/indian-express-bangla/media/media_files/2024/12/20/SzuFLYA7GEV5JWcGfo1X.jpg)
প্রতীকী ছবি।
online scam:কলকাতার মিন্টো পার্ক এলাকা থেকে কলকাতা পুলিশ একটি ডেটিং অ্যাপ চক্রের পর্দা ফাঁস করেছে। এই ঘটনায় পুলিশ মোট ১৭ জনকে গ্রেপ্তার করেছে, যার মধ্যে ১৬ জন মহিলা এবং ১ জন পুরুষ রয়েছে। চক্রটি দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন মানুষকে ফাঁদে ফেলত এবং বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিত।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, এই চক্রের সদস্যরা মূলত একটি পরিচিত ডেটিং অ্যাপ ব্যবহার করত। তারা পরিচয়ের সূত্র ধরে টার্গেটদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলত এবং সঙ্গ দেওয়ার প্রলোভন দেখাত। এরপরই তারা ব্যক্তিগত ও আর্থিক তথ্যের মাধ্যমে বিভিন্ন মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিত। শিকারদের মধ্যে বেশিরভাগই শহরের মধ্যবিত্ত ও উচ্চমধ্যবিত্ত স্তরের নাগরিক ছিলেন।
তল্লাশি অভিযানের সময় পুলিশ একাধিক ইলেকট্রনিক গ্যাজেট, ল্যাপটপ, মোবাইল ফোন, স্ক্রিপ্ট, ব্যাঙ্ক সংক্রান্ত নথি, রেজিস্টার ও অন্যান্য প্রমাণ বাজেয়াপ্ত করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, এসব নথি ও গ্যাজেট চক্রের কৌশল, গ্রাহকদের তথ্য সংগ্রহ এবং টাকা হাতিয়ে নেওয়ার প্রক্রিয়া প্রমাণ করে। এছাড়া, ধৃতদের কাছ থেকে নগদ বেশ কিছু টাকাও উদ্ধার করা হয়েছে, যা চক্রের প্রতারণার মূল হাতিয়ার ছিল।
এই অভিযান কলকাতা পুলিশের সাইবার ও ক্রাইম শাখা যৌথভাবে পরিচালনা করেছে। পুলিশ আরও জানিয়েছে, অভিযানের মাধ্যমে চক্রের মূল মাথাদের শনাক্ত করার কাজ চলছে। এই চক্র শহরের নানা প্রান্তে তাদের প্রতারণামূলক কার্যক্রম চালিয়ে আসছিল, এবং তাদের অনেক গ্রাহক ছিলেন যারা এ পর্যন্ত ঘটনা সম্পর্কে জানতেন না। পুলিশের ক্র্যাকডাউন এবং প্রমাণ সংগ্রহের মাধ্যমে এই চক্রকে রুখে দেওয়া সম্ভব হয়েছে।
অভিযোগ অনুযায়ী, ধৃতরা কেবলমাত্র নগদ টাকা নয়, গ্রাহকদের ব্যাংক তথ্য এবং ব্যক্তিগত তথ্যও হাতিয়ে নিত, যা ভবিষ্যতে আরও বড় ধরনের প্রতারণার জন্য ব্যবহার করা হতে পারত। খাস কলকাতা শহরের অভিজাত এলাকা মিন্টো পার্ক থেকে এই ধরনের চক্রের হদিশ মেলায় রীতিমতো আতঙ্ক তৈরি হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযান এখনও চলছে। ধৃতদের দফায় দফায় জেরা করে এই চক্রে যুক্ত বাকিদের খোঁজ চালানো হচ্ছে।