Calcutta University Students Beaten: 'ভাষা আন্দোলনের ন্যাকামি নয়, অ্যাকশন চাই'! কলকাতায় বাংলা বলায় জুটল মার, গর্জে উঠল বাংলাপক্ষ

Calcutta University Students Beaten:বুধবার সন্ধ্যায় শিয়ালদা ব্রিজের নিচে 'বাংলা ভাষায়' কথা বলায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন পড়ুয়াকে এলোপাথাড়ি মারধরের ঘটনা ঘটে।

Calcutta University Students Beaten:বুধবার সন্ধ্যায় শিয়ালদা ব্রিজের নিচে 'বাংলা ভাষায়' কথা বলায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন পড়ুয়াকে এলোপাথাড়ি মারধরের ঘটনা ঘটে।

author-image
IE Bangla Web Desk
New Update
Calcutta University VC, new vc of Calcutta University, Calcutta University vice chancellor list, who was the first Bengali vice chancellor Calcutta university, কলকাতা  বিশ্ববিদ্যালয়,Bangla News, Latest Bangla News, News in Bangla, Bengali News, Latest Bengali News, News in Bengali"

কলকাতায় বাংলা বলায় জুটল মার, গর্জে উঠল বাংলাপক্ষ

Calcutta University Students Beaten: 'ভাষা আন্দোলনের ন্যাকামি নয়, আমরা অ্যাকশন চাই'! খাস কলকাতায় বাংলা ভাষায় কথা বলায় জুটল 'বাংলাদেশি' কটাক্ষ,তা নিয়েই গর্জে উঠল বাংলাপক্ষ। বুধবার সন্ধ্যায় শিয়ালদা ব্রিজের নিচে 'বাংলা ভাষায়' কথা বলায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন পড়ুয়াকে  এলোপাথাড়ি মারধরের ঘটনা ঘটে। অভিযোগ, ছুরি, লাঠি, বন্দুক হাতে চলে মারধর। এই ঘটনায় বেশ কয়েকজন পড়ুয়া রক্তাক্ত হয়ে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। দায়ের হয়েছে FIR-ও। ঘটনার পর কেটে গিয়েছে কয়েকঘন্টা তাও কেন গ্রেফতার করা হয়নি অভিযুক্তদের? তা নিয়েই এবার পুলিশ- প্রশাসনকে নিশানা করল বাংলাপক্ষ। 

Advertisment

আরও পড়ুন- হাওড়া থেকে শিয়ালদা মাত্র ১১ মিনিটে...! দুর্গাপূজার আগে বাংলাকে বিরাট উপহার প্রধানমন্ত্রী মোদীর

খাস কলকাতায় 'বাংলা' বলায়  'বাংলাদেশি' সন্দেহে এলোপাথাড়ি  মারধরের অভিযোগ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের বেধড়ক মারধরের অভিযোগ শিয়ালদা ব্রিজের নিচে ব্যবসায়ীদের একাংশের বিরুদ্ধে। এই ঘটনায় মুচিপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আহত ছাত্রদের কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ ছুরি, বন্দুক নিয়ে ছাত্রদের উপর হামলা চালানো হয়। বুধবার রাতে কলকাতা বিশ্ববিদ্যালয়ে এক পড়ুয়া শিয়ালদা ব্রিজের নিচে একটি মোবাইল সরঞ্জামের দোকান থেকে কিছু জিনিস কিনতে গিয়েছিলেন সেখানেই দোকানদারের সঙ্গে তার বচসা হয়। এরপরই ওই পড়ুয়াকে হিন্দিতে গালিগালাজ করা হয় বলেও অভিযোগ। এরপর হোস্টেলে ফিরে সেকথা ওই পড়ুয়া তার বন্ধুদের জানান। বেশ কয়েকজন তাকে সঙ্গে নিয়ে সংশ্লিষ্ট এলাকায় গেলে 'বাংলাদেশি' বলে  কটাক্ষ করে তাদের বেধড়ক মারধর করেন এলাকার ব্যবসায়ীরা। ঘটনার খবর পেয়ে মুচিপাড়া থানায় আসেন বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়। পড়ুয়াদের সঙ্গে কথা বলে দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান তিনি। 

আরও পড়ুন-কলকাতায় আওয়ামী লিগের অফিস? ইউনূস ফোঁস করতেই কড়া জবাব ভারতের

Advertisment

গতকালের ঘটনা প্রসঙ্গে বাংলা পক্ষের তরফে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে ফোনে জানানো হয়,ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকরা যখন বাংলা ভাষায় কথা বললে হেনস্থার মুখে পড়ছেন তখন সোচ্চার হচ্ছে তৃণমূল। আজ রাজ্যে,  খাস কলকাতায় বাংলা বলায় ১২ জন পড়ুয়াকে বেধড়ক মারধর করা হয়। এই ঘটনায় কেন চুপ তৃণমূল? ভাষা আন্দোলনের নামে ন্যাকামি বন্ধ করে আমরা চাই অবিলম্বে অ্যাকশন। এটাই প্রথম নয়, প্রতিদিন অন্তন ১০টা করে ঘটনা ঘটছে আমাদের রাজ্যে। তৃণমূলের কাউন্সিলাররা টাকা নিয়ে অবাঙালিদের রাজ্যে অবাধে সবকিছুর ব্যবস্থা করে দিচ্ছে। সব জেনেও পুলিশ প্রশাসন নিশ্চুপ। আমরা চাই অবিলম্বে গতকালের ঘটনায় দোষীদের গ্রেফতারি এবং উপযুক্ত শাস্তি। তারা যেন ভবিষ্যতে ওই অঞ্চলে ব্যবসা করতে না পারে তাও প্রশাসনকে নিশ্চিত করতে হবে। রাজ্যে থাকবে, রাজ্যে ব্যবসা করবে, অথচ বাঙালিদের উপরই আক্রমণ!  বাংলাপক্ষ এই ঘটনাকে কোন ভাবেই বরদাস্ত করবে না"। যদিও শেষ পাওয়া খবর অনুসারে জানা গিয়েছে এই ঘটনায় ইতিমধ্যে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে তারা হল যথাক্রমে নারকেলডাঙ্গার দীপক কুমার সাউ এবং ইমতিয়াজ আলি (35)। বাকিদের খোঁজে চলছে তল্লাশি। 

আরও পড়ুন-হামলার পর প্রথমবারের মত 'হাজির' দিল্লির মুখ্যমন্ত্রী, বাড়ানো হল নিরাপত্তা

kolkata