/indian-express-bangla/media/media_files/2025/10/29/nitish-2025-10-29-11-49-42.jpg)
Bihar Assembly Election 2025: বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার।
Bihar Assembly Election 2025: সামনেই বিহার বিধানসভা নির্বাচন। তার আগে ফের রাজনৈতিক তরজা চরমে। মহাজোটের ইস্তেহারকে কটাক্ষ মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের। বিরোধী জোটের নেতা তেজস্বীকে সরাসরি নিশানা করে তিনি বলেন, “কিছু লোক আজকাল যুবসমাজকে বিভ্রান্ত করছে। সরকারি চাকরি ও কর্মসংস্থানের নামে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে। ১৫ বছরের শাসনকালে তারা যুবকদের জন্য কিছুই করেনি, বরং রাষ্ট্রীয় কোষাগার লুটপাটে লিপ্ত ছিল।”
‘আমরা যা বলি, তা পূরণ করি’
পাল্টা NDA সরকারের আমলে বিহারের সুশাসনের প্রশ্নে মুখ্যমন্ত্রী বলেন, “আমি বিহারের যুবসমাজকে অনুরোধ করছি, কোনও বিভ্রান্তিতে পা দেবেন না। আমাদের সরকার গত ২০ বছরে আপনাদের জন্য যেভাবে কাজ করেছে, ভবিষ্যতেও সেই একই ধারা বজায় থাকবে। আমরা যা বলি, তা পূরণ করি এবং ভবিষ্যতেও আমাদের সরকার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখব।”
আরও পড়ুন- Cyclone Mantha Live Updates:ঘূর্ণিঝড় 'মন্থা'র দাপট, কলকাতায় তুমুল বৃষ্টি! বেলা গড়ালেই দুর্যোগ আরও তীব্র হবে?
নীতীশ কুমার বলেন,‘২০০৫ সালের আগে বিহার ছিল অভিবাসনের স্বর্গরাজ্য’। মুখ্যমন্ত্রী স্মরণ করিয়ে দেন, “২০০৫ সালের আগে বিহারে নিরক্ষরতা, বেকারত্ব ও অভিবাসনই ছিল নিত্য সমস্যা। যুবকদের অন্য রাজ্যে কাজের খোঁজে যেতে হত। বিহারি বললেই তাদের অপমান করা হত। শিক্ষা ও চাকরির সুযোগ প্রায় ছিল না।”
তিনি আরও বলেন, “২০০৫ সালের আগে রাজ্যে প্রায় কোনও নিয়োগ হতো না। সরকারি চাকরি মিলত দর কষাকষির মাধ্যমে। সরকারি কর্মীদের কোনও সুযোগ-সুবিধা, কর্মপরিবেশ বা নিয়মিত বেতন-পেনশনও ছিল না।”
‘শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণে জোর দিয়েছি’
নীতীশ কুমার জানান, “২০০৫ সালের ২৪ নভেম্বর আমাদের সরকার ক্ষমতায় আসার পর প্রথম কাজ ছিল শিক্ষার উন্নয়ন। আমরা যুবকদের জন্য কারিগরি শিক্ষা ও কর্মসংস্থানমুখী প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। আজ প্রতিটি জেলায় ইঞ্জিনিয়ারিং কলেজ ও পলিটেকনিক রয়েছে। বহু জাতীয় স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান বিহারে প্রতিষ্ঠিত হয়েছে।”
তিনি গর্বের সঙ্গে বলেন, “আগে বিহারের ছাত্রদের উচ্চশিক্ষার জন্য রাজ্যের বাইরে যেতে হতো। এখন অন্য রাজ্যের শিক্ষার্থীরা বিহারে পড়াশোনা করতে আসছে। এটাই আমাদের সাফল্যের প্রতিফলন।”
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us