Advertisment

RG Kar Case: বনধের মধ্যেও CBI দফতরে হাজির সন্দীপ ঘোষ, ASI অনুপ দত্তের পলিগ্রাফ টেস্ট আজ

Doctor Rape and murder case: ছাত্র সমাজের নবান্ন অভিযানের পর আজ, বুধবার চলছে বিজেপির ডাকে বাংলা বনধ। রেল থেকে সড়ক অবরোধ চলছে রাজ্যজুড়ে। বনধ নিয়ে চলছে ধুন্ধুমার কাণ্ড। এরই মধ্যে সল্টলেকে সিজিও কমপ্লেক্সে পৌঁছেছেন কলকাতা পুলিশের এএসআই অনুপ দত্ত।

author-image
Joyprakash Das
New Update
RG kar case cbi starts interogate sandip ghosh again update, আরজি কর, সন্দীপ ঘোষ, সিবিআই

এই নিয়ে ১২ বার সিবিআই দফতরে হাজিরা দিলেন সন্দীপ ঘোষ

RG Kar Incident: ছাত্র সমাজের নবান্ন অভিযানের পর আজ, বুধবার চলছে বিজেপির ডাকে বাংলা বনধ। রেল থেকে সড়ক অবরোধ চলছে রাজ্যজুড়ে। বনধ নিয়ে চলছে ধুন্ধুমার কাণ্ড। এরই মধ্যে সল্টলেকে সিজিও কমপ্লেক্সে পৌঁছেছেন কলকাতা পুলিশের এএসআই অনুপ দত্ত। আরজি কর কাণ্ডে ধৃত সঞ্জয় রাইয়ের ঘনিষ্ঠ বলে পরিচিত অনুপ দত্ত। এদিন তাঁর পলিগ্রাফ টেস্ট হওয়ার কথা। এর আগে আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও সঞ্জয় রাইয়ের পলিগ্রাফ টেস্ট হয়েছে। এদিকে এদিনই সিবিআই গিয়েছে নির্যাতিতার বাড়িতে।

Advertisment

এদিকে যথারীতি অন্যদিনের মতো বুধবারও সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে আসেন সন্দীপ ঘোষ। এই নিয়ে সিবিআই দফতরে সন্দীপ ১২ বার এলেন। এর আগে তাঁকে ১১ দিন জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। প্রায় ১৫০ ঘন্টার উপর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করেছে তাঁকে। সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্তও চলছে। ইতিমধ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও দুর্নীতির তদন্ত শুরু করেছে।  

এদিন সিবিআই আধিকারিকরা নির্যাতিতার বাড়িতে গিয়েছে। সেখানে ঘন্টাখানেক ছিলেন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। সেখানে নির্যাতিতার বাবা-মায়ের সঙ্গে কথা বলেছেন তদন্তকারী আধিকারিকরা। মঙ্গলবার আরজি করে তরুণী চিকিৎসকের নৃশংস খুনের অপরাধীদের বিচারের দাবিতে নবান্ন অভিযান করে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। এই অভিযানকে কেন্দ্র করে কলকাতা ও হাওড়ায় তুলকালাম কাণ্ড ঘটে। স্তব্ধ হয়ে যায় জনজীবন। গতকালের আন্দোলনে পুলিশি নির্যাতনের প্রতিবাদে আজ, বুধবার বাংলা বনধের ডাক দিয়েছে বিজেপি।

আরও পড়ুন বনধকে ঘিরে ধুন্ধুমার মালদায়, পুলিশের সামনেই তৃণমূল-বিজেপি ব্যাপক সংঘর্ষ

ধরনা শুরু করেছে জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টর

কলকাতা হাইকোর্টের নির্দেশে আরজি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলার তদন্ত করছে সিবিআই। প্রথমে এই নৃশংস খুনের তদন্ত করছিল কলকাতা পুলিশ। এই খুনের ঘটনায় অভিযুক্ত সঞ্জয় রাইকে গ্রেফতার করেছিল পুলিশ। পরে তাঁকে সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়। এখনও পর্যন্ত আরজি করের ঘটনায় আর কেউ গ্রেফতার হয়নি। তবে চিকিৎসক থেকে নার্সিং স্টাফ, হাসপাতালের কর্মী, পুলিশসহ একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। এদিকে, বিচারের দাবিতে আরজি কর হাসপাতালের প্লাটিনাম জুবিলি বিল্ডিংয়ের সামনে ধরনা শুরু করেছে জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টর।

rape Doctors Death RG Kar Medical College West Bengal News
Advertisment