রেলের বড় সিদ্ধান্ত, আগামী সোমবার থেকেই এই ট্রেনগুলি আর দাঁড়াবে না বিধাননগর রোড স্টেশনে

আগামী সোমবার থেকেই রেলের স্টপেজে বড়সড় রদবদল। ২৭ অক্টোবর থেকে বিধানগর রোড স্টেশনে আর দাঁড়াবে না দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন।

আগামী সোমবার থেকেই রেলের স্টপেজে বড়সড় রদবদল। ২৭ অক্টোবর থেকে বিধানগর রোড স্টেশনে আর দাঁড়াবে না দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন।

author-image
IE Bangla Web Desk
New Update
bidhannagar-road-express-trains-stop-withdrawal

রেলের বড় সিদ্ধান্ত

আগামী সোমবার থেকেই রেলের স্টপেজে বড়সড় রদবদল। ২৭ অক্টোবর থেকে বিধানগর রোড স্টেশনে আর দাঁড়াবে না দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন। পূর্ব রেলের তরফে মূলত কলকাতা ও উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাকে সংযুক্ত করা চার জোড়া মেল ও এক্সপ্রেস ট্রেনের ক্ষেত্রে বিধাননগর রোড স্টেশনে স্টপেজ প্রত্যাহার করা হচ্ছে। 

Advertisment

আরও পড়ুন- তীব্র কম্পন কর্ণাটক থেকে লাদাখে, কেঁপে উঠল জাপান-মায়ানমারও

এমনিতেই যাত্রীদের চাপ বিধানগর রোড স্টেশনে অন্যান্য যে কোন স্টেশনের তুলনায় কিছুটা বেশি থাকে। পূর্ব রেলের শিয়ালদহ-রানাঘাট লাইনের এটি একটি গুরুত্বপূর্ণ জংশন। প্রতিদিন এই স্টেশনে  প্রায় ৩২৫টি ট্রেন চলাচল করে। তবে রেলের দাবি ব্যস্ত স্টেশন হওয়া সত্ত্বেও দূরপাল্লার এক্সপ্রেস ট্রেনগুলিতে এই স্টেশনে যাত্রীর সংখ্যা অত্যন্ত নগণ্য।

আরও পড়ুন- সপ্তাহের প্রথম দিনেই মেট্রো পরিষেবায় কাটছাঁট, সময় সূচীতেও বিরাট রদবদল, কেন এমন সিদ্ধান্ত?

Advertisment

বিধানগর রোড স্টেশনে আর থামবে না নিম্নলিখিত আটটি ট্রেন—

 শিয়ালদহ-মালদহ টাউন গৌর এক্সপ্রেস (১৩১৫৩), মালদহ টাউন-শিয়ালদহ গৌর এক্সপ্রেস (১৩১৫৪), শিয়ালদহ-বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস (১৩১৪৭), বামনহাট-শিয়ালদহ উত্তরবঙ্গ এক্সপ্রেস (১৩১৪৮), শিয়ালদহ-আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস (১৩১৪৯), আলিপুরদুয়ার-শিয়ালদহ কাঞ্চনকন্যা এক্সপ্রেস (১৩১৫০), শিয়ালদহ-জয়নগর গঙ্গাসাগর এক্সপ্রেস (১৩১৮৫) এবং জয়নগর-শিয়ালদহ গঙ্গাসাগর এক্সপ্রেস (১৩১৮৬)।এই পরিবর্তনের ফলে বিধানগর, উল্টোডাঙা, সল্টলেক ও আশপাশের এলাকার যাত্রীদের জন্য কিছু অসুবিধা তৈরি হবে। 

আরও পড়ুন-ফের বিস্ফোরক দাবি ট্রাম্পের, রাশিয়ার সঙ্গে ভারতের বন্ধুত্ব নষ্টের চেষ্টা?

কেন প্রত্যাহার করা হল এই স্টপেজ?

পূর্ব রেলের এক কর্মকর্তা বলেন, “বিধাননগর রোডে এই ট্রেনগুলোতে যাত্রীসংখ্যা কম হওয়ায় স্টপেজ বাতিল করা হয়েছে। এটি ট্রেনের সময়নিষ্ঠতা বজায় রাখা এবং যাত্রার সময় কমানোর লক্ষ্যে নেওয়া এক বড় সিদ্ধান্ত।” রেল কর্তৃপক্ষ সার্বিক অপারেশনাল দক্ষতা বিশ্লেষণ করে এই সিদ্ধান্ত নিয়েছে। পূর্ব রেল নিশ্চিত করেছে, অন্যান্য স্টেশনগুলোর সময়সূচি ও স্টপেজ অপরিবর্তিত থাকবে। শিয়ালদহ, নৈহাটি, ব্যান্ডেল, বর্ধমান, রামপুরহাট ও বোলপুর শান্তিনিকেতন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে যাত্রীদের উপর এর কোনো প্রভাব পড়বে না। যাত্রীদের নির্দেশ দেওয়া হয়েছে, যাত্রা পরিকল্পনার আগে পূর্ব রেলের অফিসিয়াল ওয়েবসাইট, IRCTC প্ল্যাটফর্ম বা NTES অ্যাপের মাধ্যমে সময়সূচি যাচাই করা। এছাড়াও 139 হেল্পলাইন ব্যবহার করে বা টিকিট কাউন্টারে বিকল্প ট্রেনের তথ্য সংগ্রহ করা সম্ভব।

আরও পড়ুন- রাজ্যে এসব হচ্ছে টা কী? রেগে আগুন মুখ্যমন্ত্রী, বিরাট নির্দেশ মমতার

Bidhannagar Road Bidhannagar