/indian-express-bangla/media/media_files/2025/10/29/mantha-pic-2025-10-29-15-07-44.jpg)
Cyclone Montha: আছড়ে পড়ে তাণ্ডব মন্থার!
Cyclone Montha: অন্ধ্রপ্রদেশ উপকূলে ঘূর্ণিঝড় ‘মন্থা’ আছড়ে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটিয়েছে। ঝড়ে কনাসিমা জেলায় এক মহিলার মৃত্যু হয়েছে, বহু জায়গায় গাছ উপড়ে পড়েছে ও রাস্তাঘাট জলের তলায়। ওড়িশাতেও ১৫টি জেলায় ঘূর্ণিঝড়ের প্রভাব পড়েছে, যদিও মুখ্যমন্ত্রী মোহন চরণ মাজি জানিয়েছেন, রাজ্যে বড় ক্ষয়ক্ষতি হয়নি।
তীব্র ঘূর্ণিঝড় ‘মন্থা’ অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটিয়েছে। রাজ্যের একাধিক এলাকায় গাছ উপড়ে পড়েছে, রাস্তাঘাট জলের তলায় চলে গেছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, কনাসিমা জেলার মাকানাগুদেম গ্রামে এক ৪৩ বছর বয়সি মহিলা ঝড়ে উপড়ে পড়া একটি তালের গাছে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন।
আরও পড়ুন- Suvendu Adhikari: “কমিশনের কথার বাইরে গেলে জেলেই জায়গা হবে!”, শুভেন্দুর চরম সতর্কবার্তা
আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা সাতটা নাগাদ অন্ধ্রপ্রদেশ উপকূলে ঘূর্ণিঝড়টির স্থলভাগে প্রবেশের প্রক্রিয়া শুরু হয়। বঙ্গোপসাগরে সৃষ্ট এই গভীর নিম্নচাপটি মছলিপত্তনম ও কলিঙ্গপত্তনমের মাঝামাঝি, কাকিনাডার নিকটবর্তী অঞ্চলে স্থলভাগে প্রবেশ করে।
আরও পড়ুন-Kolkata News: কলকাতায় ফের টাকার পাহাড়ের খোঁজ পেল ED! ভোটের আগে ফের বড়সড় দুর্নীতি ফাঁস?
ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে প্রতিবেশী রাজ্য ওড়িশাতেও বিপর্যয়ের চিত্র দেখা দিয়েছে। রাজ্যের অন্তত ১৫টি জেলায় স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে। কোথাও কোথাও গাছ উপড়ে পড়া ও বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে।
আরও পড়ুন-SIR নিয়ে ভিন্ন সুর অনুব্রত মণ্ডলের গলায়, মমতা-অভিষেকদের তুমুল অস্বস্তিতে ফেললেন কেষ্ট?
ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাজি মঙ্গলবার রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতরের (SDMA) কন্ট্রোল রুমে বসে পরিস্থিতি খতিয়ে দেখেন। পরে তিনি বলেন, “ঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানলেও আমাদের রাজ্যে বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি।
কিছু এলাকায় গাছ উপড়ে পড়া ও সামান্য ভূমিধসের খবর মিলেছে। প্রশাসন সতর্ক রয়েছে এবং উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।” প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ওড়িশায় এখনও সতর্কতামূলক ব্যবস্থা জারি রয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে মৎস্যজীবীদের সাগরে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
- Oct 29, 2025 10:31 IST
Cyclone Montha Tracker LIVE Updates:ঘূর্ণিঝড় ‘মন্থা’-র তাণ্ডবে অন্ধ্রপ্রদেশে বিপুল ফসলের ক্ষতি
প্রবল ঘূর্ণিঝড় ‘মন্থা’-র প্রভাবে অন্ধ্রপ্রদেশে বিপর্যস্ত কৃষিক্ষেত্র। মুখ্যমন্ত্রীর দফতর (CMO) মঙ্গলবার জানিয়েছে, ঘূর্ণিঝড়ের দাপটে রাজ্যজুড়ে ৩৮,০০০ হেক্টর জমির দাঁড়ানো ফসল এবং ১.৩৮ লক্ষ হেক্টর জমির উদ্যান ফসল সম্পূর্ণভাবে নষ্ট হয়েছে।বঙ্গোপসাগরে সৃষ্ট এই ঘূর্ণিঝড়টি মঙ্গলবার রাতে কাকিনাডার দক্ষিণ উপকূলে আছড়ে পড়ে। তার প্রভাব পড়েছে অন্ধ্রপ্রদেশের বিস্তীর্ণ এলাকায়।রাজ্য সরকারের প্রাথমিক অনুমান অনুযায়ী, প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার জেরে রাজ্যের একাধিক জেলার কৃষকরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছেন। মুখ্যমন্ত্রীর দফতরের তরফে জানানো হয়েছে, ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করে দ্রুত ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন ও ক্ষতিপূরণের ব্যবস্থা নেওয়া হবে।
- Oct 29, 2025 10:29 IST
Cyclone Montha Tracker LIVE Updates:অন্ধ্রে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে
ঘূর্ণিঝড় ‘মন্থা’-র প্রভাবে অন্ধ্রপ্রদেশের ২২টি জেলায় মোট ৪০৩টি মণ্ডল ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। সেই কারণে রাজ্য সরকার সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মণ্ডল স্তরে ৪৮৮টি কন্ট্রোল রুম স্থাপন করেছে।রাজ্য মুখ্যমন্ত্রীর দফতর (CMO) সূত্রে জানা গিয়েছে, নিরাপত্তার স্বার্থে ইতিমধ্যেই প্রায় ৭৬,০০০ মানুষকে উদ্ধার করে ত্রাণ শিবিরে স্থানান্তর করা হয়েছে। এছাড়াও, প্রয়োজনে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে রাজ্যজুড়ে ২১৯টি মেডিক্যাল ক্যাম্প চালু করা হয়েছে।জরুরি পরিস্থিতিতে যোগাযোগ ব্যবস্থা অক্ষুণ্ণ রাখতে ৮১টি ওয়্যারলেস টাওয়ার এবং ২১টি বড় আকারের আলো ব্যবস্থা স্থাপন করা হয়েছে। গাছ পড়ে যাওয়া বা রাস্তা বন্ধ হয়ে গেলে দ্রুত উদ্ধারকাজ চালানোর জন্য ১,৪৪৭টি আর্থমুভার, ৩২১টি ড্রোন এবং ১,০৪০টি চেইনসো প্রস্তুত রাখা হয়েছে।এছাড়া, সতর্কতা হিসেবে রাজ্যজুড়ে ৩.৬ কোটি সতর্কতামূলক বার্তা নাগরিকদের মোবাইলে পাঠানো হয়েছে। পশুপালকদের সাহায্যে ৮৬৫ টন পশুখাদ্য মজুত রাখার ব্যবস্থাও করেছে অন্ধ্রপ্রদেশ সরকার।
- Oct 29, 2025 10:27 IST
Cyclone Montha Tracker LIVE Updates:বিপর্যস্ত দক্ষিণ ভারতের জনজীবন
প্রবল ঘূর্ণিঝড় ‘মন্থা’ অন্ধ্রপ্রদেশের উপকূল অতিক্রম করে, যার জেরে দক্ষিণ ভারতের একাধিক এলাকায় ব্যাপক বিঘ্ন ঘটে। পাশাপাশি, প্রতিবেশী ওড়িশা রাজ্যের ১৫টি জেলাতেও ঘূর্ণিঝড়ের প্রভাব পড়েছে, ফলে স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে। ভারতীয় আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, সন্ধ্যা প্রায় ৭টা নাগাদ উপকূলে আছড়ে পড়া শুরু করে এই ঘূর্ণিঝড়। বঙ্গোপসাগরে সৃষ্ট এই আবহাওয়া ব্যবস্থা অন্ধ্র উপকূলের মছলিপত্তনম ও কলিঙ্গপত্তনমের মধ্যে কাকিনাডা সংলগ্ন এলাকায় ভূমিতে প্রবেশ করেছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
- Oct 29, 2025 10:25 IST
Cyclone Montha Tracker LIVE Updates: অন্ধ্রে ঝোড়ো হাওয়ায় গাছের ডাল ভেঙে এক মহিলার মৃত্যু
মঙ্গলবার সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের উপকূলের কাছে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ‘মন্থা’, যার জেরে দক্ষিণ ভারতের এই রাজ্যে জনজীবন কার্যত বিপর্যস্ত। পাশাপাশি প্রতিবেশী ওড়িশা-র ১৫টি জেলায়ও অনুভূত হয়েছে ঘূর্ণিঝড়ের প্রভাব, ফলে সেখানে স্বাভাবিক জীবন ব্যাহত হয়েছে। অন্ধ্রপ্রদেশের কোনাসীমা জেলার মাকানাগুডেম গ্রামে ঝোড়ো হাওয়ায় এক তালগাছ ভেঙে পড়ে এক মহিলার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা।
- Oct 29, 2025 10:03 IST
Kolkata News Live:দিল্লিতে বিষাক্ত বাতাসে হাঁসফাঁস রাজধানী
দীপাবলির পর থেকেই দিল্লি-এনসিআরের বাতাস মারাত্মকভাবে দূষিত হয়ে পড়েছে। আজ ২৯ অক্টোবর সকালে রাজধানীর বেশিরভাগ এলাকায় বায়ুর মান সূচক (AQI) ৩০০-এর উপরে রেকর্ড করা হয়েছে, যা “খুব খারাপ” বিভাগের মধ্যে পড়ে। সরকারের কৃত্রিম বৃষ্টিপাতের পরীক্ষাও দূষণ নিয়ন্ত্রণে তেমন কোনও প্রভাব ফেলতে পারেনি।
- Oct 29, 2025 10:02 IST
Kolkata News Live Updates:ঢাকুরিয়ার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় ভয়াবহ আগুন
বুধবার ভোরে আগুনে আতঙ্কিত ঢাকুরিয়া। সাতসকালে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখায় ভয়াবহ আগুন লাগে, মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে চাঞ্চল্য গোটা এলাকায়। স্থানীয়দের চোখে পড়ে ব্যাংকের ভেতর থেকে বেরোতে থাকা কালো ধোঁয়া। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের একের পর এক ইঞ্জিন, শুরু হয় আগুন নেভানোর কাজ।
বিস্তারিত পড়ুন- Kolkata News: সাতসকালে অগ্নিকাণ্ড! ঢাকুরিয়ার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় ভয়াবহ আগুন, তুমুল চাঞ্চল্য
- Oct 29, 2025 10:01 IST
WB News Live Updates:শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড় ‘মন্থা’
অবশেষে শক্তি হারিয়ে ফেলেছে ঘূর্ণিঝড় ‘মন্থা’। তবে এর পরোক্ষ প্রভাবে এখনও বৃষ্টির দাপটে ভুগছে অন্ধ্রপ্রদেশ ও পশ্চিমবঙ্গের একাধিক জেলা। আবহাওয়া দপ্তর জানিয়েছে, অন্ধ্র উপকূলে আঘাত হানার পর থেকে ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়েছে, কিন্তু এর প্রভাবে দক্ষিণবঙ্গের আকাশ এখনও ভারী মেঘে ঢাকা।
বিস্তারিত পড়ুন- Cyclone Mantha:শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড় ‘মন্থা’, তবু বাংলায় দুর্যোগ কতদিন চলবে?
- Oct 29, 2025 10:00 IST
West Bengal News Live Updates:SIR ইস্যুতে অভিষেকের চাঁচাছোলা আক্রমণ!
তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার Special Intensive Revision (SIR) ঘোষণাকে তিনি “Silent Invisible Rigging” বলে অভিহিত করে অভিযোগ করেন, এই প্রক্রিয়ার উদ্দেশ্য হল গণতন্ত্রকে বিকৃত করা ও প্রকৃত ভোটারদের বাদ দেওয়া।
বিস্তারিত পড়ুন- SIR: “ভোট দেবে কে, সেটা এখন BJP ঠিক করছে?”, এসআইআর ইস্যুতে অভিষেকের চাঁচাছোলা আক্রমণ!
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us