/indian-express-bangla/media/media_files/GRilLzCZ3itNPxDMCP6v.jpg)
বাংলা ছাড়িয়ে হংকয়েও সন্দীপ ঘোষের 'কুকীর্তি'
sandip ghosh: বাংলা ছাড়িয়ে হংকয়েও সন্দীপ ঘোষের 'কুকীর্তি', যৌন হেনস্থার শিকার 'মেল নার্স'। আরজি করের তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় তদন্ত চালাচ্ছে সিবিআই। একই সঙ্গে হাসপাতালের আর্থিক দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে গ্রেফতারও করা হয়েছে তাঁকে। তার মাঝেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে এক পুরনো যৌন হেনস্থার ঘটনা সামনে এসেছে। যাকে ঘিরে রীতিমত শুরু হয়েছে জোর চর্চা। বাংলার একাধিক হাসপাতালে 'সন্দীপ ঘোষ অ্যান্ড গ্যাংয়ের একাধিক' কুকীর্তি সামনে এসেছে। এবার হংকংয়ের এক হাসপাতালে 'মেল নার্সকে' যৌন হেনস্থার অভিযোগ সন্দীপ ঘোষের বিরুদ্ধে। সেই ঘটনা সামনেই আসতেই তোলপাড় পড়ে গিয়েছে দেশজুড়ে।
পুজো প্যান্ডেল লক্ষ্য করে পাথর ছোঁড়ার ঘটনা, গণেশ উৎসবে ধুন্ধুমার
Sandip Ghosh was ‘famous’ long before RG Kar killing. A 2017 report from @SCMPNews suggests he was earlier reported for inappropriate behaviour by Hong Kong student nurse. It’s unlikely that the government wasn’t aware of this case. pic.twitter.com/Zh6MNp6laz
— Aparna (@chhuti_is) September 8, 2024
বাংলা ছাড়িয়ে কয়েক হাজার কিলোমিটার দূরে হংকংয়ও সাক্ষী থেকেছে সন্দীপ ঘোষের কুকীর্তির। আরজি করের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে হংকংয়ের এক পুরুষ নার্সিং পড়ুয়াকে যৌন নিগ্রহের অভিযোগ। পড়ুয়া ওই পুরুষ নার্স তাঁর অভিযোগে জানিয়েছিলেন, পোশাক বদলের সময় সন্দীপ তার নিতম্বে চাপ্পড় মারেন। এরপরই তিনি ওই নার্সের গোপনাঙ্গ ছুঁয়ে দেখারও চেষ্টা করেন। ঘটনাটি ঘটেছিল ২০১৭ সালের ৮ এপ্রিল, ইয়াউ মা তেই-তে অবস্থিস কুইন এলিজাবেথ হাসপাতাল। পরে সেই মামলা উঠেছিল আদালতে উঠেছিল। কাউলুন সিটি কোর্টের ডেপুটি ম্যাজিস্ট্রেট লিউং লাই-ইনকে দেওয়া জবানবন্দিতে ওই নার্সিং ছাত্র তার সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথাও জানিয়েছিলেন। আর সেই অভিযোগের ভিত্তিতে সন্দীপকে হংকং পুলিশ নিজেদের হেফাজতে নেয়।
নৈহাটিতে প্রতিবাদের কণ্ঠরোধ, অভিযোগে কী সাফাই তৃণমূলের?
আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসক হত্যা ও ধর্ষণের ঘটনায় তথ্যপ্রমাণ লোপাট থেকে দীর্ঘ দিনের দুর্নীতি সন্দীপের বিরুদ্ধে অভিযোগ অনেক। এর মাঝেই CBIসন্দীপ ঘোষকে গ্রেফতারও করেছে। মিলেছে সন্দীপের একাধিক সম্পত্তির হদিশ। আরজি কর আবহেই সামনে এসেছে হংকংয়ের সেই হাড়হিম কাহিনী।