/indian-express-bangla/media/media_files/2025/09/23/waterlogging-2025-09-23-13-46-44.jpg)
Kolkata Waterlogging: লাগাতার বৃষ্টিতে কলকাতার দিকে দিকে জল।
Kolkata Rains Live:কলকাতা শহরে সোমবার রাতে কার্যত মেঘ ভাঙা বৃষ্টি হয়েছে। সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার সকাল ৭টা পর্যন্ত কলকাতার নিকাশি পাম্পিং স্টেশন ভিত্তিক বৃষ্টিপাতের পরিমাণ : বেলগাছিয়া - ১৮৪ মিলিমিটার, মানিকতলা- ১৮৮ মিলিমিটার, মার্কাস স্কোয়্যার -১৩৭ মিলিমিটার, বালিগঞ্জ- ২৭৯ মিলিমিটার, বেহালা ফ্লায়িং ক্লাব - ১৮২.৮ মিলিমিটার, যোধপুর পার্ক - ২৯০ মিলিমিটার।
চিংড়িঘাটা - ২৪৪ মিলিমিটার, পাগলাডাঙা - ২০৭.৪ মিলিমিটার, তপসিয়া - ২৮৪ মিলিমিটার, উল্টোডাঙ্গা - ২২১ মিলিমিটার, কামডহরি - ৩৪০ মিলিমিটার, মোমিনপুর - ২৯৮ মিলিমিটার, কুঁদঘাট - ২০৫ মিলিমিটার, কুলিয়া ট্যাংরা - ২০২ মিলিমিটার, চেতলা লক - ২৮০ মিলিমিটার, ধাপা লক - ২২১ মিলিমিটার, ঠনঠনিয়া - ১৯৫ মিলিমিটার, সিপিটি ক্যানাল - ২৪৯.৪ মিলিমিটার, পামার বাজার - ২৪৯ মিলিমিটার।
দেবীপক্ষে অসুররূপী নাগাড়ে বৃষ্টিতে শহর কলকাতা সহ লাগোয়া জেলাগুলিতে রীতিমতো বিপজ্জনক পরিস্থিতি। গতকাল রাত থেকে টানা বৃষ্টিতে জলের তলায় কলকাতার বিস্তীর্ণ প্রান্ত। কলকাতার অলি-গলিতে জল ঢুকেছে। এই জমা জলেই ওঁত পেতেছিল বিপদ। জমা জলে বিদ্যুতের তারে তড়িদাহত হয়ে বিভিন্ন জায়গায় কমপক্ষে ৭ জনের মৃত্যু হয়েছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রের দাবি।
উৎসবের মরশুমে লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত শহর কলকাতার জনজীবন। উত্তরের বিধাননগর, রাজারহাট, সল্টলেক সেক্টর ৫, লেকটাউন থেকে শুরু করে দক্ষিণের যাদবপুর, যোধপুর পার্ক, নেতাজি নগর, বিজয়গড়, কালীঘাট, রাসবিহারী মোড় চত্বর জলে জলাকার।
লাগাতার বৃষ্টিতে জলমগ্ন পার্ক সার্কাস থেকে তারাতলা একবালপুর-সহ বিস্তীর্ণ এলাকা। আর এই জমা জলেই মৃত্যুফাঁদ হয়েছিল বিদ্যুতের তার। এদিন সকালে দক্ষিণ শহরতলীর নেতাজি নগর এলাকায় এক ব্যক্তি সাইকেল নিয়ে যাচ্ছিলেন। কোনওভাবে বিদ্যুতের খুঁটিতে হাত লেগে যায় তাঁর। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির।
অন্যদিকে এদিন সকালে একবালপুরে এক বৃদ্ধের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর খবর মিলেছে। এছাড়াও গড়িয়াহাট, বেনিয়াপুকুর থেকেও জমা জলে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুর খবর এসেছে। যদিও এখনও পর্যন্ত প্রশাসনিক স্তর থেকে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃতের সংখ্যা নিয়ে বিস্তারিত তথ্য মেলেনি।
- Sep 23, 2025 14:53 IST
Kolkata Waterlogging News Updates:সরকারকেই দুষছেন শুভেন্দু
গতকাল রাত থেকে একনাগাড়ে চলা রেকর্ড বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতার বিস্তীর্ণ প্রান্ত। জমা জলে বিদ্যুৎপৃষ্ট হয়ে একের পর এক মৃত্যুর খবর এসেছে শহর কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে। নেতাজি নগর থেকে শুরু করে গড়িয়াহাট, বেনিয়াপুকুর সহ একাধিক জায়গায় জমা জলে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুর খবর মিলেছে। মর্মান্তিক এই ঘটনা নিয়েই এবার রাজ্য সরকারকে বিঁধে ফের সোচ্চার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
Kolkata Rains:লাগাতার বৃষ্টিতে জলের তলায় কলকাতা, শহরে মৃত্যুমিছিল! সরকারকেই দুষছেন শুভেন্দু
- Sep 23, 2025 14:51 IST
Kolkata Waterlogging News Updates:আজ থেকেই সরকারি স্কুলে পুজোর ছুটি
দেবীপক্ষে নিম্নচাপের তুমুল গর্জনে শহর কলকাতার পাশাপাশি লাগোয়া জেলাগুলিরও দিকে দিকে জল। লাগাতার বৃষ্টিতে জলের তলায় রাজপথ থেকে অলি-গলি। বহু জায়গায় দোকান-বাড়িতে জল ঢুকেছে। কলকাতা শহরের একাধিক হাসপাতালেও হাঁটু-জল।ককথায় শারদোৎসবের শুরুতেই দুর্বিষহ জল-যন্ত্রণায় কাতর কলকাতা ও লাগোয়া জেলাগুলি। দিকে দিকে জলমগ্ন পরিস্থিতি। এই পরিস্থিতিতে রাজ্য সরকারি স্কুলগুলিতে আজ থেকেই পুজোর ছুটি ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
- Sep 23, 2025 12:43 IST
Kolkata Waterlogging News Updates:জলের তলায় কলকাতা, মেয়রও উদ্বেগে!
রেকর্ড বৃষ্টি কলকাতায়! তিলোত্তমা মহানগরীর বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। দিকে দিকে জল। সেই সঙ্গে জমা জলে বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে পরপর মৃত্যুর খবর মিলেছে। এক কথায় শারদোৎসব শুরু হতেই কলকাতায় অসুররূপী বৃষ্টিতে সীমাহীন জল-যন্ত্রণা! মঙ্গলবার সকালে চেতলায় নিজের পাড়ায় জমা জল সরাতে দেখা গেল মেয়র ফিরহাদ হাকিমকে। নতুন করে দুর্যোগ না হলে আজ রাত ১০টার মধ্যেই কলকাতার জল নেমে যেতে পারে বলে আশাবাদী মেয়র।
- Sep 23, 2025 12:21 IST
Kolkata Waterlogging News Updates:রাস্তা যেন নদী, দক্ষিণবঙ্গে 'রেড অ্যালার্ট'
সোমবার রাত থেকেই শহর কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের আকাশজুড়ে নিকষ কালো মেঘে ঢাকতে শুরু করে। শুরু হয় টানা বৃষ্টি। সময় যত এগিয়েছে বেড়েছে বৃষ্টির পরিমাণ। গতরাতে রেকর্ড বৃষ্টি কলকাতা শহর থেকে জেলায় জেলায়। মঙ্গলবার সকাল থেকে দিকে দিকে জলমগ্ন এলাকার ছবি সামনে আসতে শুরু করে।
- Sep 23, 2025 12:11 IST
Kolkata Waterlogging News Updates:নাগাড়ে বৃষ্টিতে ব্যাহত মেট্রো পরিষেবা
একনাগাড়ে বৃষ্টিতে পাতালপথেও হু হু করে জল ঢুকেছে। মেট্রোরেলের বিভিন্ন টানেলে জল ঢুকে বড়সড় বিপত্তি তৈরি হয়েছে। মঙ্গলবার সকাল থেকে কলকাতার বিভিন্ন দিকে মেট্রো চলাচল চূড়ান্তভাবে ব্যাহত হয়েছে। মেট্রোরেলের টানেলে জল ঢুকে যাওয়ার কারণে পরিষেবা ব্যাহত হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে মেট্রোরেল কর্তৃপক্ষ। এদিন সকালে দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত মেট্রো চলাচল করছিল। অন্যদিকে শহীদ ক্ষুদিরাম থেকে মাস্টারদা সূর্যসেন পর্যন্ত মেট্রোর পরিষেবা চালু ছিল।
- Sep 23, 2025 12:08 IST
Kolkata Waterlogging News Updates:জলমগ্ন কলকাতার একাধিক সরকারি হাসপাতাল
ন্যাশনাল মেডিকেল থেকে কলকাতা মেডিকেল কলেজ, চরম দুর্ভোগ কলকাতার একাধিক মেডিকেল কলেজে। ন্যাশনাল মেডিকেল কলেজে জলে হাবুডুবু খাচ্ছে জরুরি বিভাগ। ওয়ার্ডের ভেতরেও হাঁটু সমান জল। জলের তলায় রোগীদের বেডের পায়ের একাংশ। এসএসকেএম হাসপাতালের কার্ডিওথেরাসিক বিভাগ জলমগ্ন। আর জি কর মেডিকেল কলেজেও হাঁটু জল। টানা বৃষ্টিতে জলমগ্ন এসএসকেএম হাসপাতাল। এসএসকেএম-এর একাধিক ওয়ার্ড জলের তলায়। এসএসকেকেএম-এ স্ত্রীরোগ বিভাগে রাত থেকে হু হু করে জল ঢোকে।স্যালাইন হাতে রোগীদের স্থানান্তর।