Calcutta High Court:পরিযায়ী শ্রমিক মামলায় হাইকোর্টে মুখ পুড়ল কেন্দ্রীয় সরকারের, পুজোর মুখে কী নির্দেশ আদালতের?

Migrant Workers: পরিযায়ী শ্রমিক মামলায় এবার দুর্গাপুজোর মুখে কলকাতা হাইকোর্টে বড়সড় ধাক্কা খেল কেন্দ্রের মোদী সরকার।

Migrant Workers: পরিযায়ী শ্রমিক মামলায় এবার দুর্গাপুজোর মুখে কলকাতা হাইকোর্টে বড়সড় ধাক্কা খেল কেন্দ্রের মোদী সরকার।

author-image
IE Bangla Web Desk
New Update
SIR West Bengal, Kolkata High Court case, voter list verification, Election Commission of India, Abhishek Banerjee, Trinamool Congress, BJP, SIR controversy, voter list survey, West Bengal politics, High Court petition, voter verification India,এসআইআর মামলা, কলকাতা হাইকোর্ট, ভোটার তালিকা সমীক্ষা, বিশেষ নিবিড় সমীক্ষা, নির্বাচন কমিশন, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস, বিজেপি, ভোটার তালিকা যাচাই, বাংলার রাজনীতি, আদালতের মামলা, এসআইআর বিতর্ক, ভোটার যাচাই প্রক্রিয়া, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত

Calcutta High Court: কলকাতা হাইকোর্ট।

কলকাতা হাইকোর্টে পরিযায়ী শ্রমিকদের মামলায় বড়সড় ধাক্কা কেন্দ্রীয় সরকারের। বীরভূমের অন্তসত্ত্বা সোনালী বিবি সহ তার পরিবারের সদস্যদের বাংলাদেশে পাঠানো সিদ্ধান্ত এক বাক্যে খারিজ করল কলকাতা হাইকোর্ট।

Advertisment

কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত খারিজ হয়ে গেল কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তীর রায়ে খারিজ হয়ে গেল কেন্দ্রের সিদ্ধান্ত। পরিযায়ী শ্রমিক মামলায় আদালতে মুখ পড়ল কেন্দ্রীয় সরকারের। কলকাতা হাইকোর্ট স্পষ্ট করে জানিয়ে দিয়েছে বীরভূমের সোনালী বিবি ও অন্যদের বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত ভুল ছিল। শুধু তাই নয়, ওই পরিবারটিকে চার সপ্তাহের মধ্যে বাংলাদেশ থেকে ভারতে ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

আরও পড়ুন- Amit Shah: 'ভোটের পর বাংলায় এমন সরকার হোক, যারা সোনার বাংলা গড়বে', দুর্গাপুজোর উদ্বোধনে মন্তব্য শাহের

Advertisment

আজ এই বিষয়টি নিয়ে তৃণমূলের রাজ্যসভার সংসদ সামিরুল ইসলাম ফেসবুক পোস্টে লিখেছেন, "আজ কলকাতা হাইকোর্ট BJP-র ভুয়ো প্রচারকে জনসমক্ষে এনে দিলেন। বীরভূমের অন্তঃসত্ত্বা মহিলা সোনালী খাতুন এবং তাঁর সঙ্গে থাকা আরও পাঁচজনকে (শিশুসহ) “বাংলাদেশি নাগরিক” বলে চালানোর যে চেষ্টা তারা করেছিল, তা মিথ্যা প্রমাণিত হয়েছে। আদালত জানিয়ে দিয়েছে, তাদের দাবি সম্পূর্ণ মিথ্যা এবং এফআরআরও দিল্লির আটক/নির্বাসন আদেশ বেআইনি। আদালত নির্দেশ দিয়েছে, চার সপ্তাহের মধ্যে এই পরিবারকে বাংলাদেশ থেকে ভারতে ফিরিয়ে আনতে হবে।" 

আরও পড়ুন- Mysterious death:এযেন বোধনের আগেই বিসর্জন! মা ও তিন মেয়ের এমন মর্মান্তিক পরিণতিতে শোকে পাথর এলাকা

তিনি আরও লিখেছেন, "আমি কোনওদিন ভুলব না, যখন আমি এই পরিবারগুলির পাশে দাঁড়িয়েছিলাম — তখন কিভাবে বিজেপির দালালরা আমার এবং আমার পরিবারের বিরুদ্ধে নীচু, ব্যক্তিগত আক্রমণ চালিয়েছিল। এটি শুধু  আমাদের জয় নয়; এটি বাংলার জয় — বিজেপির বাঙালি-বিরোধী, গরিব-বিরোধী নীতির বিরুদ্ধে এক তীব্র জবাব। মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা লড়াই চালিয়ে যাব, যতদিন না এই বিষাক্ত, জনগণ-বিরোধী শক্তিগুলিকে গণতান্ত্রিক পথে পরাজিত করা যায়।"

bjp migrant worker Calcutta High Court