/indian-express-bangla/media/media_files/2025/01/29/Hti4XG6iohrJmdGLZPyL.jpg)
West Bengal Weather Forecast: একটু একটু করে নামছে তাপমাত্রা।
Kolkata weather today: এবারের মতো রাজ্য থেকে বিদায় নিয়েছে বর্ষা। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিম-পশ্চিম মৌসুমী বায়ু সরে গিয়েছে। অর্থাৎ, বর্ষাকালের পর্দা নামল এবার। তার সঙ্গে সঙ্গে রাজ্যজুড়ে বইতে শুরু করেছে শীতের হালকা হাওয়া। সকাল ও সন্ধ্যায় বাতাসে মিলছে শীতের আভাস, অনেকেই ইতিমধ্যেই বেরিয়ে পড়ছেন হালকা চাদর বা ওড়না জড়িয়ে।
আবহাওয়াবিদদের মতে, গত কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলার তাপমাত্রা ক্রমে নামতে শুরু করেছে। কলকাতা, হাওড়া, হুগলি, মেদিনীপুর থেকে শুরু করে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া — সর্বত্র সকালে ও রাতে বাতাসে ঠান্ডার আমেজ স্পষ্ট। তবে এখনই জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই। অক্টোবরের শেষ সপ্তাহ থেকে বা নভেম্বরের প্রথম দিক থেকে তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে বলে ইঙ্গিত মিলছে।
আরও পড়ুন- Uttarakhand Earthquake: ফের ভারতে ভূমিকম্প! জোরালো কম্পনে তুমুল আতঙ্ক, ঘরছাড়া মানুষজন
অন্যদিকে, উত্তরবঙ্গে কিছু এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গের আকাশ আপাতত পরিষ্কারই থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। এই সময় থেকে ধীরে ধীরে সকালের দিকে কুয়াশা দেখা দিতে শুরু করবে। বিশেষত নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, ও উত্তর ২৪ পরগনা জেলার গ্রামীণ অঞ্চলে কুয়াশার প্রভাব বেশি দেখা যেতে পারে।
এবারের শীত কতটা জোরদার হবে, সে বিষয়ে এখনই নিশ্চিত কিছু বলতে নারাজ আবহাওয়া দফতর। তবে বিশেষজ্ঞদের অনুমান, এবারের শীত স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি ঠান্ডা হতে পারে। বিগত কয়েক বছরের তুলনায় রেকর্ড নীচে নামতে পারে পারদ। সব মিলিয়ে বলা যায়, বর্ষার বিদায়ের সঙ্গেই শুরু হয়ে গেল শীতের কড়ানাড়া। এখন শুধু অপেক্ষা, কবে থেকে রাজ্যের সর্বত্র জাঁকিয়ে নামবে বাংলার প্রিয় ঋতু—শীত।