Train-Metro Service Disruption:'মেঘভাঙা বৃষ্টি'তে দিকে-দিকে জল, হাওড়া-শিয়ালদহে অনিয়মিত ট্রেন, ব্যাহত মেট্রো পরিষেবা, দুর্বিষহ যন্ত্রণায় যাত্রীরা

Waterlogging-Flooded Streets: সোমবার রাত থেকে একনাগাড়ে বৃষ্টিতে কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে দিকে দিকে জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছে।

Waterlogging-Flooded Streets: সোমবার রাত থেকে একনাগাড়ে বৃষ্টিতে কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে দিকে দিকে জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছে।

author-image
Mina Mondal
New Update
Cloudburst Rainfall,  Waterlogging,  Flooded Streets  ,Howrah Train Delays  ,Sealdah Train Disruption,  Metro Service Halted  ,Traffic Jam  ,Commuter Hardship,  City Under Water  ,Transport Collapse,  Heavy Downpour,  Passenger Suffering,মেঘভাঙা বৃষ্টি , জলাবদ্ধতা  ,তলিয়ে যাওয়া রাস্তা,  হাওড়া ট্রেন বিলম্ব  ,শিয়ালদহ ট্রেন অনিয়মিত,  মেট্রো পরিষেবা ব্যাহত,  যানজট  ,নিত্যযাত্রীর দুর্ভোগ,  শহর জুড়ে জল  ,পরিবহন ব্যবস্থা ভেঙে পড়া  ,প্রবল বর্ষণ , দুর্বিষহ যন্ত্রণা

Sealdah Train Disruption: টানা বৃ্ষ্টিতে ব্যাহত রেল পরিষেবা। বারুইপুর স্টেশনে দাঁড়িয়ে আছে একটি ট্রেন।

Cloudburst Rainfall: পুজোর মুখে রেকর্ড বৃষ্টি দক্ষিণবঙ্গ জুড়ে। কলকাতা এবং শহরতলী জুড়ে দিকে দিকে জলমগ্ন পরিস্থিতি। সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর অবধি নাগাড়ে বৃষ্টিতে জলের তলায় রেললাইন। হাওড়া-শিয়ালদহে ব্যাহত রেল পরিষেবা। বৃষ্টিতে রেললাইনে জল জমে শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

Advertisment

এরই পাশাপাশি হাওড়া ডিভিশনেও রেল চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। ট্র্যাকে জল জমে ব্যাহত কলকাতা মেট্রো পরিষেবাও। সব মিলিয়ে নাগাড়ে বৃষ্টির জেরে কাজের দিনে পথে বেড়িয়ে চূড়ান্ত নাকাল যাত্রীরা।

পুজোর মুখে শেষ এমন দুর্যোগ বাংলা কবে দেখেছে তা স্পষ্ট করে মনে করতে পারছেন না কেউই। রেকর্ড বৃষ্টি কলকাতা সহ জেলায় জেলায়। দিকে দিকে জল। একটানা বৃষ্টিতে জল ঢুকে যায় হাওড়া ইয়ার্ড, শিয়ালদহ দক্ষিণ ইয়ার্ড, চিৎপুর উত্তর কেবিন সহ রেলের একাধিক কারশেডে। চূড়ান্ত নাকাল পরিস্থিতি তৈরি হয় দিকে দিকে। জোরদার তৎপরতার সঙ্গে জল বের করার চেষ্টা শুরু করে দেন রেলের কর্মীরা।

Advertisment

আরও পড়ুন- Mamata Banerjee: 'নবান্নে কন্ট্রোল রুম খুলেছি, আমি দেখছি', বৃষ্টি-বিপর্যয়ে পুজো উদ্বোধন বাতিল মমতার

টানা বৃষ্টির জেরে, শিয়ালদহ দক্ষিণ শাখার রেল পরিষেবা ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। মঙ্গলবার সকালের দিকে শিয়ালদহ দক্ষিণ শাখার আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। বারুইপুর স্টেশন থেকে সকাল ৫টা ৮ মিনিটে একটি আপ শিয়ালদহ লক্ষীকান্তপুর লোকাল ট্রেন যায়।

কিন্তু সেই ট্রেনটি যাওয়ার পর থেকে আপ ও ডাউন লাইনে পুরোপুরি ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। যার জেরে শিয়ালদহ দক্ষিণ শাখার নামখানা, লক্ষ্মীকান্তপুর, ডায়মন্ডহারবার, ক্যানিং, বজবজ লাইনের অসংখ্য রেল যাত্রী চরম বিপাকে পড়েন।

আরও পড়ুন-Electrocution deaths: নিম্নচাপের বৃষ্টিতে জলমগ্ন কলকাতা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কমপক্ষে মৃত ৭, স্বজনহারা পরিবারের পাশে রাজ্য

টানা বৃষ্টির জেরে ট্রেন চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়েছে শিয়ালদহ মেইন লাইনেও। বনগাঁ-হাসনাবাদ লাইনেও দিকে দিকে রেল ট্র্যাকে জল জমে গিয়ে ব্যাহত ট্রেন চলাচল। অনিয়মিত রয়েছে রেল পরিষেবা। এদিকে বৃষ্টির জেরে রেল ট্র্যাকে জল উঠে বেশ কিছু দূরপাল্লার ট্রেনও বাতিল হয়েছে বলে জানা গিয়েছে। বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে।

Bengali News Today train service disruption Waterlogged street Heavy Rainfall