/indian-express-bangla/media/media_files/2025/09/16/suvendu-2025-09-16-15-34-34.jpg)
News in Bengal : গুরুত্বপূর্ণ খবরের আপডেট জানুন।
Kolkata News Updates 15 October,2025:নাগরাকাটা কান্ডে রাজ্য সরকারের উপর চাপ বাড়াতে আসরে রাজ্য বিজেপি। ২৬-এর ভোটে বদলের পাশাপাশি বদলার হুঙ্কার শুভেন্দু অধিকারীর। বুধবার কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল। উত্তর মালদার সাংসদ খগেন মুর্মুর উপর আক্রমণের ঘটনায় শাসক দলের বিরুদ্ধে গর্জে উঠলেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। এদিনের মিছিলে হাজির ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি নেতা রাহুল সিনহা, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, লকেট চট্টোপাধ্যায় সহ শীর্ষ বিজেপি নেতৃত্ব। মিছিল শেষে শুভেন্দুর হুঙ্কার, “গত বেশ কয়েকমাস ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক আক্রমণের শিকার হচ্ছেন বিজেপির নেতানেত্রীরা। এই সরকার আদিবাসী বিরোধী। মিছিল শেষ মানে আন্দোলন শেষ নয়। আজ আন্দোলনের শুরু। বদলা চাইলে বদল করতে হবে। ছাব্বিশে বদল হলে সুদে আসলে আমরা বদলা নেব।”
দুর্গাপুরে মেডিক্যাল কলেজের ছাত্রীকে ধর্ষণের ঘটনায় গতকাল সন্ধেয় তার সহপাঠীকেও পুলিশ গ্রেফতার করেছে। ধৃত ওয়াসেফ আলি নামে ওই যুবককে বুধবার আদালতে তোলা হয়। বিচারক তাঁর ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। গতকাল নির্যাতিতা MBBS ছাত্রীর সহপাঠীকে গ্রেফতার করা হয়। দুর্গাপুরের IQ সিটি মেডিকেল কলেজের MBBS-এর তৃতীয় বর্ষের পড়ুয়া ওয়াসেফ। ঘটনার দিন রাতে সহপাঠীর সঙ্গে বেরিয়েছিলেন নির্যাতিতা। প্রথম থেকেই সন্দেহের তালিকায় ছিলেন সহপাঠী। সহপাঠীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে নির্যাতিতার বাবারও।
আরও পড়ুন- Godown blaze: বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই পরপর গোডাউন, কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি
অন্যদিকে, উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভয়াবহ দুর্যোগের পর ত্রাণ বণ্টনের কাজ খতিয়ে দেখতে গিয়েছেন তিনি। আজ দার্জিলিংয়ে প্রশাসনিক বৈঠকে যোগ দেন মুখ্যমন্ত্রী। গুরুত্বপূর্ণ এই বৈঠকে দুর্যোগ বিধ্বস্ত এলাকাগুলিতে ত্রাণ বন্টন থেকে শুরু করে ক্ষয়ক্ষতির হিসাব পর্যালোচনা করেন তিনি। সেই সঙ্গে উত্তরবঙ্গের বিপর্যয় নিয়ে আরও একবার পড়শি দেশ ভুটানের সমালোচনায় সরব হন তিনি।
আরও পড়ুন- Kolkata Metro:হঠাৎ বন্ধ মেট্রো পরিষেবা, কাজের দিনে যাত্রীদের ভোগান্তি চরমে
জল ছাড়া নিয়ে নিশানা করেছেন প্রতিবেশী দেশকে। এমনকী উত্তরবঙ্গের বিপর্যয়ের জন্য ভুটান সরকারের ক্ষতিপূরণ দেওয়া উচিত বলেও মন্তব্য শোনা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের মুখে। সেই সঙ্গে আরও একবার মাইথন,পাঞ্চেত, ফরাক্কা ড্যামগুলির ড্রেজিং নিয়ে কেন্দ্রকে আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী।
- Oct 15, 2025 14:00 IST
Kolkata News Live Updates:ফের মেট্রোয় বিভ্রাট!
ফের মেট্রোয় বিভ্রাট! কাজের দিনে ফের ভোগান্তির শিকার যাত্রীরা। বুধবার দুপুরে কলকাতা মেট্রোর ব্লু লাইনে আংশিকভাবে পরিষেবা ব্যাহত হয় ট্র্যাকে ফাটল ধরা পড়ায়। ঘটনাটি ঘটে এমজি রোড মেট্রো স্টেশনের কাছাকাছি।
বিস্তারিত পড়ুন- Kolkata Metro:হঠাৎ বন্ধ মেট্রো পরিষেবা, কাজের দিনে যাত্রীদের ভোগান্তি চরমে
- Oct 15, 2025 12:59 IST
Kolkata News Live Updates:হাসপাতালের ব্লাড ব্যাংকে শূন্য রক্তের ভান্ডার
মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্তের ভান্ডার শূন্য। চালু নেই রক্ত মজুত থাকার ডিসপ্লে বোর্ডও। এই পরিস্থিতিতে চরম সমস্যায় পড়েছেন রোগীদের পরিবারের লোকজন। ডোনার খুঁজতে চরম হয়রানির শিকার রোগীর পরিজনেরা।
বিস্তারিত পড়ুন- Blood Bank:স্বনামধন্য হাসপাতালের ব্লাড ব্যাংকে শূন্য রক্তের ভান্ডার, রোগীর পরিবার হন্যে হয়ে ডোনার খুঁজছে
- Oct 15, 2025 12:57 IST
Kolkata News Live Updates:বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই পরপর গোডাউন
মালদার সুজাপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ভস্মীভূত হয়ে গেল পরপর চারটি প্লাস্টিকের গোডাউন। ভয়াবহ এই বিপর্যয়ে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি। মঙ্গলবার গভীর রাতে মাবদার কালিয়াচক থানার সুজাপুর ডাঙ্গা এলাকায় অগ্নিকাণ্ডে পুড়ে যায় একাধিক প্লাস্টিকের গোডাউন।
বিস্তারিত পড়ুন- Godown blaze: বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই পরপর গোডাউন, কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি
- Oct 15, 2025 11:34 IST
Kolkata News Live Updates: মারাত্মক অভিযোগ ট্রাক মালিকদের
জোর করে ট্রাক মালিকদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে বীরভূমের মহম্মদবাজার থানার পুলিশের বিরুদ্ধে। পুলিশের টাকা নেওয়ার একটি ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়েছে ট্রাক মালিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। যদিও সেই ভিডিও-র সত্যতা যাচাই করেনি ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা। তবে অভিযোগ প্রমাণিত হলে অইভিযুক্ত পুলিশকর্মীদের উপযুক্ত পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন বীরভূম জেলা পুলিশ সুপার আমনদীপ।
বিস্তারিত পড়ুন- Police Harassment:কোর্টের রিলিজ অর্ডারেও টাকা দাবি পুলিশের, 'তোলাবাজি'র অভিযোগ ট্রাক মালিকদের, মুখ্যমন্ত্রীকে নালিশের ভাবনা
- Oct 15, 2025 11:06 IST
Kolkata News Live Updates: খাস কলকাতায় বিরাট প্রতারণার পর্দাফাঁস!
কলকাতার মিন্টো পার্ক এলাকা থেকে কলকাতা পুলিশ একটি ডেটিং অ্যাপ চক্রের পর্দা ফাঁস করেছে। এই ঘটনায় পুলিশ মোট ১৭ জনকে গ্রেপ্তার করেছে, যার মধ্যে ১৬ জন মহিলা এবং ১ জন পুরুষ রয়েছে। চক্রটি দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন মানুষকে ফাঁদে ফেলত এবং বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিত।
বিস্তারিত পড়ুন- Kolkata News: খাস কলকাতায় বিরাট প্রতারণার পর্দাফাঁস! সূত্রের খবরে অতর্কিতে হানা, কারা গ্রেফতার জানেন?
- Oct 15, 2025 09:41 IST
Kolkata News Live Updates: উত্তরবঙ্গে দুর্যোগে আর্থিক সহায়তা অভিষেকের
উত্তরবঙ্গে ভয়াবহ দুর্যোগের সীমাহীন ক্ষয়ক্ষতি হয়েছে। এবার ক্ষয়ক্ষতি মোকাবিলায় আর্থিক সাহায্য তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ১ লক্ষ টাকা আর্থিক অনুদান দিয়েছেন তৃণমূল সাংসদ। এক্স পোস্টে তিনি লিখেছেন, "অপ্রত্যাশিত বন্যা ও ভূমিধসের ফলে পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলীয় জেলাগুলির কিছু অংশ ধ্বংস হয়ে গেছে, যার ফলে প্রচুর দুর্ভোগ এবং জীবন, জীবিকা এবং সম্পত্তির মারাত্মক ক্ষতি হয়েছে। এই মর্মান্তিক ঘটনার প্রেক্ষিতে, রাজ্য সরকার সকলের কাছে পশ্চিমবঙ্গ রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (WBSDMA) তহবিলে তাৎক্ষণিক উদ্ধার, ত্রাণ এবং দীর্ঘমেয়াদী পুনর্বাসন প্রচেষ্টায় সহায়তা করার জন্য আবেদন জানিয়েছে। আমার রাজ্যের জনগণের সাথে সংহতি প্রকাশ করে, আমি WBSDMA তহবিলে ১,০০,০০০ অনুদান দিয়েছি।এই কঠিন সময়ে, প্রতিটি দয়ালু কাজ গুরুত্বপূর্ণ। আমি সকলকে এগিয়ে আসার এবং এই মানবসৃষ্ট ট্র্যাজেডিতে যারা এত কিছু হারিয়েছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য উদারভাবে অবদান রাখার জন্য আবেদন করছি।"
Unforeseen floods and landslides have devastated parts of the northern districts of West Bengal, bringing immense suffering and causing severe loss to lives, livelihoods and property.
— Abhishek Banerjee (@abhishekaitc) October 14, 2025
In light of this tragedy, the GoWB has appealed to everyone to contribute to the West Bengal… pic.twitter.com/Y1COjuB3nc - Oct 15, 2025 09:32 IST
Kolkata News Live Updates: ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু অন্তত ১৬ জনের
বাংলাদেশের রাজধানী ঢাকার মিরপুর এলাকায় মঙ্গলবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হল অন্তত ১৬ জনের। সাততলা একটি পোশাক তৈরির কারখানার তৃতীয় তলায় প্রাথমিক ভাবে আগুন লাগার ঘটনা ঘটে। এরপরই আগুন গোটা বিল্ডিংয়ে ছড়িয়ে পড়ে। আগুনের গ্রাসে পুড়ে ছাই হয়ে যায় ওই সাততলা বহুতল। পাশের কেমিক্যাল গুদাম পর্যন্ত ছড়িয়ে পড়ে আগুনের শিখা। আগুন লাগার কয়েক মিনিটের মধ্যেই গোটা ভবন পুড়ে ছাই হয়ে যায়। দমকলের ডিজি তাজুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, “দ্বিতীয় ও তৃতীয় তলা থেকে এখন পর্যন্ত ১৬টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।”
বিস্তারিত পড়ুন- Bangladesh Fire:পোশাক তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, পুড়ে ছাই সাততলা বহুতল, মৃত্যুমিছিলে হাহাকার, আর্তনাদ, হাসপাতালে স্তূপাকৃতি দেহ
- Oct 15, 2025 09:31 IST
Kolkata News Live Updates: জোরালো কম্পনে তুমুল আতঙ্ক
ফের ভূমিকম্প! উত্তরাখণ্ডের উত্তরকাশীতে জোরালো কম্পন। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৩.৬। মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ করেই কেঁপে উঠল উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলা। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, উত্তরকাশী ও হিমাচল প্রদেশের সীমান্তবর্তী অঞ্চলে, বিশেষ করে যমুনা উপত্যকা এলাকায় এই কম্পন অনুভূত হয়। সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ এই কম্পন অনুভূত হয়েছে।
বিস্তারিত পড়ুন- Uttarakhand Earthquake: ফের ভারতে ভূমিকম্প! জোরালো কম্পনে তুমুল আতঙ্ক, ঘরছাড়া মানুষজন
- Oct 15, 2025 09:29 IST
Kolkata News Live Updates: এবারের ঠান্ডা ভাঙবে আগের বহু রেকর্ড?
এবারের মতো রাজ্য থেকে বিদায় নিয়েছে বর্ষা। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিম-পশ্চিম মৌসুমী বায়ু সরে গিয়েছে। অর্থাৎ, বর্ষাকালের পর্দা নামল এবার। তার সঙ্গে সঙ্গে রাজ্যজুড়ে বইতে শুরু করেছে শীতের হালকা হাওয়া। সকাল ও সন্ধ্যায় বাতাসে মিলছে শীতের আভাস, অনেকেই ইতিমধ্যেই বেরিয়ে পড়ছেন হালকা চাদর বা ওড়না জড়িয়ে।
বিস্তারিত পড়ুন- West Bengal weather Update:বর্ষার বিদায়, দুয়ারে শীত! নামছে তাপমাত্রা, এবারের ঠান্ডা ভাঙবে আগের বহু রেকর্ড?