/indian-express-bangla/media/media_files/2025/04/01/FmxMZo44h3sfz0MNpaLO.jpg)
প্রতীকী ছবি।
Kolkata Fire: শনিবার দুপুর আড়াইটে নাগাদ দক্ষিণ কলকাতার আনন্দপুরে একটি প্লাস্টিকের কারখানার গুদামে আগুন লেগে যায়। কলকাতা পুরসভার ১০৮ নম্বর ওয়ার্ডের গুলশন কলোনির ওই গুদামে মুহূর্তের মধ্যে বিধ্বংসী আকার ধারণ করে আগুন। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে দ্রুত দমকলের তিনটি ইঞ্জিন ও পুলিশকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যান। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নেভানোর কাজ।
বৃষ্টি ভেজা কলকাতায় ফের অগ্নিকাণ্ড। এবার কলকাতা দক্ষিণ শহরতলির আনন্দপুরের কাছে একটি প্লাস্টিকের গোডাউনে আগুন ধরে যায়। কলকাতা পুরসভার ১০৮ নম্বর ওয়ার্ডের গুলশান কলোনির একটি প্লাস্টিক কারখানার গুদামে আগুন লাগে। অগ্নিকাণ্ডের পরপরই স্থানীয়রা দমকল এবং পুলিশে খবর পাঠান।
দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজে হাত লাগান দমকলের কর্মীরা। আগুন নেভানোর কাজে দমকল কর্মীদের সাহায্য করেন এলাকার বাসিন্দারাও। জোরদার তৎপরতার সঙ্গে এলাকার ঘিরে ফেলে দমকল কর্মীদের সহায়তা করতে দেখা যায় পুলিশকর্মীদেরও।
এভাবে কিছুক্ষণের মধ্যে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে বলে জানা গিয়েছে। যে এলাকায় আগুন লেগেছিল সেই এলাকাটি অত্যন্ত ঘিঞ্জি। আশেপাশে আরও বেশ কয়েকটি কারখানা, গোডাউন এমনকী বসতিও রয়েছে। তাই আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। কিন্তু স্থানীয়দের দাবি, দমকলকর্মীরা খবর পাওয়ার পর অত্যন্ত দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান।
আরও পড়ুন-Digha: ভিড়ে ঠাসা দিঘা, হঠাৎ এমন কাণ্ডে মন বেজায় খারাপ পর্যটকদের!
দ্রুত শুরু হয় আগুন নেভানোর কাজ। তাই এদিন বড়সড় বিপত্তি এড়ানো গিয়েছে। তবে ওই প্লাস্টিকের কারখানার গোডাউনটি আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। যদিও কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট হয়নি।