Rain forecast Kolkata:বঙ্গোপসাগরে শক্তি বেড়েছে নিম্নচাপের, আজও প্রবল বৃষ্টির পূর্বাভাস জেলায়-জেলায়

Kolkata weather Update 25 July, 2025: বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তি আরও বাড়িয়েছে। তারই জেরে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে তার ব্যাপক প্রভাব পড়েছে।

Kolkata weather Update 25 July, 2025: বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তি আরও বাড়িয়েছে। তারই জেরে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে তার ব্যাপক প্রভাব পড়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
IMD alert Kolkata heavy rainfall 15 July 2025,  Kolkata very heavy rain warning IMD  ,IMD warning Kolkata 15 Jul 2025 thunderstorms  ,IMD Gangetic West Bengal heavy to very heavy rain alert,  Kolkata rain alert IMD July 2025  ,কলকাতা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা ১৫ জুলাই ২০২৫,  কলকাতা IMD সতর্কতা ১৫/৭/২০২৫,  ওয়েষ্ট বেঙ্গল ভারী বৃষ্টি ইমডি এলার্ট,  কলকাতা বজ্রবিদ্যুৎ বৃষ্টি সতর্কতা,  IMD কলকাতা অতি ভারী বৃষ্টিপাত সতর্ক

Kolkata very heavy rain warning IMD: শুক্রবারও কলকাতা শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

heavy rainfall Kolkata: ভরা শ্রাবণে ফের বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল। তারই জেরে তুমুল বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার রাত থেকেই দক্ষিণবঙ্গের জেলায়-জেলায় ব্যাপক বৃষ্টি শুরু হয়। শুক্রবার  সকাল থেকেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় কোথাও মাঝারি কোথাও ভারী বৃষ্টি শুরু হয়েছে। আবহাোয়া দফতরের পূর্বাভাস, শুক্রবার দিনভর কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে মুষলধারে বৃষ্টি চলবে দফায় দফায়। বৃষ্টি চলবে উত্তরেও।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর 

Advertisment

বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চল তৈরির জেরে ফের একবার দক্ষিণবঙ্গ জুড়ে তুমুল বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আজ শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে ভারী থেক অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে।

এছাড়াও পশ্চিমের পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়ার পাশাপাশি হুগলি জেলাতেও আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলি ছাড়াও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির জোরালো দাপট দেখা যাবে আগামী বেশ কয়েকদিন। 

Advertisment

আরও পড়ুন- আর বাড়ি ফেরা হল না, প্রবল বজ্রপাত, একের পর লুটিয়ে পড়ে ছটফট করতে করতে মৃত্যুমিছিল, জেলাজুড়ে তুমুল আতঙ্ক

আবহাওয়া দফতর সূত্রে আরও জানা গিয়েছে, এই পর্বে আগামী সপ্তাহের শুরুর দিক পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবল দুর্যোগ চলবে দফায় দফায়। একটানা লাগাতার বৃষ্টির জেরে সমুদ্রে উত্তাল পরিস্থিতি তৈরি হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

কলকাতার আবহাওয়ার খবর

গত রাত থেকেই তুমুল বৃষ্টি শুরু হয়েছে কলকাতা শহরে। ব্যাপক বৃষ্টির জেরে কলকাতার বিস্তীর্ণ প্রান্ত জলমগ্ন হয়ে পড়ে। মধ্য কলকাতার ঠনঠনিয়া কালীবাড়ি, আমহার্স্ট স্ট্রিট চত্বরে জল জমে যায়। সেই সঙ্গে সল্টলেকের বিভিন্ন অংশ জলমগ্ন হয়ে পড়ে। আজও কলকাতা শহরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন- TMC : ১৪ দিনে ৬ জন খুন, 'মরছেও তৃণমূল, মারছেও তৃণমূল!', ক্রমেই কি পোক্ত বিরোধীদের অভিযোগ?

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর 

উত্তরবঙ্গের জেলাগুলিতেও শুক্রবার ব্যাপক বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের আট জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। উত্তরবঙ্গে দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে বারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি জেলাতেও। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে প্রবল ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে।

Kolkata Weather rain Bengal Weather Forecast