/indian-express-bangla/media/media_files/2025/10/26/man-brutally-killed-with-rod-near-kolkata-mayor-firhad-hakims-residence-2025-10-26-12-33-28.jpg)
প্রতীকী ছবি
শনিবার রাতে মেয়র ফিরহাদ হাকিমের নিজের ওয়ার্ড চেতলায় প্রকাশ্য রাস্তায় খুন হন হলেন এক ব্যক্তি। রাত সাড়ে ১১টার সময় বাসস্ট্যান্ডের সামনে অশোক পাসওয়ান নামে ওই ব্যক্তির গলায় রড ঢুকিয়ে খুন করা হয় বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দারা আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে চেতলা থানার পুলিশ। স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় প্রায়ই মদের আসর বসে ও অসামাজিক কাজকর্ম চলে। একাধিকবার অভিযোগ জানানো হলেও পুলিশ নিষ্ক্রিয় থেকেছে।
আরও পড়ুন- ফের বিস্ফোরক দাবি ট্রাম্পের, রাশিয়ার সঙ্গে ভারতের বন্ধুত্ব নষ্টের চেষ্টা?
দক্ষিণ কলকাতার চেতলা এলাকায়, কলকাতা মেয়র ফিরহাদ হাকিমের ওয়ার্ডেই এক ব্যক্তিকে গলায় রড ঢুকিয়ে খুনের অভিযোগে চূড়ান্ত চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে শনিবার রাত প্রায় ১১:৩০টায় চেতলা ১৭এ/১৭বি বাস স্ট্যান্ডের সামনে। প্রাথমিক তথ্য অনুযায়ী, গলায় লোহার রড ঢুকিয়ে খুন করা হয়েছে ওই ব্যক্তিকে। এই হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে জড়িত এক ব্যক্তিকে ইতিমধ্যেই আটক করা হয়েছে।
পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম আশোক পাসওয়ান (৪২)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাস স্ট্যান্ডের পাশে বন্ধুদের সঙ্গে বসে গল্প করছিলেন তিনি। হঠাৎ একটি বিবাদে উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ, কেউ তাকে আচমকাই রড দিয়ে আঘাত করে গলায় ঢুকিয়ে দেয়। রক্তাক্ত অবস্থায় আশোক প্রায় ১০০ মিটার রাস্তা ধরে তার বোনের বাড়ির দিকে দৌড়াতে থাকেন, তবে শেষ পর্যন্ত রাস্তার ধারে গিয়ে পড়েন। স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে কাছেই একটি হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে পৌঁছানোর পরই ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন- তীব্র কম্পন কর্ণাটক থেকে লাদাখে, কেঁপে উঠল জাপান-মায়ানমারও
পুলিশ জানিয়েছে, “একজনকে ইতিমধ্যেই আটক করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। স্থানীয়দের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে, কারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন, তার তদন্ত চলছে।”
চেতলার এই হত্যাকাণ্ড এলাকায় আতঙ্কের সৃষ্টি করেছে। এই এলাকা মেয়র ফিরহাদ হাকিমের নিজের ওয়ার্ডের অন্তর্ভুক্ত। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তারা বহুবার বাস স্ট্যান্ডের কাছে সন্ধ্যার পর মদ্যপানের আসর এবং অশান্তিকর কর্মকাণ্ড নিয়ে অভিযোগ করেছেন। স্থানীয়রা বলেন, রাত পর্যন্ত এখানে অনৈতিক কর্মকাণ্ড চলে।
পুলিশের তরফে আরও বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।
আরও পড়ুন- রেলের বড় সিদ্ধান্ত, আগামী সোমবার থেকেই এই ট্রেনগুলি আর দাঁড়াবে না বিধাননগর রোড স্টেশনে
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us