West Bengal News Updates: সেজে উঠেছে আলোর শহর চন্দননগর, জগদ্ধাত্রী পুজোয় এলাহি আয়োজনে চমকে যাবেন

West Bengal News Updates 26 October: তৃণমূলের অন্দরে ফের গোষ্ঠী কোন্দল! সাংসদ ইউসুফ পাঠানের বিরুদ্ধে তোপ দাগলেন বিধায়ক হুমায়ুন কবির। এদিকে চেতলায় খুন, আসানসোলে গ্রেফতার তৃণমূল নেতার ছেলে তহসিন আহমেদ। পশ্চিমবঙ্গের আজকের সমস্ত বড় খবর এক নজরে।

West Bengal News Updates 26 October: তৃণমূলের অন্দরে ফের গোষ্ঠী কোন্দল! সাংসদ ইউসুফ পাঠানের বিরুদ্ধে তোপ দাগলেন বিধায়ক হুমায়ুন কবির। এদিকে চেতলায় খুন, আসানসোলে গ্রেফতার তৃণমূল নেতার ছেলে তহসিন আহমেদ। পশ্চিমবঙ্গের আজকের সমস্ত বড় খবর এক নজরে।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
cats

Todays News in Bengal গুরুত্বপূর্ণ খবরের টাটকা আপডেট জানুন।

Kolkata News Updates: দোরগোড়ায় জগদ্ধাত্রী পুজো। সাজছে আলোর শহর চন্দননগর। দীর্ঘ ৫ দিন ধরে চলবে উৎসব। প্রায় আড়াইশো ছোটবড়ো বারোয়ারি তৈরি তাঁদের অভিনব মণ্ডপ এবং আলোকসজ্জা নিয়ে। যা চাক্ষুস উপলব্ধ করতে হাজির হবেন লক্ষ্যধিক দর্শণার্থী। তবে কেউ, "রথ দেখে কেউ কলা বেচে।" শহরে নিজেদের পশরা নিয়ে উপস্থিত প্রায় আড়াইশো জন। এরা সবাই মুর্শিদাবাদ জেলার বেলডাঙা থেকে এসেছে। আজ থেকে ২ নভেম্বর অবধি তাঁদের অস্থায়ী ঠিকানা হয়েছে গঙ্গার ধারে চন্দননগর থানার উল্টোদিকে চন্দননগর স্ট্রান্ড রোডে। এদের থাকা, খাওয়া শোয়া সবই জনপথে। শৌচালয় ব্যবহার করার জন্য pay and use toilet তো আছেই। সুরজিৎ দাস, ভোলা দাস, কার্তিক হালদাররা জানান, আমরা মূলত শিশুদের খেলনা, মুখোশ সহ নানা মনোরঞ্জনের জিনিস বিক্রি করে থাকি। প্রায় আড়াইশো জন ফেরিওয়ালা বেলডাঙা থেকে এখানে এসেছি। ২০ টাকা থেকে ১৫০ টাকা র মধ্যে আমাদের সব খেলনা গুলি আছে। এবারে এখানে দশমী দুদিন। আজ পঞ্চমী। তাই অনেকদিন থাকতে হবে। তৈরি হয়েই এসেছি।আশাকরি এখান থেকে ভালোই রোজগার পাতি হবে। আমাদের খেলনা কিনলে শিশুদের মনে হাসি ফুটবে। আর বিক্রি হলে আমাদের পরিবারের মুখে হাসি ফুটবে। পরিবারের হাসিমুখ দেখার জন্যই এতটা পথ অতিক্রম করে আমরা কয়েকটা দিন মুখ গুঁজে এখানে পড়ে থাকি। আশা রাখি মা আমাদের ঠিক দেখবেন।।

Advertisment

রাজপুর সোনারপুরে আবাসনে ধুন্ধুমার কাণ্ড। আবাসনের ভিতর ঢুকে শুল্ক আধিকারিককে বেধড়ক মার। বাদ যায়নি তাঁর স্ত্রীও। তাকেও ধাক্কা দেওয়া হয়। এমনকী বাচ্চাকেও মারধর করা হয়েছে অভিযোগ। এদিকে এই ঘটনার পরই কেন্দ্রীয় আধিকারিকের আবাসনে গিয়ে দেখা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি গোটা ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন। শুভেন্দু বলেন, 'পশ্চিমবঙ্গ কারোর জন্যই আজ সুরক্ষিত নয়। ওনাকে খুনের চেষ্টা করা হয়েছে। লঘু ধারায় মামলা দেওয়া হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে'। শুল্ক আধিকারিককে কল্যাণী  AIIMS-এ চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। জানা গিয়েছে বাড়ি ফেরার সময় অটোর সঙ্গে তার বাইকের ধাক্কা লাগে।  সেই থেকেই বচসার সূত্রপাত। এরপর প্রদীপ কুমার ওই আধিকারিকের আবাসনে জোর করে প্রবেশ করেন ৫০-৬০ জন অটোচালক। অভিযোগ ফ্ল্যাটের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে তার মাথা ফাটিয়ে দেওয়া হয়। অভিযোগ পুলিশের কাছে বারে বারে অভিযোগ জানানো হলেও পুলিশ সময় মত আসেনি। এই ঘটনায় এখনও পর্যন্ত আটক করা হয়েছে এক জনকে। বাকি অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে। 

আরও পড়ুন- একবার বিনিয়োগেই নিশ্চিত মাসিক আয়! পোস্ট অফিসের এই স্কিমে মিলবে প্রতি মাসে ৯,০০০ টাকা উপার্জনের সুযোগ

Advertisment

আজ রবিবার ভয়াবহ কম্পনে কেঁপে উঠল ভারত সহ চারটি দেশ। এদিন  ভারত ও মায়ানমার সহ চারটি দেশে কম্পন অনুভূত হয়েছে। এর ফলে ছড়িয়ে পড়েছে চরম আতঙ্ক। রিখটার স্কেলে ভারতে কম্পনের মাত্রা ছিল ৩। জাতীয় ভূকম্পন কেন্দ্র (এনসিএস) জানিয়েছে, রবিবার সকালে ভারতের কর্ণাটক এবং লাদাখে একটি মৃদু ভূমিকম্প আঘাত হেনেছে। কর্ণাটকে ভোর ৩:৪৭ মিনিটে কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.১। একই সময়ে, সকাল ৭:৩০ মিনিটে লাদাখেও কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৬। তবে, এর ফলে কোনও প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন- ছট পুজোর আগেই খুশির খবর, সোনার দাম কমল ৫,২৪০ টাকা! রূপোর দামেও রেকর্ড পতন

আজ আবারও ভূমিকম্পের তীব্র কম্পনের ফলে পৃথিবী কেঁপে উঠল। ২৬শে অক্টোবর, জাপান, মায়ানমার এবং ভারতেও। ভূমিকম্পের ফলে কোনও প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর না থাকলেও, মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অন্যদিকে, জাপানে ভূমিকম্পের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৫.৯। এই তীব্রতার ভূমিকম্পটি উত্তর জাপানের পূর্ব হোক্কাইদো অঞ্চলে কেঁপে ওঠে। কম্পনের  ফলে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা ঘর থেকে বেরিয়ে আসেন, তবে  সুনামির কোনও সতর্কতা জারি করা হয়নি। ভোর ৪:৪২ মিনিটে মায়ানমারে একটি ভূমিকম্প আঘাত হানে, রিখটার স্কেলে এর তীব্রতা ৩ রেকর্ড করা হয়েছে এবং এর কেন্দ্রস্থল ছিল ১০ কিলোমিটার গভীরে। জাতীয় ভূকম্পন কেন্দ্র (এনসিএস) জানিয়েছে, রবিবার সকালে কর্ণাটক এবং লাদাখে ভূমিকম্প আঘাত হানে। কর্ণাটকে ভোর ৩:৪৭ মিনিটে কম্পন অনুভূত হয়, যার রিখটার স্কেলে মাত্রা ছিল ৩.১। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠের ৫ কিলোমিটার গভীরে। এদিকে, লাদাখে সকাল ৭:৩০ মিনিটে কম্পন অনুভূত হয়, যার রিখটার স্কেলে মাত্রা ছিল ৩.৬। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। 

আরও পড়ুন- ফের বিস্ফোরক দাবি ট্রাম্পের, রাশিয়ার সঙ্গে ভারতের বন্ধুত্ব নষ্টের চেষ্টা?

তৃণমূলের অন্দরে ফের শুরু রাজনৈতিক তরজা। এবার প্রাক্তন ক্রিকেটার তথা তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানের বিরুদ্ধে সরাসরি আক্রমণ শানালেন তাঁরই দলের বিধায়ক হুমায়ুন কবির। অভিযোগ, ভরতপুর বা রেজিনগরের উন্নয়নে ইউসুফ কোনও ভূমিকা রাখছেন না এবং এমপিএলএডিএস তহবিলের অর্থ যথাযথভাবে ব্যবহার করছেন না। সাংসদের বিরুদ্ধে এমনই অভিযোগ এনেছেন দলেরই দাপুটে বিধায়ক। হুমায়ুন বলেন, “বহরমপুরের সাংসদ লালগোলার বিজয়া সম্মেলনী যেতে পারেন, কিন্তু  নদী ভাঙন দেখতে আসার প্রয়োজন মনে করেন না। সাধারণ মানুষ তাকে এমপি বানিয়েছে, কিন্তু দায়িত্ব পালনে তিনি ব্যর্থ। এটা কোনও ক্রিকেটের ময়দান নয়। এখানে ১৮ লক্ষ মানুষের প্রতিনিধি হিসেবে দায়িত্বের সঙ্গে কাজ করতে হবে"। হুমায়ুন কবির আরও বলেন, "আমার কাছে তথ্য আছে, এবং আমি সঠিক সময়ে তা আপনাদের সামনে আনব। এরপরই অনুব্রতর প্রসঙ্গ টেনে হুমায়ুন বলেন, "জীবনকৃষ্ণ একবার গ্রেপ্তার হয়েছিলেন, তাতে কী? অনুব্রতও ২ বছর  তিহার জেলে কাটিয়েছেন। তিনি জেলা সভাপতি নন, কিন্তু বীরভূম জেলার সর্বোচ্চ পদে এখনও অধিষ্ঠিত। কয়েকদিন আগে তিনি বলেছিলেন যে কংগ্রেস, সিপিএম এবং বিজেপি তৃণমূলের শত্রু নয়; তৃণমূল তৃণমূলের শত্রু।" এটাই প্রথম নয়, এর আগেও ইউসুফ পাঠানের বিরুদ্ধে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছিলেন। সামনে বিধানসভা নির্বাচন তার আগে তৃণমূলের গোষ্ঠী কোন্দল যেন ভয়ঙ্কর আকার ধারণ করেছে। 

আরও পড়ুন- সামনেই বঙ্গে SIR, কত নাম বাদ পড়বে? বিরাট হুঙ্কারে রাজ্য-রাজনীতিতে তোলপাড় ফেললেন শুভেন্দু

এদিকে, শনিবার রাতে মেয়র ফিরহাদ হাকিমের নিজের ওয়ার্ড চেতলায় প্রকাশ্য রাস্তায় খুন হন এক ব্যক্তি। রাত সাড়ে ১১টার সময় বাসস্ট্যান্ডের সামনে অশোক পাসওয়ান নামে ওই ব্যক্তির গলায় রড ঢুকিয়ে খুন করা হয় বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দারা আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে চেতলা থানার পুলিশ। স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় প্রায়ই মদের আসর বসে ও অসামাজিক কাজকর্ম চলে। একাধিকবার অভিযোগ জানানো হলেও পুলিশ নিষ্ক্রিয় থেকেছে।

আরও পড়ুন-দেবী সতীর মুকুট পড়েছিল, পবিত্র সতীপীঠের অজানা ইতিহাস!

অন্যদিকে, শনিবারই বড়সড় আর্থিক প্রতারণার মামলায় গ্রেফতার হয়েছে আসানসোলের তৃণমূল সংখ্যালঘু সেলের নেতা শাকিল আহমেদের ছেলে তহসিন আহমেদ। ৩০০ কোটিরও বেশি টাকার চিটফান্ড কেলেঙ্কারির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। আসানসোল উত্তর থানার পুলিশ তাঁকে ঝাড়খণ্ডে পালানোর সময় গ্রেফতার করে। তাঁর কাছ থেকে প্রায় ৪০ লক্ষ টাকার সোনা উদ্ধার হয়েছে। তহসিনের বিরুদ্ধে প্রায় তিন হাজার বিনিয়োগকারী টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। এই ঘটনায় সরব হয়েছেন বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। এক্স হ্যান্ডেলে তহসিনের ক্ষমা চাওয়ার ভিডিও পোস্ট করে তিনি কেন্দ্রীয় সংস্থার তদন্তের দাবি জানান। 

আরও পড়ুন- দানবিক শক্তিতে ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়, বাংলাতে তোলপাড় ফেলা প্রভাব, কবে, কোথায় ল্যান্ডফল?

  • Oct 26, 2025 12:39 IST

    Kolkata News Live Updates: কলকাতায় রক্তাক্ত শুল্ক আধিকারিক

    রাজপুর সোনারপুরে আবাসনে ধুন্ধুমার  কাণ্ড। আবাসনের ভিতর ঢুকে শুল্ক আধিকারিককে মার। বাদ যায়নি স্ত্রীও। তাকেও ধাক্কা দেওয়া হয়। জানা গিয়েছে বাড়ি ফেরার সময় অটোর সঙ্গে তার বাইকের ধাক্কা লাগে সেই থেকেই বচসার সূত্রপাত। এরপর প্রদীপ কুমার ওই আধিকারিকের আবাসনে জোর করে প্রবেশ করেন ৫০-৬০ জন অটোচালক। অভিযোগ ফ্ল্যাটের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে তার মাথা ফাটিয়ে দেওয়া হয়। অভিযোগ পুলিশের কাছে বারে বারে অভিযোগ জানানো হলেও পুলিশ সময় মত আসেনি। 



  • Oct 26, 2025 12:05 IST

    Kolkata News Live Updates: ডেঙ্গুতে মৃত্যু কলকাতায়

    রাজপুর সোনারপুর পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের ক্ষুদিরাম কলোনিতে ডেঙ্গিতে মৃত্যু হল একই পরিবারের দুই সদস্যের। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আতঙ্কে অনেকেই এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিচ্ছেন। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, নিয়মিত ড্রেন পরিষ্কার না হওয়া ও পুরসভার গাফিলতির ফলেই এই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। শনিবার রেনিয়া ক্ষুদিরাম সরণীর বাসিন্দা বন্দনা সরদার (৪৩) ডেঙ্গিতে আক্রান্ত হয়ে এমআর বাঙ্গুর হাসপাতালে মারা যান। এর আগে চলতি মাসের ৬ তারিখে একই পরিবারের সদস্য বিপ্লব সরদার (৪৫) মৃত্যুবরণ করেন একই কারণে। পরপর দুই মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা রবিবার এলাকায় কাউন্সিলর দেবব্রত মণ্ডল এলে তাকে ঘিরে বিক্ষোভ দেখান। তবে অভিযোগ অস্বীকার করেছেন কাউন্সিলর। তাঁর দাবি, “পুরসভার ড্রেনে কোথাও জল জমে নেই। ঘিঞ্জি এলাকায় মাটির বেড় দেওয়া সেপটিক ট্যাঙ্কের জল উপচে পড়ায় সমস্যার সৃষ্টি হচ্ছে। মানুষের অসচেতনতার জন্যই এমনটা ঘটছে।” যদিও বাসিন্দাদের দাবি, পুর পরিষেবার খামতির জেরেই দাপিয়ে বেড়াচ্ছে ডেঙ্গি মশা। এখন গোটা এলাকায় নেমেছে আতঙ্কের ছায়া



  • Oct 26, 2025 12:04 IST

    West Bengal Live Live Updates: তারস্বরে ডিজে বাজিয়ে কোমর দুলিয়ে থানায় নাচ আইসি-র

    একদিকে যখন বাজি বিতর্কের জেরে বদলি হতে হল কোচবিহারের এসপি দ্যুতিমান ভট্টাচার্যকে। ঠিক তখনই থানা চত্ত্বরে তারস্বরে ডিজে বাজিয়ে কোমর দোলালেন বোলপুর থানার আইসি লিটন হালদার। কালীপুজোয় থানা চত্ত্বরেই উদ্দাম নাচ আইসি লিটন হালদারের। এর জেরেই শো কজ করা হয়েছে আইসিকে। শুরু হয়েছে বিভাগীয় তদন্ত। অনুব্রত কাণ্ডে নাম জড়িয়েছিল বোলপুরের আইসি লিটন হালদারের। সেই বিতর্ক থামতেই শুরু নয়া বিতর্ক।



  • Oct 26, 2025 12:03 IST

    Kolkata Breaking News Live Updates: ভারত সহ চারদেশে ভূমিকম্প

     তীব্র কম্পন কর্ণাটক থেকে লাদাখে, কেঁপে উঠল জাপান-মায়ানমারও সহ চারটি দেশে কম্পন অনুভূত হয়েছে। এর ফলে ছড়িয়ে পড়েছে চরম আতঙ্ক। রিখটার স্কেলে ভারতে কম্পনের মাত্রা ছিল ৩। জাতীয় ভূকম্পন কেন্দ্র (এনসিএস) জানিয়েছে, রবিবার সকালে ভারতের কর্ণাটক এবং লাদাখে একটি মৃদু ভূমিকম্প আঘাত হেনেছে। কর্ণাটকে ভোর ৩:৪৭ মিনিটে কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.১। একই সময়ে, সকাল ৭:৩০ মিনিটে লাদাখেও কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৬। তবে, এর ফলে কোনও প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।



  • Oct 26, 2025 09:05 IST

    Kolkata Breaking News Live Updates: কবে থেকে শুরু SIR?

    বিহারের পর এবার নজরে বাংলা। নভেম্বরের প্রথমেই শুরু হতে চলেছে ভোটার তালিকার নিবিড় সংশোধনের কাজ (SIR)। এমনই খবর কমিশন সূত্রে। নির্বাচন কমিশনের তরফে ইঙ্গিত মিলেছে, নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই বাংলায় চালু হতে চলেছে SIR প্রক্রিয়া.কমিশনের তরফে রাজ্যের সব জেলা নির্বাচন আধিকারিকদের (DEO) সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে, কারণ যে কোনও সময়ে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে।



  • Oct 26, 2025 09:04 IST

    Kolkata Breaking News Live Updates: রাজ্যে এসব হচ্ছে টা কী? রেগে আগুন মুখ্যমন্ত্রী, বিরাট নির্দেশ মমতার

    একের পর এক সরকারি হাসপাতালে যৌন  নিগ্রহের ঘটনা নিয়ে এবার ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার নবান্নের বৈঠকে সরকারি হাসপাতালে নারী নিগ্রহের একাধিক ঘটনা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী। সরকারি হাসপাতালে নজরদারি থেকে এজেন্সির ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তোলেন। সবাইকে সচিত্র পরিচয়পত্র গলায় ঝুলিয়ে কর্তব্য পালনের নির্দেশ মুখ্যমন্ত্রীর। পুরুষদের শৌচাগারে কীভাবে নিয়ে যাওয়া হল নাবালিকাকে,  প্রশ্ন মুখ্যমন্ত্রীর। নিরাপত্তাকর্মী নিয়োগের আগে আরও কড়া নজরদারির গুরুত্বের কথাও তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। বেসরকারি নিরাপত্তাকর্মী নিয়োগের আগে পুলিশ ভেরিফিকেশনের ওপরেও জোর দিয়েছেন মমতা। আজকের বৈঠকে সিসিটিভি নজরদারি নিয়েও ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, কোন হাসপাতালে কত সিসিটিভি রয়েছে? কটি অকেজো হয়ে পড়ে রয়েছে? সেগুলি ঠিক করতে কত খরচ? তার খসড় প্রস্তাব রাজ্যকে জানানোরও নির্দেশ দেওয়া হয়েছে।



West Bengal bjp tmc