেনি বলে দাবি করেছেন তিনি। এমনকী ছাত্র ভোটে রাজ্য বাধা দেয়নি বলেও এদিন দাবি করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
গতকালই ED বাড়ি থেকে গিয়ে গ্রেফতার করে নিয়ে যায় মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে। ছেলের গ্রেফতারির খবর পেয়ে এবার বিস্ফোরক জীবনকৃষ্ণ সাহার বাবা বিশ্বনাথ সাহা। গতকাল জীবনকৃষ্ণ সাহার পিসি তৃণমূল কাউন্সিলর মায়া সাহার সাঁইথিয়ার বাড়িতেও তল্লাশি চালায় ED।
আরও পড়ুন- Mamata Banerjee: বর্ধমানে মুখ্যমন্ত্রীর বক্তব্যের মাঝেই হইহই-কাণ্ড! শেষমেশ যা হল...
সংবাদ মাধ্যমের প্রতিনিধিকে এসব নিয়ে জীবনকৃষ্ণ সাহার বাবা বিশ্বনাথ সাহা বলেন, "জীবন বিধায়ক হওয়ার পরেই এত সম্পত্তি তৈরি করেছে। মায়াকেও কাউন্সিলর করে দিয়েছে। আমি এখন ওখানে যাই না। জীবন জামিন পেয়ে আসার পর থেকে আমাকে বাড়িতে ঢুকতে দেয় না। আগে কিছুই ছিল না। এখন প্রচুর সম্পত্তি করেছে। ইডি তল্লাশি প্রয়োজন ছিল।"
আরও পড়ুন-Suvendu-Mamata:'CBI তদন্তের সরাসরি সুবিধাভোগী মমতা', আগুনে অভিযোগে পুলিশকে ধুয়ে দিলেন শুভেন্দু!
- Aug 26, 2025 16:32 IST
Kolkata News Live Updates:'আদিবাসীদের বঞ্চিত করছে রাজ্য', তোপ শুভেন্দুর
শুভেন্দু অধিকারী মঙ্গলবার সাংবাদিক বৈঠকে বলেন, "পশ্চিমবঙ্গে আদিবাসীদের ক্ষেত্রে ৬ শতাংশ এবং তপশিলিদের ২২ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে যার ফলে আদিবাসীরা বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তরে ১৫ হাজার টাকার চাকরিতে কন্ট্রাকচুয়াল পদে নিয়োগ করা হচ্ছে যেখানে কোনও সংরক্ষণের উল্লেখ করা হয়নি। কিন্তু ভারত সরকারের SC ST Commission স্পষ্ট করে বলেছে যে কন্ট্রাকচুয়াল, পার্ট টাইমার এমন কী প্রবেশনের ক্ষেত্রেও সংরক্ষণের ব্যবস্থা রাখতে হবে। এই রাজ্যের তৃণমূল সরকার প্রতিদিন এই বিষয়টিকে এড়িয়ে যাচ্ছে।"
- Aug 26, 2025 16:29 IST
Kolkata News Live Updates:মুখ্যমন্ত্রীর বক্তব্যের মাঝেই হইহই-কাণ্ড!
পূর্ব বর্ধমানে প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য চালাকালীন প্ল্যাকার্ড থাকে বিক্ষোভ দেখাতে শুরু করেন ২০২২ সালের TET উত্তীর্ণরা। ৫০ হাজার শূন্যপদে নিয়োগের দাবিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে এদিন সরাসরি কথা বলে তাঁকে স্মারকলিপি দিতে চেয়েছিলেন তাঁরা।
বিস্তারিত পড়ুন- Mamata Banerjee: বর্ধমানে মুখ্যমন্ত্রীর বক্তব্যের মাঝেই হইহই-কাণ্ড! শেষমেশ যা হল...
- Aug 26, 2025 16:29 IST
Kolkata News Live Updates:বাংলাদেশে বসেই বিবাহিত ভারতীয়ের সঙ্গে প্রেম বধূর
প্রেমের টানে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে এলেন এক গৃহবধূ। তবে শেষ পর্যন্ত ধরা পড়লেন প্রেমিক-সহ। এই ঘটনা এখন রীতিমতো চর্চায় কোচবিহারের মেখলিগঞ্জ এলাকায়।
বিস্তারিত পড়ুন- Love affair:বাংলাদেশে বসেই বিবাহিত ভারতীয়ের সঙ্গে প্রেম বধূর, স্বামী জানতেই 'তালাক'! পরের ঘটনা জানলে...
- Aug 26, 2025 16:28 IST
Kolkata News Live Updates:পুলিশকে ধুয়ে দিলেন শুভেন্দু!
বামফ্রন্টের শাসনের সময় যে কোনও ক্ষেত্রে সিবিআই তদন্তের দাবি জানাত তৃণমূল কংগ্রেস। সিঙ্গুরের ঘটনা থেকে নন্দীগ্রাম, নানা ঘটনায় সিবিআই তদন্ত হয়েছে। এখন সেই পথেই হাঁটছে বিজেপি। এখন অবশ্য পুলিশের ওপর ভরসার কথা বলে তৃণমূল কংগ্রেস। এবার পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এমনকী সিবিআইয়ের তদন্তের সরাসরি সুফল পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, দাবি নন্দীগ্রামের বিধায়কের।
বিস্তারিত পড়ুন- Suvendu-Mamata:'CBI তদন্তের সরাসরি সুবিধাভোগী মমতা', আগুনে অভিযোগে পুলিশকে ধুয়ে দিলেন শুভেন্দু!
- Aug 26, 2025 16:27 IST
Kolkata News Live Updates:ভোট কারচুপি নিয়ে বিস্ফোরক শুভেন্দু!
ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা SIR নিয়ে ফের সোচ্চার বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাংবাদিক বৈঠক করে আবারও রাজ্যের শাসকদল তৃণমূলকে তুলোধোনা BJP নেতার। ভোটার তালিকায় কারচুপি করে বছরের পর বছর বঙ্গে নির্বাচনে জয়ী জোড়াফুল, এমনই অভিযোগ বিরোধী দলনেতার।
বিস্তারিত পড়ুন- Suvendu Adhikari:'১০ বছরে বাংলায় জন্মের তুলনায় আড়াইগুণ বেশি ভোটার', ভোট কারচুপি নিয়ে বিস্ফোরক শুভেন্দু!
- Aug 26, 2025 16:26 IST
Kolkata News Live Updates:গণেশ চতুর্থীর ১০ দিনের আলাদা-আলাদা তাৎপর্য
গত কয়েক বছরে চোখে পড়ার মতো করে গণেশ চতুর্থী পালন বেড়েছে পশ্চিমবঙ্গে। বাংলার শহর থেকে জেলা, কত কয়েক বছরে সিদ্ধিদাতার আরাধনায় বিপুল বন্দোবস্ত নজর কেড়েছে। টানা ১০ দিন ধরে গণেশ চতুর্থী পালিত হয়। আপনি কি জানেন গণেশ চতুর্থীর এই ১০ দিনের প্রতিটি দিনের আলাদা আলাদা তাৎপর্য্য রয়েছে! গণেশ চতুর্থী নিয়ে বিশেষ এই প্রতিবেদনে সেই ১০ দিনের তাৎপর্য্যই বিস্তারিত ভাবে বর্ণনা করা হল।
বিস্তারিত পড়ুন- Ganesh Chaturthi:গণেশ চতুর্থীর ১০ দিনের আলাদা-আলাদা তাৎপর্য ও প্রতিদিনের পুজোর রীতি জানুন!
- Aug 26, 2025 15:40 IST
Kolkata News Live Updates:সালিশি সভায় আক্রান্ত পুলিশ
সালিশি সভায় গিয়ে আক্রান্ত পুলিশ। ইভটিজিং নিয়ে সালিশি সভা চলছিল মালদার হরিশ্চন্দ্রপুরে। অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতা ওই সালিশি সভা ডেকেছিল। তখন ওই সভায় এই যুবককে মারধর করা হচ্ছিল। পুলিশ ঘটনাস্থলে গেলে তাঁদের ওপর আক্রমণ করা হয় বলে অভিযোগ। গাড়ি ভাঙচুর করা হয়। এদিকে জিয়াযুল হক অভিযোগ অস্বীকার করেছে। তিনি জানিয়েছেন, তিনি কোনও সালিশি সভার আয়োজন করেননি। বরং পুলিশকে সাহায্য করেছেন।
- Aug 26, 2025 12:31 IST
Kolkata News Live Updates: তরুণীর রহস্যমৃত্যু!
দক্ষিণ কলকাতার আনন্দপুরের একটি গেস্ট হাউস থেকে এক বার ড্যান্সারকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়েছিল। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেছেন। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
বিস্তারিত পড়ুন- Unnatural Death:কলকাতার গেস্ট হাউসে অচৈতণ্য অবস্থায় উদ্ধার তরুণী, মৃত্যু নিয়ে ক্রমেই গাঢ় রহস্য!
- Aug 26, 2025 11:44 IST
Kolkata News Live Updates: গ্রেফতার টোটো-চুরি চক্রের পাণ্ডা
১৫ আগস্ট বারুইপুর কাছারি বাজারের সামনে থেকে চুরি যায় টোটো। টোটোর মালিক অজিত বিশ্বাস বারুইপুর থানায় অভিযোগ করেন। এরপরেই বারুইপুর থানার আই সি সৌম্যজিৎ রায়ের নির্দেশে এস আই রনি সরকার এর নেতৃত্বে টিম তদন্তে নামে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। এরপরেই হদিশ মেলে চুরি চক্রের পান্ডা চন্দনের। শেষমেশ হাওড়া স্টেশন থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
- Aug 26, 2025 11:42 IST
Kolkata News Live Updates: বিহারে SIR, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে!
কয়েক মাস পরেই বিহারে বিধানসভা ভোট। নির্বাচনমুখী বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা SIR নিয়ে বিতর্ক চরমে। ভারতীয় নির্বাচন কমিশন (ECI) ১৮ আগস্ট বিহারের ভোটার তালিকা নিয়ে যে তথ্য প্রকাশ করেছে তাতে দেখা গিয়েছে বাদ পড়া ভোটারদের সবচেয়ে বেশি পাটনা, মধুবনী এবং পূর্ব চম্পারণ জেলার। এই তিনটি জেলায় সবচেয়ে বেশি ভোটার বাদ পড়েছে এবং এক্ষেত্রে পুরুষদের তুলনায় নারীর সংখ্যাই বেশি। ১৮-৪০ বছর বয়সী ভোটারদের সংখ্যা এক তৃতীয়াংশেরও বেশি।
বিস্তারিত পড়ুন-বিহারে SIR, লক্ষ-লক্ষ ভোটারের নাম বাদ পড়া নিয়ে শেষমেশ চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে!
- Aug 26, 2025 11:41 IST
Kolkata News Live Updates: পাকিস্তানের চরের কলকাতা কানেকশন
তিন মাস আগে দিল্লিতে গ্রেফতার হয়েছিলেন CRPF-এর অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর মতি রাম জাট। তিনি পাকিস্তানের এক গোয়েন্দা কর্তাকে গোপন তথ্য পাচার করেছিলেন বলে অভিযোগ। কেন্দ্রীয় সংস্থাগুলির তদন্তে উঠে এসেছে, পাকিস্তানের ওই গোয়েন্দা কর্তা পরবর্তী সময়ে ভারতীয় সেনাবাহিনী, আধাসামরিক বাহিনী এবং সরকারের সাথে যুক্ত আরও ১৫টি ফোন নম্বরের সঙ্গেও যোগাযোগ করেছিলেন।
বিস্তারিত পড়ুন- EXCLUSIVE:দিল্লিতে ধৃত পাকিস্তানের চরের কলকাতা কানেকশন, তদন্তে একের পর বিস্ফোরক তথ্য!
- Aug 26, 2025 11:40 IST
Kolkata News Live Updates: ভারতের ওপর আমেরিকার অতিরিক্ত ২৫% শুল্ক
মার্কিন ইউএস হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ সোমবার একটি ড্রাফট নোটিশ প্রকাশ করেছে, যাতে ভারত থেকে আমদানিকৃত পণ্যের ওপর অতিরিক্ত ২৫% শুল্ক আরোপের পরিকল্পনা পরিষ্কারভাবে তুলে ধরা হয়েছে। এর ফলে মোট শুল্কের পরিমাণ দাঁড়াবে ৫০ শতাংশ। এই শুল্ক আগষ্ট ২৭, ২০২৫ তারিখ রাত ১২:০১ থেকে কার্যকর হবে।বিস্তারিত পড়ুন- trump tariffs:ভারতের ওপর আমেরিকার অতিরিক্ত ২৫% শুল্ক কার্যকর কাল থেকেই, সুবিধা নিতে পারে বাংলাদেশ
- Aug 26, 2025 11:39 IST
Kolkata News Live Updates: পুলিশের উর্দিতে তৃণমূলের নেতা
পুলিশের উর্দি (পোশাক) গায়ে তৃণমূল নেতা শেখ ফিরোজের ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই পূর্ব বর্ধমানের রাজনৈতিক মহলে ব্যাপক সাড়া পড়ে গিয়েছে। জামালপুর ব্লকের বেরুগ্রাম অঞ্চলে এই ছবি ভাইরাল হতেই রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে।
বিস্তারিত পড়ুন- TMC:পুলিশের উর্দিতে তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা, মুখ্যমন্ত্রীর সফরের আগে তোলপাড় জেলার রাজনীতিতে
- Aug 26, 2025 09:14 IST
Kolkata News Live Updates: ফের নিম্নচাপের ভ্রূকুটি!
আপাতত দিন কয়েকের জন্য ব্রেক কষেছে নাগাড়ে বৃষ্টি। তবে বৃষ্টির হাত থেকে এখনই মিলবে না রেহাই। আগামী ৪৮ ঘন্টায় বঙ্গোপসাগরে নতুন করে ফের একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে।তারই জেরে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা আবার নতুন করে আশঙ্কা বাড়াচ্ছে। নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল থাকবে।
বিস্তারিত পড়ুন- Kolkata Weather Today:ফের নিম্নচাপের ভ্রূকুটি! আবারও ঝমঝমিয়ে টানা বৃষ্টির পূর্বাভাস, আবহাওয়ায় বিরাট বদল কবে থেকে?