Modi speaks to German Chancellor: সন্ত্রাসবিরোধী লড়াইয়ে ঐক্যবদ্ধ ভারত-জার্মানি, জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জেকে ভারত সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর।
মঙ্গলবার নবনির্বাচিত জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জের সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আলোচনায় আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি, সন্ত্রাসবিরোধী লড়াই ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে বিস্তৃত আলোচনা হয় দুই নেতার মধ্যে। প্রধানমন্ত্রী মোদী এক্স (পূর্বতন টুইটার)-এ এক পোস্টে লেখেন, “সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারত ও জার্মানি ঐক্যবদ্ধ। কৌশলগত অংশীদারিত্বকে আরও জোরদার করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
প্রধানমন্ত্রীর দফতরের (PMO) তরফে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, দুই নেতা বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা ও নিরাপত্তা, উদ্ভাবন ও প্রযুক্তি—এই সমস্ত ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করতে একমত হয়েছেন। প্রধানমন্ত্রী মোদী চ্যান্সেলর মের্জকে ভারত সফরের আমন্ত্রণও জানিয়েছেন বলে সূত্রের খবর।
মঙ্গলবার জার্মানির নবনিযুক্ত চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জের আলোচনায় উঠে আসে সন্ত্রাসবাদের প্রসঙ্গও। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে থাকা আশ্বাস দিয়েছে জার্মানি। চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মের্জকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান প্রধানমন্ত্রী মোদী।
এক্স (আগের টুইটার)-এ এক পোস্টে তিনি লেখেন, “চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জের সঙ্গে কথা বলে আনন্দিত। তাকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানিয়েছি। ভারত-জার্মানি কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আঞ্চলিক ও বৈশ্বিক উন্নয়ন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই—সব বিষয়েই আলোচনা হয়েছে।” প্রধানমন্ত্রীর দফতরের (PMO) পক্ষ থেকেও জানানো হয়েছে, দুই নেতা বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা ও নিরাপত্তা, উদ্ভাবন ও প্রযুক্তির মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে সহযোগিতা আরও গভীর করতে একমত হয়েছেন।