Kolkata News: কলকাতায় ফের টাকার পাহাড়ের খোঁজ পেল ED! ভোটের আগে ফের বড়সড় দুর্নীতি ফাঁস?

ED Raid: কলকাতার তারাতলায় ফের টাকার পাহাড় উদ্ধার। পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালিয়ে ইডি উদ্ধার করেছে বিপুল অঙ্কের টাকা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে চলে অভিযান।

ED Raid: কলকাতার তারাতলায় ফের টাকার পাহাড় উদ্ধার। পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালিয়ে ইডি উদ্ধার করেছে বিপুল অঙ্কের টাকা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে চলে অভিযান।

author-image
IE Bangla Web Desk
New Update
Kolkata cash seizure, ED raid Taratala, Enforcement Directorate, civic recruitment scam, Kolkata corruption case, ED investigation, huge cash recovery, business premises raid,কলকাতা নগদ টাকা উদ্ধার, ইডি অভিযান, তারাতলা তল্লাশি, পুরসভা নিয়োগ দুর্নীতি, টাকার পাহাড় কলকাতা, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, কলকাতা দুর্নীতি মামলা, ব্যবসায়ীর বাড়ি অভিযান

Kolkata cash seizure: প্রতীকী ছবি।

ED raid Taratala: কলকাতা ফের টাকার পাহাড়! এবার ঘটনাস্থল তারাতলা। পুরসভায় নিয়োগ ও পদোন্নতি দুর্নীতি মামলার সূত্র ধরে তল্লাশি চালাতে গিয়ে উদ্ধার হল বিপুল পরিমাণ নগদ টাকা। ইডি সূত্রে খবর, উদ্ধার হওয়া টাকার অঙ্ক প্রায় এক কোটি ২০ লক্ষ টাকা। যদিও তদন্তকারীদের প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া অর্থের পরিমাণ আরও বাড়তে পারে।

Advertisment

সূত্রের খবর, গতকাল রাত থেকেই অভিযান শুরু হয়। ED-র একাধিক দল একযোগে কলকাতার বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় — বেলেঘাটা, তারাতলা, ওয়াটগঞ্জ, পার্ক সার্কাস ও বালিগঞ্জ এলাকায়। বেলেঘাটায় দুই ব্যবসায়ী ভাইয়ের বাড়িতে হানা দিয়ে একাধিক নথি ও ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করে তদন্তকারীরা। সেই সূত্রেই পৌঁছনো যায় তারাতলার ওই ব্যবসায়ীর বাড়িতে, যেখানে শেষ পর্যন্ত মিলল টাকার পাহাড়।

আরও পড়ুন- Cyclone Mantha Live Updates:ঘূর্ণিঝড় 'মন্থা'র দাপট, কলকাতায় তুমুল বৃষ্টি! বেলা গড়ালেই দুর্যোগ আরও তীব্র হবে?

Advertisment

ইডি সূত্রে জানা গেছে, ওই বাড়ির গোডাউনে গোপন কক্ষ থেকে নগদ টাকা উদ্ধার করা হয়েছে। টাকাগুলি বিভিন্ন ব্যাগ ও বাক্সে রাখা ছিল। অনুমান করা হচ্ছে, এই অর্থ কোনওভাবে দুর্নীতির চক্রের অংশ হিসেবেই ব্যবহার করা হচ্ছিল বা কারও হাতে তুলে দেওয়ার প্রস্তুতি চলছিল।

আরও পড়ুন- Cyclone Mantha Live Updates:ঘূর্ণিঝড় 'মন্থা'র দাপট, কলকাতায় তুমুল বৃষ্টি! বেলা গড়ালেই দুর্যোগ আরও তীব্র হবে?

তল্লাশি অভিযানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। গোটা বাড়ি ঘিরে নিরাপত্তা বলয় তৈরি করে তল্লাশি চালানো হয়। ইডির আধিকারিকরা টাকার উৎস ও সংযোগ খতিয়ে দেখছেন। ইতিমধ্যেই ব্যবসায়ীর সঙ্গে যুক্ত একাধিক ব্যক্তি ও কর্মচারীর বয়ান রেকর্ড করা হয়েছে।

আরও পড়ুন- Bihar Election 2025:“তরুণদের বিভ্রান্ত করছে কিছু লোক”, বিহারে বিধানসভা নির্বাচনের আগে কাকে নিশানা মুখ্যমন্ত্রীর?

উল্লেখ্য, পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই একাধিক বড় নাম উঠে এসেছে। এবার তারাতলা থেকে বিপুল অর্থ উদ্ধারের ঘটনায় তদন্তে নতুন মোড় আসতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। ইডি সূত্রে ইঙ্গিত, উদ্ধার হওয়া অর্থের উৎস ও গন্তব্য চিহ্নিত করতে শিগগিরই আরও কয়েকটি স্থানে তল্লাশি হতে পারে।

west bengal latest news kolkata news Kolkata cash seizure ED Raid