/indian-express-bangla/media/media_files/2025/02/19/sacM3MZdheAUkZfDbn4k.jpg)
News in Bengal Live Updates: গুরুত্বপূর্ণ খবরের আপডেট জানুন।
Kolkata News Live Updates: নিউ গড়িয়ার অভিজাত আবাসনে বৃদ্ধা খুনে শেষমেষ আয়া গ্রেফতার। গ্রেফতার হয়েছে তার পুরুষ সঙ্গীও। সম্প্রতি বৃদ্ধ দম্পতিকে দেখাশোনার জন্য একটি আয়া সেন্টার থেকে এক আয়াকে নিযুক্ত করা হয়। ঘটনার দিন ওই আয়া তার পুরুষ সঙ্গীকে নিয়ে বৃদ্ধার বাড়িতে গিয়েছিল।
বৃদ্ধ দম্পতির সম্পত্তি হাতাতেই এই খুন বলে মনে করছে পুলিশ। আয়া ও তার পুরুষ সঙ্গী খুনে সরাসরি যুক্ত বলে একপ্রকার নিশ্চিত তদন্তকারীরা। গতকাল নিউ গড়িয়ার ওই আবাসন থেকে বৃদ্ধা বিজয়া দাসের হাত-পা বাঁধা দেহ উদ্ধার করে পুলিশ। খাটের নিচ থেকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয় ৮২ বছরের প্রশান্ত দাসকে।
অন্যদিকে পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা SIR শুরুর প্রস্তুতি কোন পর্যায়ে রয়েছে তা জানতে চেয়েছে ফের রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। আগামী দিন কয়েকের মধ্যেই এই ব্যাপারে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।
আরও পড়ুন-Hilsa Festival:স্কুলেই 'ইলিশ উৎসব', মাছ ভাপা-ভাজায় চেটেপুটে স্বাদ! আহ্লাদে আটখানা খুদে পড়ুয়ারা
- Aug 23, 2025 12:46 IST
Kolkata News Live Updates:ভারী বৃষ্টির পূর্বাভাস ১১ জেলায়!
শনিবার সকাল থেকে জেলায় জেলায় কোথাও হালকা কোথাও মাঝারি বৃষ্টি চলছে। বেলা যত বাড়বে বৃষ্টির দাপটও ততই বাড়বে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়ে গিয়েছে। শনিবার রাজ্যের কমপক্ষে ১০টি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। শনিবারের পর রবিবারেও বদলাবে না পরিস্থিতি। আগামীকাল রাজ্যের ১১টি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
বিস্তারিত পড়ুন- Heavy rain alert:প্রবল বৃষ্টিতে ভাসবে বাংলা! বর্ষার ভয়াল মেজাজ ১১ জেলায়! বন্যা পরিস্থিতির আশঙ্কা - Aug 23, 2025 10:37 IST
Kolkata News Live Updates:রাজ্যকে তুলোধনা অধীরের
পরিযায়ী শ্রমিকদের নিয়ে রাজনীতি করার অভিযোগ তুলেছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। এই ব্যাপারে আবারও তাঁর নিশানায় রাজ্য সরকার। রাজ্য পরিযায়ী শ্রমিকদের ভালো চাইলে তাঁরা যে যে রাজ্যে আছেন সেখানে গিয়ে তাঁদের রক্ষা করার ব্যবস্থা করুক, এমনই দাবি তুলেছেন বহরমপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ।
বিস্তারিত পড়ুন- Adhir Chowdhury:'পরিযায়ী শ্রমিকদের নিয়ে রাজনীতি হচ্ছে', রাজ্যকেই তুলোধনা অধীরের
- Aug 23, 2025 10:36 IST
Kolkata News Live Updates:স্কুলেই 'ইলিশ উৎসব'
দুর্মূল্যের বাজারে ইলিশ মানেই আজ স্বপ্নের মতো খাবার। বড়-ছোট সব ধরনের ইলিশ মিললেও পরিমাণে কম, তাই দামে ছ্যাঁকা খেতে হচ্ছে সাধারণ বাঙালিকে। কিন্তু সেই অপ্রাপ্য স্বাদের আনন্দই মিলল দক্ষিণ ২৪ পরগনার ফলতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের পাতে।
বিস্তারিত পড়ুন- Hilsa Festival:স্কুলেই 'ইলিশ উৎসব', মাছ ভাপা-ভাজায় চেটেপুটে স্বাদ! আহ্লাদে আটখানা খুদে পড়ুয়ারা
- Aug 23, 2025 10:35 IST
Kolkata News Live Updates:৩ দিন মন্দিরে লুকিয়ে প্রাণ রক্ষা মুসলিম যুবকের
১৪ বছর ধরে কাজ করছিলেন মুম্বইয়ের একটি কারখানায়। কিন্তু ক্রমাগত হেনস্থার জেরে ছাড়তে হয় সেই চেনা জায়গা। পরিবার নিয়ে পালিয়ে একটি মন্দিরে ঠাঁই নেন বিষ্ণুপুরের শ্রমিক সাইফুল শেখ। সেখানেই লুকিয়ে কাটে দিন তিনেক। বৃহস্পতিবার কোনওরকমে এলাকায় ফিরেছেন তিনি।
বিস্তারিত পড়ুন- Migrant worker Harassment: টানা ৩ দিন মন্দিরে লুকিয়ে প্রাণ রক্ষা বাংলার মুসলিম যুবকের, ভিনরাজ্যে হাড়হিম ঘটনা!
- Aug 23, 2025 10:34 IST
Kolkata News Live Updates:অতি ভারী বৃষ্টির সতর্কতা জেলায়-জেলায়
বঙ্গোপসাগরের নিম্নচাপ ঘূর্ণাবর্তে পরিণত হয়ে ভয়াল রূপ নিয়েছে। আজ বর্ষার রুদ্র রূপ দেখবে বাংলা। শহর কলকাতার পাশাপাশি একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
বিস্তারিত পড়ুন- Kolkata Weather Today:অতি ভারী বৃষ্টির সতর্কতা জেলায়-জেলায়, আজ দক্ষিণ ও উত্তরবঙ্গজুড়ে প্রবল দুর্যোগের আশঙ্কা!