migrant labour murder:ভিনরাজ্যে খুন বাংলার পরিযায়ী শ্রমিক, নৃশংস হত্যার কারণ নিয়ে ধন্দ

migrant labour murder-maharashtra: এবার মহারাষ্ট্রে খুন হলেন পশ্চিমবঙ্গের এক পরিযায়ী শ্রমিক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

migrant labour murder-maharashtra: এবার মহারাষ্ট্রে খুন হলেন পশ্চিমবঙ্গের এক পরিযায়ী শ্রমিক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

author-image
IE Bangla Web Desk
New Update
Murder in Jamalpur of Purba Bardhaman police investigating: পূর্ব বর্ধমানের জামালপুরে খুন

প্রতীকী ছবি।

এবার ভিন রাজ্যে কাজে গিয়ে খুন হলেন বাংলার পরিযায়ী শ্রমিক। উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার এক পরিযায়ী শ্রমিককে খুনের অভিযোগ উঠেছে মহারাষ্ট্রে। নৃশংস হত্যাকাণ্ডের পর টুকরো টুকরো করে কেটে দেহ বস্তাবন্দি করে জলে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে।

Advertisment

মহারাষ্ট্রের ভাসি এলাকায় একটি জলাশয় থেকে বাংলার পরিযায়ী শ্রমিকের টুকরো টুকরো দেহ উদ্ধার হয়েছে। জানা গিয়েছে, নিহত ওই পরিযায়ী শ্রমিকের নাম আবু বক্কর মণ্ডল, তার বাড়ি উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া থানা এলাকার নারায়ণপুর গ্রামে। কয়েক বছর আগে রাজমিস্ত্রির কাজ করতে মহারাষ্ট্রের ভাসি থানার এলাকায় গিয়েছিলেন তিনি।

গত রবিবার থেকে আচমকা নিখোঁজ হয়ে যান আবু বক্কর মণ্ডল নামে বছর ৩৩-এর এই যুবক। মহারাষ্ট্রে স্ত্রীকে সঙ্গে নিয়ে থাকতেন তিনি। গত রবিবার থেকে তার খোঁজ না মেলায় পুলিশে অভিযোগ জানান পরিবার। পুলিশও এদিক ওদিক খোঁজ করে ওই শ্রমিকের। শেষমেশ গত মঙ্গলবার ভাসি থানা এলাকার একটি জলাশয় থেকে নিখোঁজ পরিযায়ী শ্রমিকের বস্তাবন্দি টুকরো টুকরো দেহ উদ্ধার হয়।

Advertisment

আরও পড়ুন- West Bengal News Live Update: স্কুলে প্রার্থনা চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ছাদ, মৃত্যুমিছিলে হাহাকার, আটকে বহু, চূড়ান্ত চাঞ্চল্য

মহারাষ্ট্র থেকে গতকালই নিহত শ্রমিকের দেহ ফিরেছে বাদুড়িয়ার বাড়িতে। কফিনবন্দি দেহ বাড়িতে ফিরতেই কান্নার রোল পড়ে যায় গোটা গ্রামে।

আরও পড়ুন- Rain forecast Kolkata:বঙ্গোপসাগরে শক্তি বেড়েছে নিম্নচাপের, আজও প্রবল বৃষ্টির পূর্বাভাস জেলায়-জেলায়

নিহত পরিযায়ী শ্রমিকের বাবা-মা থেকে শুরু করে আত্মীয়রা, পাড়া-প্রতিবেশীরা কান্নায় ভেঙে পড়েন। ঠিক কী কারণে বা কারা ওই যুবককে খুন করেছে তা এখনও স্পষ্ট হয়নি। নৃশংস এই হত্যাকাণ্ডের তদন্ত করছে মহারাষ্ট্রের ফাঁসি থানার পুলিশ।

Maharashtra Murder Migrant labour