/indian-express-bangla/media/media_files/2025/10/05/cats-2025-10-05-09-36-51.jpg)
রবিবার রেড রোডে দুর্গাপুজোর কার্নিভাল, বৃষ্টিতে ভেস্তে যাবে মেগা ইভেন্ট?
রাতভর তুমুল বৃষ্টি। রবিবার রেড রোডে দুর্গাপুজোর কার্নিভাল। তার আগেই শহরের দুর্যোগ পরিস্থিতি। তবে শুধু কলকাতা নয় পূর্ব মেদিনীপুর, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনাতেও হুগলি, নদিয়া, উত্তর ২৪ পরগনাতেও ঝেঁপে বৃষ্টি শনিবার। আজ রবিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আরও পড়ুন- ৬ মাসের শিশু যে শহরে সুরক্ষিত নয়, সেই কলকাতা কী করে সবচেয়ে সুরক্ষিত?
শনিবার রাত থেকে তুমুল বৃষ্টি শহরে। আজ রবিবার রেড রোডে, এবারের দুর্গাপুজোর কার্নিভাল অনুষ্ঠিত হতে চলেছে। তবে কী বৃষ্টিতে ভেস্তে যাবে অনুষ্ঠান? কী আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর?
আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুসারে রবিবারের কার্নিভাল চলাকালীন কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। যদিও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওড়িশা থেকে বিহারের দিকে অগ্রসর হওয়া নিম্নচাপের কারণে কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিসহ দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত কিছু জেলায় একই ধরনের আবহাওয়া বজায় থাকবে, তবে বুধবার থেকে বৃষ্টিপাত কমে আসবে।
উত্তরবঙ্গে রবিবার জন্য দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কুচবিহারে ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তর দিনাজপুরে হলুদ সতর্কতা কার্যকর রয়েছে। সোমবার কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে কিছুটা কমবে বৃষ্টির পরিমাণ।
আরও পড়ুন- অতীতের সব রেকর্ড ভেঙে চুরমার! ইতিহাস গড়ার পথে রবিবারের মেগা 'পুজো কার্নিভাল'