Advertisment

RG Kar Case: 'ঘরের মেয়েও দুর্গাপুজো করত, সেই প্রদীপ আর জ্বলবে না', মমতা উৎসবে ফেরার কথা বলতেই গর্জে উঠলেন নির্যাতিতার মা

Kolkata Doctor Rape-Murder Case: সোমবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'এক মাস হয়ে গেল এবার আন্দোলন ছেড়ে পুজো, উৎসবে ফিরুন।' মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের তীব্র প্রতিবাদ করেছেন নির্যাতিতার মা।

author-image
IE Bangla Web Desk
New Update
RG Kar Protests, reclaim the night

এক মাস অতিক্রান্ত, নির্যাতিতার বিচার এখনও পেল না রাজ্যবাসী। এক্সপ্রেস ফটো-পার্থ পাল

Kolkata Doctor Rape-Murder Case: গত ৯ আগস্ট আরজি কর হাসপাতালে ধর্ষণ ও খুন করা হয়েছিল, সেই ৩১ বছরের নির্যাতিতা ডাক্তারের মা, সোমবার বলেছেন যে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে হতাশ। এদিনই মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীকে পুজো-উৎসবে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন।

Advertisment

সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময়, নির্যাতিতার মা বলেছিলেন: “মানুষ যদি উৎসবের মেজাজে যেতে চায় তবে আমি কিছু বলতে পারি না। কিন্তু আমি জানি তাঁরা সবাই আমার মেয়েকে নিজেদের মনে করেন। আমাদের বাড়িতে দুর্গাপূজা হত। আমার মেয়ে নিজেই পুজো এবং সমস্ত প্রস্তুতি সম্পন্ন করত। দুর্গাপুজো আমার জন্য একরকম হবে না, আমি জানি। তিনি (মুখ্যমন্ত্রী) জনগণকে উৎসবের মেজাজে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। আমি জিজ্ঞাসা করতে চাই যদি এটি তাঁর পরিবারের কারও সঙ্গে ঘটে থাকত তবে তিনিও কি একই কথা বলতেন?

“তারা এই আন্দোলনকে থামাতে চায়, যেভাবে আমার মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল। আমরা আমাদের মেয়েকে হারিয়েছি। তিনি (মুখ্যমন্ত্রী) কি আমার মেয়েকে ফিরিয়ে দিতে পারবেন?" নির্যাতিতার মা যোগ করেছেন।

আরও পড়ুন আরজি করে ভয়ের পরিবেশ সৃষ্টি! তালিকা ধরে ৫১ জনকে তলব হাসপাতালের তদন্ত কমিটির

বিক্ষোভকারী জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "আমি সবাইকে অনুরোধ করব - আপনারা অনেক আন্দোলন করেছেন, এখন দুর্গাপুজোর উৎসবের মরশুমে ফিরুন।"

সোমবার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ধর্ষণ-খুনের ঘটনার এক মাস পূর্ণ হল।

আরও পড়ুন আরজি কর প্রতিবাদে নাভিশ্বাস সরকারের, পুজো-উৎসবে ফেরার বার্তা মমতার

নির্যাতিতার মা এর আগে কলকাতা পুলিশের বিরুদ্ধে কটাক্ষ করেছিলেন। তিনি বলেছিলেন যে কিছু আশা থাকতে পারে, কিন্তু পুলিশ মামলার শুরু থেকে সহযোগিতা করেনি এবং পরিবর্তে, তারা অপরাধ ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল এবং প্রমাণ লোপাটের কারসাজি করেছে।

আরও পড়ুন বাংলা ছাড়িয়ে হংকয়েও সন্দীপ ঘোষের 'কুকীর্তি'! যৌন হেনস্থার শিকার 'মেল নার্স'

সোমবার, সুপ্রিম কোর্ট জুনিয়র ডাক্তারের ধর্ষণ-খুনের মামলায় এফআইআর নথিভুক্ত করতে "অন্তত ১৪ ঘন্টা" দেরিকে চিহ্নিত করেছে। এটি একটি মূল নথির (চালান) অনুপস্থিতির দিকেও ইঙ্গিত করেছে যা মৃতদেহের সঙ্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় এবং রাজ্য সরকারকে পরবর্তী শুনানিতে এটি উপস্থাপন করতে বলেছে।

আরও পড়ুন কেন্দ্রের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ মমতার, মুখ খুললেন CP-র ইস্তফা ইস্যুতেও

Kolkata Durga PUja RG Kar Medical College RG Kar Case Kolkata Doctor Rape-Murder Case Mamata Banerjee
Advertisment