Digha: ভিড়ে ঠাসা দিঘা, হঠাৎ এমন কাণ্ডে মন বেজায় খারাপ পর্যটকদের!

Digha-High Tide: রাজ্যের সৈকত শহর দিঘায় বছরভর পর্যটকদের আনাগানো লেগেই থাকে। গত কয়েকদিন ধরেই দিঘায় ভিড় বেড়েছে পর্যটকদের।

Digha-High Tide: রাজ্যের সৈকত শহর দিঘায় বছরভর পর্যটকদের আনাগানো লেগেই থাকে। গত কয়েকদিন ধরেই দিঘায় ভিড় বেড়েছে পর্যটকদের।

author-image
Debanjana Maity
New Update
digha rain fall

Digha: দিঘার সমুদ্র পাড়ের ছবি।

Digha:ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে নিম্নচাপে। লাগাতার দুর্যোগ জেলায়-জেলায়। দিঘার সমুদ্রও উত্তাল। প্রবল জলোচ্ছ্বাস সাগর পাড়ে। সেই দৃশ্য কাছ থেকে দেখতে সমুদ্র পাড়ে ভিড় পর্যটকদের। ঝুঁকি নিয়েই দেদার সমুদ্রে স্নানে মাতছেন অনেকে। তবে প্রশাসনের কর্মীরা দেখলেই তাঁদের তুলে দিচ্ছেন। অবশ্যই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই এই পদক্ষেপ। তাই দিঘায় বেড়াতে গিয়ে মন ভার পর্যটকদের।

Advertisment

পর্যটকদের স্বার্থেই সদা ব্যস্ত প্রশাসন। দিঘার সমুদ্র সৈকতে লাগাতার চলছে মাইকিং। পর্যটকদের সমুদ্রে স্নানে নামতে নিষেধ করা হচ্ছে প্রশাসনের তরফে।

দিঘা-শংকরপুর উন্নয়ন পর্ষদের পক্ষ থেকেও মাইকিং করে পর্যটকদের সতর্ক করা হচ্ছে। আর তাই রাজ্যের সৈকত শহরে বেড়াতে গিয়ে পর্যটকদের মুখ ভার। আরও বেশি মন খারাপ কচিকাচাদের। সমুদ্রে স্নানে নামতে না পারায় তারা বেশ হতাশ। 

Advertisment

আরও পড়ুন- West Bengal News Live Updates:ফের তৃণমূলের ডাকাবুকো নেতার পুলিশ শাসন! সপাটে ঘুষি ট্রাফিক পুলিশকে,পরের ঘটনা জানেন?

হুগলি থেকে দিঘায় বেড়াতে যাওয়া পর্যটক সুবোধ সরকার বলেন, "কৌশিকী অমবস্যায় সমুদ্রের এই রূপ দেখতেই তো দিঘায় এসেছি। প্রাকৃতিক দুর্যোগের কারণে অবিরাম বৃষ্টি চলছে। ফলে সমুদ্র ফুলে ফেঁপে উঠেছে। তাই প্রশাসনের তরফ থেকে মাইকিং করে সমুদ্রের পাড় থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। তাই মন খারাপ লাগছে।"

আরও পড়ুন- Heavy rain alert:প্রবল বৃষ্টিতে ভাসবে বাংলা! বর্ষার ভয়াল মেজাজ ১১ জেলায়! বন্যা পরিস্থিতির আশঙ্কা

আগেই আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে ২১ থেকে ২৩ অগাস্ট....এই তিন দিন ঝড়-বৃষ্টির কথা। সেই মতো শুক্রবার ভোর থেকে অঝোর ধারায় বৃষ্টি। বৃষ্টির কারণে দিঘায় আগত পর্যটকেরা হোটেল বন্দি হয়ে পড়েছেন। উৎসুক মানুষজন সমুদ্রের পাড়ে গেলে তাঁদের সরিয়ে দেওয়া হচ্ছে।

Digha Tourist Purba Medinipur